LearningHomebd.Com

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন উপযোগী ৪০০+ এম সি কিউ │ Primary Teachers Exam Suggestion and MCQ question for written test │ Professors Primary Teachers Exam Suppliment and Suggestion Book

প্রথম আলো মডেল টেস্ট ও প্রফেসর'স এর অলোকে প্রশ্ন



০১. কোন বানানটি শুদ্ধ ? ( জঃ মন্ত্রঃ ২০১৮, শিক্ষক নিঃ ২০১৬)
ক) উন্মিলন
খ) উন্মিলণ
গ) উন্মীলণ
ঘ) উন্মীলন
উত্তরঃ উন্মীলন
 
০২. কোন বানানটি শুদ্ধ ? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)
ক) শুশ্রূষা
খ) সুশ্রুষা
গ) শূশ্রুষা
ঘ) শুশ্রুসা
উত্তরঃ শুশ্রূষা
 
০৩. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন ? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
খ) তিনি স্বস্ত্রীক এসেছেন
গ) তিনি সাক্ষ্য দেবেন না
ঘ) তার কতায় মাধুর্যতা নেই
উত্তরঃ তিনি সাক্ষ্য দেবেন না
 
০৪. বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? (মৎঃ অধিঃ ২০১৫, মাদকঃ নিয়ন্ত্রঃ ২০১৭)
ক) বিচ + ছিন্ন
খ) বি + ছিন্ন
গ) বিৎ + চ্ছিন্ন
ঘ) বিৎ + ছিন্ন
উত্তরঃ  বি + ছিন্ন
 
০৫. মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কর ? (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক) মৃণ + ময়
খ) মৃৎ + ময়
গ) মৃত + ময়
ঘ) মৃ + ময়
উত্তরঃ মৃৎ + ময়
 
০৬. কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
ক) গৈ + অক
খ) সু + অল্প
গ) অা + চর্য
ঘ) দু + লোক
উত্তরঃ দু + লোক
 
০৭. ভূত শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি ? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)
ক) ভূতনী
খ) পেত্নী
গ) মেয়ে ভূত
ঘ) ভূতনী
উত্তরঃ পেত্নী
 
০৮. কোনটি উভয় লিঙ্গের উদাহরণ?
ক) মানুষ
খ) কবিরাজ
গ) সধবা
ঘ) সৈনিক
উত্তরঃ মানুষ
 
০৯. নিচের কোনটির পুরুষবাচক রূপ নেই?
ক) বেহান ( বেয়াইন)  
খ) কুলটা
গ) ঠাকুরঝি
ঘ) ননদ
উত্তরঃ কুলটা
 
১০. বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
ক) অবস্থাবাচক শব্দ
খ) বাক্যলঙ্কার শব্দ
গ) ধ্বন্যাত্মক শব্দ
ঘ) দ্বিরুক্ত শব্দ 
উত্তরঃ ধ্বন্যাত্মক শব্দ 
 
১১. তাকে ও আসতে বলেছি।  এই বাক্যের " ও " অব্যয় পদটি কি অর্থে ব্যাবহৃত হয়েছে?
ক) নির্দেশ অর্থে
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) বিকল্প প্রকাশে
ঘ) অনুরোধে
 উত্তরঃ  স্বীকৃতি জ্ঞাপনে
 
১২. যত্ন করলে রত্ন মিলে এখানে " করলে" কোন ক্রিয়ার উদাহরণ?
ক) অনুক্ত
খ) দ্বিকর্মক
গ) সমাপিকা
ঘ) অসমাপিকা
 উত্তরঃ অসমাপিকা
 
১৩. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
ক) কারক
খ) বিভক্তি
গ) যতি
ঘ) প্রকৃতি
 উত্তরঃ প্রকৃতি
 
১৪. নিচের কোন শব্দটি প্রাতিপদিক? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)
ক) লাঙল
খ) দম্পতি
গ) লেখা
ঘ) সাধিত
 উত্তরঃ  লাঙল
 
 ১৫. ব্যাকরণের কোন অংশে "কারক " সমন্ধে আলোচনা করা হয়?
ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্ব্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
 উত্তরঃ  রূপতত্ত্বে
 
১৬. বাংলা ব্যাকারণ প্রথম রচনা করেন কে?
ক) এন. বি. হ্যালহেড
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) উইলিয়াম কেরী
 উত্তরঃ  এন. বি. হ্যালহেড
 
১৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক) ১১
খ) ৯
গ) ১০
ঘ) ৮
 উত্তরঃ ১০
 
১৮.  পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসাব্ব উচ্চারিত হলে তাকে কি বলে?
ক) মৌলিক স্বরধ্বনি
খ) সমধ্বনি
গ) মূলধ্বনি
ঘ) যৌগিক স্বরধ্বনি
 উত্তরঃ  যৌগিক স্বরধ্বনি
 
১৯. ফাল্গুন >ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?
ক)ধ্বনিবিকার
খ) শ্রুতিধ্বনি
গ) অন্তর্হতি
ঘ)  ধ্বনি বিপর্যয়
 উত্তরঃ  অন্তর্হতি
 
২০. " ক্ষ্ম " এর বিশ্লিষ্ট রূপ?
ক) ক্ষ্ম + ম
খ) খ + হ + ম
গ) ক + ষ + ণ
ঘ) ক + ষ + ম
 উত্তরঃ ক + ষ + ম
 
২১. নিচের কোন বানানে মূর্ধন্য " ণ " এর ব্যাবহার হয়েছে? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)
ক) মধ্যাহ্ন
খ) বিপন্ন
গ) তৃষ্ণা
ঘ) রত্ন
 উত্তরঃ তৃষ্ণা
 
২২. " গুণহীনে " ত্যাগ কর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) কর্মে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) সম্প্রদানে ৭মী
ঘ) অপাদানে ৭মী
 উত্তরঃ  কর্মে ৭মী
 
২৩. এত শঠতা,  এত যে ব্যাথা,  তবু যেন তা মধুতে মাখা। এ বাক্যে " মধুতে " কোন কারক? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)
ক) কর্মে সপ্তমী
খ) অপাদানে সপ্তমী
গ) করণে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
 উত্তরঃ করণে সপ্তমী
 
২৪. সব " ঝিনুকে " মুক্তা মিলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ( জঃ মন্ত্রঃ ২০১৮, শিক্ষক নিঃ ২০১৬)
ক) কর্তায় দ্বিতীয়া
খ) অপাদানে ৭মী
গ) কর্মে দ্বিতীয়া
ঘ) অধিকরণে ৭মী
 উত্তরঃ অপাদানে ৭মী
 
২৫. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত " ন " কখনও " ণ" হয় না?
ক) ক - বর্গ
খ) চ - বর্গ
গ) প - বর্গ
ঘ) ত - বর্গ
 উত্তরঃ ত - বর্গ
 
২৬. নিত্য মূর্ধন্য - ষ কোন শব্দে বর্তমান ? (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়
 উত্তরঃ  আষাঢ়
 
২৭. দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দৃশ্ + অনীয়
খ) দৃশ্য + অনীয়
গ) দৃশ্য + নীর
ঘ) দৃশ + নীয়
 উত্তরঃ  দৃশ্ + অনীয়
 
২৮. মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মহি + মা
খ) মহৎ + ইমন 
গ) মহা + ইমা
ঘ) মহিম + আ
 উত্তরঃ মহৎ + ইমন 
 
২৯. সর্বাঙ্গীণ শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয়?
ক) সর্বঙ্গ + ঈন
খ) সর্ব + অঙ্গীন
গ) সর্ব + ঙ্গীন
ঘ) সর্বাঙ্গ + ঈন
 উত্তরঃ  সর্বাঙ্গ + ঈন
 
৩০. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন৷ এখানে " কিংবা " অব্যয়টি কোন অব্যয়?
ক) অনুকার অব্যয়
খ) বিয়জোক অব্যয়
গ) সমুচ্চয়ী অব্যয়
ঘ) বিস্ময়সূচক অব্যয়
 উত্তরঃ বিয়জোক অব্যয়
 
৩১. " আগে প্রতি বছর এখানে খেলা হত।  বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে?
ক) সাধারণ অতীত
খ) ঘটনার অতীত
গ) পুরাঘটিত অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত
 উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
 
৩২. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যাবহৃত হয়?
ক) অব্যয়
খ) সম্বোধন পদ
গ) সর্বনাম
ঘ)  ক্রিয়া
 উত্তরঃ অব্যয়
 
৩৩. কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক?
ক) করণ কারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক
 উত্তরঃ  অধিকরণ কারক
 
৩৪. " আকাশে চাঁদ উঠেছে।  এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ?
ক) ভাবাধিকরণ
খ) ঐকদেশিক অধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) বৈষবিক
 উত্তরঃ ঐকদেশিক অধিকরণ
 
৩৫. সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।  বাক্যটি?
ক) মিশ্র
খ) যৌগিক
গ) জটিল
ঘ) সরল
 উত্তরঃ  সরল
 
৩৬. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?  (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) বি+ আ + √কৃ + অন
খ) ব্যা + আ + কৃ + অন
গ) বৃ + কৃ + অন
ঘ) ব্যা + ক + রন
 উত্তরঃ  বি+ আ + √কৃ + অন
 
৩৭. স্বভাবতই মূর্ধন্য " ষ " হয় এমন উদাহরণ কোনটি?
ক) কৃষক
খ) বর্ষা
গ) ঔষধ
ঘ) কাষ্ট
 উত্তরঃ  ঔষধ
 
৩৮. " সম্মার্জনী " শব্দের অর্থ কোনটি?
ক) ঝাঁটা
খ) শ্রমের মূল্য
গ) সহজে অর্জন
ঘ) ভাতা
 উত্তরঃ  ঝাঁটা
 
৩৯. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) কিষোর
খ) তারুণ্য
গ) রোগা
ঘ) পাথুরে
 উত্তরঃ তারুণ্য
 
৪০. নিচের কোন শব্দটি বিশেষ্য?
ক) আধুনিক
খ) অরণ্য
গ) অধুনা
ঘ) বিশ্বস্ত
 উত্তরঃ অরণ্য
 
৪১. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)
ক) নাম বিশেষণ
খ) ভাব বিশেষণ
গ) বিশেষণের পদ
ঘ) বিশেষণ
 উত্তরঃ  নাম বিশেষণ
 
৪২. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে?
ক) ঘটমান বর্তমান
খ) পুরাঘটিত বর্তমান
গ) সাধারণ অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত
 উত্তরঃ  পুরাঘটিত বর্তমান
 
৪৩. যদি সত্য বল,  তাহলে মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য?
ক) সংযুক্ত বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) মিশ্র বাক্য
 উত্তরঃ মিশ্র বাক্য
 
৪৪. বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে কোন ধরনের বাক্যে? ( জঃ মন্ত্রঃ ২০১৮, শিক্ষক নিঃ ২০১৬)
ক) সরল
খ) যৌগিক
গ) জটিল
ঘ) মিশ্র
 উত্তরঃ যৌগিক 
 
৪৫. নিচের যে শব্দটিতে শাব্দিক অপপ্রয়োগ বলে বিবেচনা করা যায়?
ক) হোথায়
খ) অশ্রুজল
গ) অম্বরতল
ঘ) অন্ধআবেগ 
 উত্তরঃ  অশ্রুজল
 
৪৬. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?  (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) তুই বাড়ি যা
খ) ক্ষমা কর মোর অপরাধ
গ) কাল একবার এসো
ঘ)  দূর হও
 উত্তরঃ কাল একবার এসো
 
৪৭. বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?
ক) করণে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) কর্তৃকারকে ৭মী
ঘ) অপাদানে ৭মী
 উত্তরঃ কর্তৃকারকে ৭মী
 
৪৮. Virile শব্দের অর্থ কোনটি? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)
ক) পুরুষোচিত
খ) কাপুরুষোচিত
গ) কৃপণ
ঘ) উদ্ধৃত 
 উত্তরঃ পুরুষোচিত
 
৪৯. Epicurism এর যথার্থ পরিভাষা?
ক) নিয়তিবাদ
খ) অস্তিত্ববাদ
গ) ভোগবাদ
ঘ) পরিবেশবাদ 
 উত্তরঃ ভোগবাদ
 
৫০. Superstitions শব্দের অর্থ?    (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক) যাদুবিদ্যা
খ) সেতুবন্ধন
গ) কুসংস্কারাচ্ছন্ন
ঘ) উপাসনা 
 উত্তরঃ কুসংস্কারাচ্ছন্ন
 
৫১. Nothing Succeeds like success এর বঙ্গানুবাদ হলো?
ক) চোর পালালে বুদ্ধি বাড়ে
খ) চাঁদের ও কলঙ্ক আছে
গ) জলেই জল বাঁধে
ঘ) জীবন থাকলেই আশ থাকবে
 উত্তরঃ জলেই জল বাঁধে
 
৫২. A golden key can open any door প্রবাদটির অর্থ?
ক) টাকায় বাঘের দুধ মেলে
খ) পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
গ) বন্ধ দুয়ার খোলে স্বর্গলোকের চাবি
ঘ) টাকা দেবে গৌরি সেন 
 উত্তরঃ টাকায় বাঘের দুধ মেলে
 
৫৩. চোরকে বলে চুরি করতে,  গৃহস্তকে বলে সজাগ থাকতে?
ক) The Devil wouldn't listen the scripture
খ) Birds of a feather flock together
গ) Run with the  here and hunt with thw hounds
ঘ) None of these 
 উত্তরঃ Run with the  here and hunt with thw hounds
 
৫৪. ঊর্ণবাভ শব্দটি দিয়ে বোঝায়?
ক) টিকটিকি
খ) তেলাপোকা
গ) উইপোকা
ঘ) মাকড়সা
  উত্তরঃ মাকড়সা

৫৫. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) সর্বনাম ও ক্রিয়া
গ) বিশেষণ ও ক্রিয়া
ঘ) বিশেষ্য ও সর্বনাম
  উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
 
৫৬. কোনটি শুদ্ধ বানান?   (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) নিশীথ
খ) নিশিথ
গ) নীশীথ
ঘ) নীশিথ
  উত্তরঃ  নিশীথ
 
৫৭. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক) ভালো- ভালো আম
খ) যে - যে যাবে
গ) বাড়ি - বাড়ি যাব
ঘ) লাল - লাল ফুল 
  উত্তরঃ  বাড়ি - বাড়ি যাব
 
৫৮. ঝির ঝির করে বাতাস হইছে।  এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক) ভাবের গভীরতা
খ) ধ্বনিব্যাঞ্জনা
গ) পৌনঃ পুনিজতা
ঘ) সামান্যতা 
  উত্তরঃ  ধ্বনিব্যাঞ্জনা
 
৫৯. কাগজ এর বহুবচন কোনটি?
ক) কাগজাত
খ) কাগজগুলো
গ) কাগজসমূহ
ঘ) কাগজাদী 
  উত্তরঃ  কাগজাত
 
৬০. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি
খ) ফারসি
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত
  উত্তরঃ  সংস্কৃত
 
৬১. কাঁচা - মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি?  (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক) কাঁচা ও মিঠা
খ) যা কাঁচা তাই মিঠা 
গ) কাঁচার মিঠা
ঘ) কাঁচামিঠা 
  উত্তরঃ  যা কাঁচা তাই মিঠা
 
৬২. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
ক) উপমান
খ) উপমিত
গ) কর্মধারয়
ঘ) উপপদ তৎপুরুষ
  উত্তরঃ  উপপদ তৎপুরুষ
 
৬৩. শতাব্দী কোন সমাস?    (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) অব্যয়ীভাব
ঘ) দ্বিগু
  উত্তরঃ  দ্বিগু
 
৬৪. সিংহপুরুষ কোন সমাস?
ক) উপমান কর্মধারয়
খ) উপপদ তৎপুরুষ
গ) উপমিত কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
  উত্তরঃ  উপমিত কর্মধারয়
 
৬৫. আমার বই পড়া হয়েছে বাক্যটির কতৃবাচ্য রূপ হচ্ছে? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)
ক) আমি বই পড়ছি
খ) আমরা বই পড়ছি
গ) আমি বই পড়তে যাচ্ছি
ঘ) আমি বই পড়েছি
  উত্তরঃ আমি বই পড়েছি
 
৬৬.এ পোশাকটি মানায়নি এ বাক্যের উদাহরণ? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) কর্মবাচ্যের
খ) ভাববাচ্যের
গ) কর্মকর্তৃবাচ্যের
ঘ) কর্তৃবাচ্যের
  উত্তরঃ কর্মকর্তৃবাচ্যের
 
৬৭. দুটি বাক্যে মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বিসে? (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক) সেমিকোলন
খ) কোলন
গ) হাইফেন
ঘ) কমা 
  উত্তরঃ সেমিকোলন
 
৬৮. কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না?  (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক) হাইফেন
খ) ড্যাশ
গ) সেমিকোলন
ঘ) কোলন 
  উত্তরঃ হাইফেন
 
৬৯. বাংলা বাক্যের শেষে ব্যাবহৃত হয় এমন বিরাম সংখ্যা ?  (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক) ৮ টি
খ) ৫ টি
গ) ৩ টি
ঘ) ২ টি 
  উত্তরঃ ৩ টি
 
৭০. উড়নচণ্ডী বাগধারাটির অর্থ নির্ণয় কর? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) অমিতব্যয়ী 
খ) উচ্ছৃঙখল
গ) অবাধ্য
ঘ) কোনটিই নয় 
  উত্তরঃ অমিতব্যয়ী 
 
৭১. গুড়ে বালি কথাটির অর্থ কী ? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) বাতাসে বালি
খ) আশার নৈরাশ্য 
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল 
  উত্তরঃ আশার নৈরাশ্য 
 
৭২. ছ কড়া ন কড়া বাগধারাটির অর্থ কী? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)
ক) সস্তা দর 
খ) নষ্ট করা
গ) দুর্লভ বস্তু
ঘ) আশার নৈরাশ্য 
  উত্তরঃ সস্তা দর 
 
৭৩. যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে?  (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক) বাকপটু
খ) বাগ্মী 
গ) সুবক্তা
ঘ) অনলবর্ষী 
  উত্তরঃ বাগ্মী 
 
৭৪. দীপ্তি পাচ্ছে এমন,  এক কথায় কী হবে?   (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক) দ্বীপ্যমান
খ) দীপ্তিমান
গ) দীপ্যমান 
ঘ) দেদীপ্যমান 
  উত্তরঃ দীপ্যমান 
 
৭৫. যে ব্যাক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় এক কথায়?  (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক) মাধুকরী 
খ) মধুকর
গ) অর্বাচীন
ঘ) অবিমৃষ্যকারী 
  উত্তরঃ মাধুকরী 
 
৭৬. দশচক্রে ভগবান ভূত প্রবাদে ভগবান কে?
ক) ঈশ্বর 
খ) কৃষ্ণ
গ) ভগবানের প্রেত
ঘ) ভগবান নামের এক ভৃত্য 
  উত্তরঃ ঈশ্বর 
 
৭৭. জলের রেখা,  খলের পিরিতি প্রবাদটির অর্থ কী?  (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক) নিরপেক্ষ
খ) ক্ষণস্থায়ী 
গ) ক্ষতি হওয়া
ঘ) নির্বাক হয়ে থাকা  
  উত্তরঃ ক্ষণস্থায়ী 
 
৭৮. বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কী?  (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক) অবেলা
খ) গোধূলি
গ) উদ্বেল 
ঘ) সাঁঝ 
  উত্তরঃ উদ্বেল 
 
৭৯. দস্ত - ব - দস্ত কথার অর্থ কী ?
ক) বন্ধু বনাম বন্ধু
খ) খেতে - খেতে
গ) হাতে - হাতে
ঘ) আস্তে - আস্তে 
  উত্তরঃ হাতে - হাতে
 
৮০. বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ নির্ণয় কর?
ক) ধার্মিক
খ) ভন্ড সাধু 
গ) প্রাচীনপন্থি
ঘ) কোনটিই নয় 
  উত্তরঃ ভন্ড সাধু 
 
৮১. " রাজঘোটক বাগধারাটি ব্যাবহৃত হয় কোন অর্থে? (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক) চমৎকার মিল 
খ) অন্তঃসারশূন্য
গ) বড়লোক
ঘ) পণ্ডশ্রম 
  উত্তরঃ চমৎকার মিল  
 
৮২. সজাগ শব্দের স - উপসর্গ কোন ভাষার?  (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) সংস্কৃত
খ) ফারসি
গ) বাংলা 
ঘ) আরবি 
  উত্তরঃ বাংলা 
 
৮৩. কোন শব্দে ফারসি উপসর্গ আছে?  (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক) হররোজ
খ) গরমিল
গ) বেতার 
ঘ) খাসকামরা
  উত্তরঃ বেতার 
 
৮৪. মিতালি কোন প্রকৃতির শব্দ? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) যৌগিক 
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) অব্যয় 
  উত্তরঃ যৌগিক 
 
৮৫. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?  (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক) জলদ 
খ) জলজ
গ) বনজ
ঘ) সহজ 
  উত্তরঃ জলদ 
 
৮৬. পাখি কোন ধরনের শব্দ?  (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক) সংস্কৃত
খ) বিদেশি
গ) তদ্ভব 
ঘ) অপভ্রংশ 
  উত্তরঃ তদ্ভব 
 
৮৭. সুনামি শব্দটি? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)
ক) জাপানি 
খ) ডাচ্
গ) ফরাসি
ঘ) চীনা 
  উত্তরঃ জাপানি 
 
৮৮. খ্রিস্টাব্দ হচ্ছে? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক) তৎসম
খ) মিশ্র 
গ) অর্ধ - তৎসম শব্দ
ঘ) বিদেশি শব্দ 
  উত্তরঃ মিশ্র 
 
৮৯. আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?  (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক) অন্তরীক্ষ 
খ) বিভু
গ) প্রভাকর
ঘ) সুধাকর 
  উত্তরঃ অন্তরীক্ষ 
 
৯১. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)
ক. হাকন্দপুরাণ
খ. শ্রী ধর্মমঙ্গল
গ. বিদ্যাসুন্দর
ঘ. ধর্মমঙ্গল
উত্তর: ক

৯২. বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি?(শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক. চৈতন্যভাগবত
খ. চৈতন্যমঙ্গল
গ. চৈতন্যচরিতামৃত
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যচরিতামৃত
উত্তর: গ

৯৩. বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)
ক. মথি রচিত মিশন সমাচার
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
ঘ. কথোপকথন
উত্তর: ক

৯৪. ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? ( জঃ মন্ত্রঃ ২০১৮, শিক্ষক নিঃ ২০১৬)
ক. ৪ মে, ১৮০০
খ. ২৬ নভেম্বর, ১৮০১
গ. ৪ মে, ১৮০১
ঘ. ২১ জুলাই, ১৮০০
উত্তর: খ

৯৫. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন- (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
উত্তর; গ

৯৬. বাংলা মুদ্রাক্ষরের জনক কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক. জেমস হিকি
খ. পঞ্চানন কর্মকার
গ. জোশুয়া মার্শম্যান
ঘ. চার্লস উইলকিন্স
উত্তর: ঘ

৯৭. 'ইয়ংবেঙ্গল' কবে আত্মপ্রকাশ করে? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)
ক. ১৮১৭
খ. ১৮৩১
গ. ১৮২৭
ঘ. ১৮৩৫
উত্তর: খ

৯৮. কার উদ্যোগে 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল হোসেন
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ঘ

৯৯. বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তর: গ

১০০. বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে 'একাডেমি' হয় কবে?
ক. ১৯৯৮
খ. ২০০৩
গ. ২০১০
ঘ. ২০১৩
উত্তর; ঘ

১০১. 'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়ক কে ? (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)
ক. ইমাম হাসান
খ. ইমাম হোসেন
গ. এজিদ
ঘ. সীমার
উত্তর ;গ

১০২. 'আযান' কবিতাটির রচয়িতা কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক. আহসান হাবীব
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ

১০৩. কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস? (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক. মেঘদূত
খ. বেনের মেয়ে
গ. সাদা হাওয়া
ঘ. রামধনু
উত্তর: খ

১০৪. 'আনোয়ারা' কোন ধরনের উপন্যাস? (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক. সামাজিক
খ. রোমান্টিক
গ. রাজনৈতিক
ঘ. ঐতিহাসিক
উত্তর: ক

১০৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিলো?(সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর: খ

১০৬. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন- (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)
ক. স্মরণ
খ. উৎসর্গ
গ. নৈবেদ্য
ঘ. খেয়া
উত্তর; ক

১০৭. বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ

১০৮. নাথ সাহিত্যের উদ্ভব কবে ? (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)
ক. দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দি
খ. একাদশ ও দ্বাদশ শতাব্দি
গ. দশম ও একাদশ শতাব্দি
ঘ. ষোড়শ ও সপ্তদশ শতাব্দি
উত্তর: গ

১০৯. প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়? (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)
ক. তেল নুন লকড়ি
খ. বীরবলের হালখাতা
গ. চার ইয়ারি কথা
ঘ. যৌবনে দাও রাজটীকা
উত্তর: খ

১১০. 'শেষের পরিচয়' কার লেখা ? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সৈয়দ শামসুল হক
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
Next  page



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url