LearningHomebd.Com

IFIC Bank Transaction Service Officer - Full Preparation - Guideline And Previous Year Question Solution │IFIC Bank TSO Exam Question

First : MCQ Test
কি কি  ধরনের প্রশ্ন করা হয় TSO - Transaction Service Officer পদটির জন্য ?
প্রথমেই বলে নেই প্রশ্ন বেশি কঠিন হয় না যারা একাধিক ব্যাংকে পরিক্ষা দিয়েছেন তাদের জন্য বেশি সমস্যা হবে না, কিন্তু যারা নতুন তাদের একটু পড়তে হবে ।
সকল ব্যাংকের মত এখানেও -
Bangla
English
Math
General Knowledge
Ict question
Analytical Ability ও IFIC bank সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে ।

নিয়োগ প্রক্রিয়াঃ এখানে সর্বমোট ৫ টা পরিক্ষা হবে।
১. এমসিকিউ
২. ইনিসিয়াল ভাইভা (Click Here)
৩. লিখিত (Click Here)
৪. কম্পিউটার টেস্ট (Click Here)
৫. ফাইনাল ভাইভা (Click Here)
১. এমসিকিউঃ এটা সাধারন ব্যাংকের মতই হয়। ১ ঘন্টা ১০০ প্রশ্ন । ম্যাথ অনেকগুলো থাকে তাই যারা ম্যাথ ভাল করবে তারা একটু হলেও এগিয়ে থাকবে, এটা আমার পারসোনাল মতামত ।

২. ইনিসিয়াল ভাইভাঃ এই ভাইভা তে তেমন কিছু জিজ্ঞেস করে না। তবে টাই, ব্লেজার বা স্যুট, জুতা এবং বেল্ট এর কালার মোটামুটি ফরমাল এটায়ার গুলাই দেখা হয়। (যদিও আমাকে ব্যাংকিং এর সাথে ফিন্যান্স এর সম্পর্ক জিজ্ঞেস করেছিল আমার সাব্জেক্ট ফিনান্স এন্ড ব্যাংকিং বলে)

৩. লিখিতঃ লিখিত তে ২ টা ম্যাথ, ফ্রি হ্যান্ড রাইটিং(এসে), ট্রান্সলেশন ইত্যাদি আসে।

৪. কম্পিউটার টেস্টঃ কম্পিউটার টেস্টে ওয়ার্ডের কিছু কাজ যেমন লেখা মোডিফাই, সাইজ, ডিজাইন, টাইপিং স্পেসিফিক ফরমেটে এবং ফন্টে, হেডার এন্ড ফুটার, টেক্সট বক্স এগুলা আসে। এক্সেল এর কয়েক্টা কাজ করতে বলা হয় (সাধারনত স্যালারী শিট এর কিছু দেয়া থাকে বাকিটা করতে বলে বা সুত্র দিয়ে কাজ করতে বলে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সাধারন ৩ টা স্লাইড বানাতে বলে। সাথে নিচের ইচ্ছে মত এনিমেশন এড করতে হয়।

৫. ফাইনাল ভাইভাঃ ফাইনাল ভাইভা তেও তেমন প্রশ্ন করেনা। কথা বলার স্টাইল আর ড্রেস আপ শুধু দেখে(এটা আমার ধারনা)। আমাকে শুধু আমি কি করি আর আমার বাবা কি করে জিজ্ঞেস করে। আর বর্তমান জব সম্পর্কে জেনেছে । মাত্র ২ মিনিটে খেল খতম।

জব এর ডিটেইলসঃ এটা এসিস্ট্যান্ট অফিসার গ্রেডের জব। ১ বছর প্রবিশনে ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার। এর পরেই পার্মানেন্ট এবংএসিস্ট্যান্ট অফিসার। প্রথম ১ বছর বেতন বেসিক ১৭২০০ টাকা। সর্বসাকুল্যে ২৮৩৭০ টাকা। ব্রাঞ্চে দিলে সাধারণ ২০০০ টাকা ভাতা পাওয়া যায় মান্থলি। প্রবেশন পিরিয়ড শেষ (১ বছর পর) হলে মোট বেতন সর্বসাকুল্যে ৩৫৯৯০ টাকা।

এছাড়া অথরাইজড ব্রাঞ্চ (এডি ব্রাঞ্চ) হলে শনিবারে অফিসের জন্য ৪০০ করে পে করে পারডে (শনিবারে ১০ টা থেকে ২ টা পর্যন্ত)। আপনার নিয়োগ হওয়ার পরে থেকেই গ্রুপ ইন্সুরেন্স এর আওতায় আসবেন। আইএফআইসি ব্যাংক আপনার হয়ে মান্থলী প্রিমিয়াম আলাদা ভাবে পে করবে। আপনি বা আপনার স্পাউস বা আপনার ২ বাচ্চা (সর্বোচ্চ) এই ৪ জনের জন্য বছরে ৪ লাখ করে সর্বোচ্চ কাভারেজ পাবেন চিকিৎসার জন্য।

সবার জন্য ১৬ লাখ। ডকুমেন্ট জমা দেয়া সাপেক্ষ এই ইন্সুরেন্স কাভারেজ পাওয়া যায়। তাছারা কোন কারনে মারা গেলে নমিনেটেড ব্যাক্তি বা ব্যাক্তিরা এক কালিন ১৫ লক্ষ টাকা পাবেন। এছারা ব্যাংকের অন্যান্য সুবিধা তো আছেই। যেমনঃ স্যালারী একাউন্ট ফ্রী সাথে একটা পারসোনাল "আমার একাউন্ট" সেটাও কার্ড ফি, চেক ইত্যাদি ফ্রি। সার্ভিসের মান ভাল হলে কয়েক বছরে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ আছে। ব্রাঞ্চে হলে মাসে আরো অতিরিক্ত ২০০০ এবং এডি ব্রাঞ্চ হলে এক্সট্রা ডে এর জন্য ভাতা পাওয়া যাবে।

TSO Exam - 2019
Held in_ 22-Nov-2019
Friday 





TSO Exam - 2019
Held in_  28-June-2019
Friday - 10:30am








Previous Year Question 





Second: Initial VIVA

Ific bank initial viva ( tso)
Date: 28/01/21
প্রশ্ন সব বাংলাতেই হয়েছে।
১. আপনি অমুক সাবজেকট এ পড়েছেন?
২. আপনি অমুক সাবজেকট এ পড়ে ব্যাংক এ কেন আসতে চাচ্ছেন?
৩. ওই সাবজেকট এ কি কি পড়ানো হয়?
৪. রেজাল্ট আরো ভাল হতে পারলো না কেন?
৫. বাংলাদেশের লিডিং এগ্রিকালচারাল অরগানাইজেশান গুলার  নাম বলেন?
৬. আপনার পোস্টের জব রিসপনসিবিলিটি গুলো বলেন?
৭. মাস্টার্স করবেন না?
৮. বিসিএস দিবেন না? প্রিপারেশন নিচ্ছেন?
৯. আপনার সাবজেকট এর পোস্ট আছে বিসিএসে?
১০. আপনি কি এখন খুলনাতেই আছেন?
সময়ঃ ৪ মিনিট
ভাইভা টাইমঃ ১০ঃ২ থেকে
সিরিয়ালঃ ১২ ( প্রথমেই ভাইভা নিয়েছে)

Ific bank initial viva ( tso)
Date: 24/01/21

আপনি কোথায় থেকে অনার্স দিয়েছেন? - সরকারী তিতুমীর কলেজ।
ঢাবি দিয়েছেন কেন? - ঢাবি অন্তর্ভুক্ত ৭ কলেজের একটি।
সাবজেক্ট অনুযায়ী কিভাবে এই সেক্টরে কাজে লাগানো যাবে? - এটার প্রপার উত্তর দিতে পারিনি। বাংলায় অনার্স করেছি।
আপনার এক্সপেরিয়েন্স কিভাবে কাজে লাগাবেন ব্যাংকিং সেক্টরে? - এভিয়েশন সেক্টরে ৫ বসরের এক্সপেরিয়েন্স দেখিয়েছিলাম, প্রপার বলেছি।
অনার্স এর রেজাল্ট পেয়েছেন কবে?- ২০১৭ তে শেষ হবার কথা থাকলেও ২০১৯ এ অনার্স শেষ করি সেসন জটের কারনে।
এই জবের রেসপন্সিবিলিটি কি? বলেছি, তবে উলোট পালোট হয়ে গিয়েছিল।
২৪ তারিখে দিয়েছি ইনিশিয়াল ভাইবা।
 

ইনিশিয়াল ইন্টারভিউ ২৪/১২/২০২০
বোর্ড -৬
সিরিয়াল -৩৮
সময় ছিল - বিকাল৩টা থেকে ৫টা পর্যন্ত।
ইন্টারভিউ
আপনি আরিফিন খান?
আসসালামু আলাইকুম জি স্যার
কোন পোস্টের জন্য এপ্লাই করেছেন বলতে পারবেন??
জি স্যার TSO.
TSO মানে কি?
Transection service officer.
Bank এ কেন জব করতে চান??
সত্য বলতে স্যার ফাইনেনসিয়াল কন্ডিশন ইমপ্রুভ এর জন্য এবং সোশাল স্ট্যটাস এর জন্য।
আপনার সিরিয়াল নাম্বার বলতে পারবেন??
জি স্যার ৩৮
ওকে ধন্যবাদ।
ইন্টারভিউর টাইম অনেক কম ছিল ১ মিনিটেরও কম।
কিছুই বুঝতেছি না হবে কি হবে না😒


Experience: 1
viva experience
Subject : Mathematics
Board: 3

Q1: Why your upazila is famous for?
answered

Q2ঃ You have completed your graduation in Mathematics. Why you wanted to be a banker from mathematics background?
Answered

Q3 : What you are doing right now?
answered.

Q4: How many exam did you attend in banking area? Any pending viva?
answered

Q5: Do you know the basic difference between MTO & TSO?
answered

Q6: If you will get a chance in MTO position, will you pick it?

I said definitely I will grab the better opportunity. and everybody were giggling and said to me to exit Thank you.

Experience: 2
Initial Interview experience
Board 1
1. What's your name
2. What is your father
3. How may siblings do you have
4. employed or unemployed
5. Single or married
6. Current job salary, funtion
7. যে post e apply korechen ater kaj ki
8. Will you like to go outside of Dhaka.
9.Do you have any queries related to this position.
Thanks
You may go now, we will let you know our decision soon.

Experience: 3
Date :25-07-19
Board: 4
Me: May i come in sir?
Board: yes
Board: How are you Arif?
Me: ans
Board: where r u from?
Me: ans
Board: Asked some questions on my current job responsibility.
What is the difference between Information and data?
What is Acid test ratio?
If the ratio 2:1 then what it express?
I ans all of these questions


Experience: 4
বোর্ড -৪
তারিখ-
২৫/০৭/২০১৯
সময়-৪:০০
ভাইভা সময়- দের/দুই মিনিট
শুধু প্রশ্ন দিলাম--
১. বাবা কি করেন?
২.রেজাল্ট কত সালে বের হয়েছে?
৩. এত ভাল রেজাল্ট এ TSO তে কেন, MTO কেন নয়?
৪. ব্যাংকে কেন জব করবেন?

Experience: 5
viva exprience
board::3,24/7/19, 3 pm
me: may I come in sir?
board: yes coming
board: apner name abdul jabbar?
me:yes
board: apni to ru thaka applied math a pass korsen? to bank ka kno aste chascen??
me: ans
board: apnr to cgpa vlo. to desher bahire kno jan ni??
me: ans
board: tso kaj ki??
me:ans
aro খাগড়াছড়ি posting dila job korben kinn?

Experience: 6

Board:1
O,You are x.you are from cumilla,MBA from Dhaka university, AIS?.....Me: yes sir.
Then,
1.Waht is AIS?
2.How can you relate MIS with banking?
3.What is the difference between banking and non-banking Financial Institution?
4. Can open current account Non-baking Financial Institutions ?
5.Do you know IFIC is the financial corporation, so what is the activity of financial corporation?
6.IFIC's job is transferable, If your posting in Khulna,will you go there?
7.What is your father?
8.Are you face first time viva?
9. What is financial Statement? for whom it prepare?
10. এখন কী কিছু করছেন ?

Experience: 7
Board - 3.... Time : 3.00 pm (22/07/2019)
me : May i come in Sir?
Board: yes... What's your name Mr..?
me: answered
Board: From which Department you passed?
Me: Statistics
Board: Can you tell me whats the difference between mean,median & mode?
Me: answered
Board: statistics থেকে ব্যাংকে কেনো?
me: answered
Board: Bcs দেন নাই?
Me: answered
Board: বর্তমানে কোনো জবে আছেন?
Me: answered
Board: family তে কে কে আছেন?
Me: answered
Board: আপনি যদি বাকি স্টেজ গুলা পার করে ফাইনালি সিলেক্ট হোন তাহলে ঢাকার বাইরে দূরে কোথাও দেয়া হতে পারে, তখন করবেন চাকরী??
Me: answered
That's all about my today's viva experience .. Board 3 friendly ছিলো....



Third: TSO Written Questions
অন্যান্য ব্যাংকের পরীক্ষার মতো এই ব্যাংকের লিখিত পরীক্ষাতেও ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান থাকে-
 বিঃদ্রঃ আমাদের উল্লেখিত বিষয়বস্তু গুলো বিগত সালের প্রশ্নের আলোকে তাই এগুলো থেকে একটা প্রাথমিক ধারনা নিতে পারেন, সময় অনুযায়ী পরির্বতন হতে পারে 
১) ইংরেজিঃ
Preposition
Vocabulary
Right Form Of Verb
Idoms And Phrase
Article
Free Hand Writing
Translation:
English To Bangla

২) বাংলাঃ
একটা ভাবসম্প্রসারণ
ব্যকরণ থেকে প্রবাদ বাক্য
এক কথায় প্রকাশ ইত্যাদি
বাংলা টু ইংরেজি

৩) গণিতঃ
বেসিক পাটিগণিত (২-৩ টা)
 শতকরা
সুদকষা
কাজ
বয়স
ঐকিক নিয়ম
দূরত্বের গণিত ইত্যাদি

৪) সাধারণ জ্ঞানঃ
১০-১২ টা আসতে পারে
কোন অপশান থাকে না
চলতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভাজা ভাজা করে ফেলেন


Another Persons Experience
Written এর জন্য এই topic গুলো ভালো করে করতে পারেন
 2 টা math.
একটা paragraph.
একটা application/Letter .
একটা ভাব সম্প্রসারণ.
5 টা বাগধারা (অর্থ সহ বাক্য রচনা),
5 টা phrase and idoms (Making Sentence with Meaning),
5 টা preposition.
Analytical Ability question 5 ta,
এক কথায় প্রকাশ 5 টা/একই শব্দের একাধিক অর্থ 5 টা,
20 টা Short General Knowledge Questions.
বাগধারা, Phrase and Idoms, MATH এবং General Knowledge এ ভাল করলে তুলনামূলকভাবে অনেকের থেকে এগিয়ে থাকবেন।

 Another Persons Experience
Written Question er Mark Distribution
(***on the basis of Previous Exam***)
MATH - 25
  ২টি MATH::::::::::::::::::::::::::::2*10 = 20
Analytical Ability question 5 ta...5*1= 5

ENGLISH....... 35
১ টি paragraph...........­................ 10
১ টি application/­LETTER............10
৫ টি  phrase and idoms...............­.....5
(Making Sentence with Meaning),
৫ টি  preposition(Fill in the gap)...... 5
৫ টি  Translation.........­....................­...5

বাংলা...............­. 20
১ টি ভাব সম্প্রসারণ..........­.............10
৫ টি বাগধারা(অর্থ সহ বাক্য রচনা)........5
এক কথায় প্রকাশ ৫ টি /­একই শব্দের একাধিক অর্থ ৫ টি....................­.........................5

সাধারন জ্ঞান...............­ 20
২০ টি Short General Knowledge Questions 20*1= 20

বাগধারা, Phrase and Idoms, MATH এবং General Knowledge এ ভাল করলে তুলনামূলকভাবে অনেকের থেকে এগিয়ে থাকবেন।

Fourth: Computer Test
 Time : 1 Hour
Computer Test :
Total Marks : 50
Part 1 : MS Word........... 20
Part 2 : MS Excel............15
Part 3 : Power Point.......15

অনেকেই Computer Test সম্পর্কে জানতে চেয়েছে...........

Computer Test নিয়ে আপনাদেরকে ভাল একটা সাজেশন দিবার চেষ্টা করছি, আশা করি সবাই উপকৃত হবেন।

Part 1 নিয়ে কিছু কথা :
এখানে 20 Marks থাকবে

এখানে আপনাকে প্রশ্নের instruction অনুযায়ী কিছু লেখা type করতে হবে।
যেমন : কিছু শব্দ bold করতে হবে, কিছু বাক্য underline করতে হতে পারে, কিছু শব্দ বা বাক্য
টেবিলের মধ্যে বসাতে হতে পারে প্রশ্নের instruction অনুযায়ী, কিছু শব্দ বা বাক্যের আগে
টিক চিহ্ন, ছোট বৃত্ত ইত্যাদি নকশা মাউস এর right বাটন এ ক্লিক করে Bullets অপশন থেকে বসাতে হবে প্রশ্নে উল্লেখিত নকশা অনুযায়ী।
Important : প্রশ্নের instruction অনুযায়ী অবশ্যই মার্জিন সেট করে নিবেন (top, bottom, left and right) , অন্যথায় প্রশ্নের লেখা type গুলো ঠিক থাকবে না, এলোমেলো হয়ে যাবে।

Part 2 নিয়ে কিছু কথা :
এখানে 15 Marks থাকবে

এখানে আপনাকে একটি শহরের বিভিন্ন
ক্যাটাগরির জনসংখ্যার বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে, কিংবা একটা class এর students দের পরীক্ষার মোট নাম্বারের যোগফল, গড় নাম্বার এগুলো বের করতে হতে পারে, কিংবা একটা কোম্পানির শ্রমিকদের মাসিক বা বার্ষিক বেতনের বিভিন্ন হিসাবের যোগ, বিয়োগ, গড় এগুলো বের করতে হতে পারে MS Excel এ। খেলাধুলার বিভিন্ন হিসাব নিকাশ নিয়েও প্রশ্ন হতে পারে, যেমন : 5 জন ক্রিকেটারের 5 ইনিংসের মোট রান, গড় রান বের কর। মোট কথা আপনাকে Excel এর basic কাজগুলো জানতে হবে এখানে। মূলত এটি একটি math.
যার marks 7/8.
এরপর math এর information অনুযায়ী graph/ chart/pie chart আঁকতে হবে প্রশ্নে দেয়া graph/chart er format অনুযায়ী, যার marks 7/8.

Part 3 নিয়ে কিছু কথা :
এখানে 15 Marks থাকবে

এখানে 3 তা slide করতে হবে, প্রতিটি slide এ 5 marks করে থাকবে।
Slide গুলো প্রশ্নের instruction অনুযায়ী করতে হবে। স্লাইড গুলোতে chart/pie chart বসাতে হতে পারে যদি প্রশ্নে বলা থাকে, মূলত শেষের slide এ chart/pie chart করতে বলা হয়ে থাকে।

এই section এ ভালো করতে হলে, slide এর title তা ঠিক মত বসছে কিনা, animation, slide e লেখা বা chart appropriately show হচ্ছে কিনা এই বিষয় গুলো খেয়াল রাখতে হবে।

NB : Computer Test এ full answer করলেই ভাল mark পাওয়া যায় না, cause প্রশ্নের instructions অনুযায়ী আপনাকে answer করতে হবে, তাহলেই ভালো marks পাওয়া যাবে, so 50 এর মধ্যে আপনি যদি accurately 40/45 answer করতে পারেন, আপনি save zone e থাকবেন ।
আমার সময়ে আমি 3 marks এর একটা question touch eee করতে পারিনি, time is very important in this exam.

***Computer test বিভিন্ন গ্রুপে হয়, প্রতি গ্রুপে 30 জনের মত থাকে, এক গ্রুপের প্রশ্নের সাথে আরেক গ্রুপের প্রশ্নের হুবহু মিল থাকে না, অনেক কিছুই different থাকে। so আমি যা যা বলেছি, প্রশ্ন হুবহু এরকম হবে না, তবে অনেকটা এরকম নিয়মের হওয়ার possibility ই বেশি, cause এর বাহিরে তেমন একটা Basic নিয়ম কানুন নেই, আপনারা যারা Written Exam দিয়েছেন, তারা হয়তো এইটুকু বুঝতে পারছেন যে, IFIC এর 100 marks এর written এর জন্য আপনাকে বলতে গেলে প্রায় সব আইটেম সম্পর্কেই জানতে হয়েছে, Computer Test এও ঠিক একই রকম প্রশ্ন হবে, যেখানে আপনাকে MS Word, Excel, Power Point এর Basic খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে ভাল marks পাওয়ার জন্য।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown December 28, 2021 at 2:02 PM

    Initial Viva deyar koy din er moddey result dey

Add Comment
comment url