ফাইনাল ভাইভাঃ
ফাইনাল ভাইভা সম্পূর্ন নির্ভর করে বোর্ড মেম্বার দের উপর।
আগে থেকে কেউ আপনাকে বলে দিতে পারবেনা কি কি প্রশ্ন ধরতে পারে। ওখানে যারা
থাকবেন তাদের মন-মর্জির উপর নির্ভর করে। তবে আমাদের পূর্ববর্তী ,আমাদের
ফেজ এবং গ্রুপে বিভিন্ন বড় ভাই-বোন দের কমেন্ট এনালাইসিস করে বেশ কিছু
প্রশ্ন সাজিয়েছি। আশা করি ঘুরেফিরে সবাইকে এগুলাই ধরে।
#নিজের সমন্ধে
#পড়াশুনার ব্যাপার
#পরিবারে সমন্ধে, কে কি করে
# যারা BBA/MBA ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য, এই সাব্জেক্ট পড়ে ব্যাংক এ কেন?
# ব্যাংকিং সেক্টর কেন চুজ করলেন?
#নিজের সাব্জেক্টের অর্জিত জ্ঞান কিভাবে এই পোস্টে কাজে লাগাবেন?
# ঢাকার বাইরে পোস্টিং দিলে যাবেন ত?
# মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত, কিভাবে জব করে সংসার সামলাবেন।
# ড্রিম জব কি?
# সরকারি ব্যাংকে চান্স পেলে থাকবেন নাকি চলে যাবেন?
# TSO এর ফুল ফর্ম, এই পোস্টের রেস্পন্সিবিলিটিগুলা বলেন
# IFIC সমন্ধে (ফুল ফর্ম, যাত্রাকাল,চেয়ারম্যান,এমডি,ব্রাঞ্চ,সাব-ব্রাঞ্চ ইত্যাদি)
# IFIC এর কমার্শিয়াল বিজ্ঞাপন দেখেছেন?
# আগে যে কোম্পানিতে জব করতেন সে সমন্ধে সংক্ষেপে বলুন।
# বাংলাদেশ ব্যাংক সমন্ধে (কাজ,বর্তমান গভর্নর, অর্থমন্ত্রী)
ঘুরেফিরে
দেখলাম এই প্রশ্ন গুলোই সবাই কে করে।প্রশ্ন বাংলায় করলে বাংলাতেই উত্তর
দিবেন, আর ইংরেজীতে করলে ইংরেজী।তবে সাধারণত বাংলাতেই করে। অনেকে ঢুকে
৩০-৪০ সেকেন্ডেই বেরিয়ে যেতেও দেখেছি।অনেকের ৪-৫ মিনিট ও লেগেছে। মাঝে
মধ্যে আপনার টেম্পার চেক করার জন্য কিছু অকওয়ার্ড কথা বলতে পারে( দেখার
জন্য আপনি কিভাবে রিয়েক্ট করেন) ।হাসিমুখে ব্যাপার গুলো কাটাবেন।ভুলেও
রাগান্বিত বা নার্ভাস হবেন না। দরকার হলে হাসি দিয়ে চুপ করে থাকবেন।তর্ক
করে নিজের বিপদ দেকে আনবেন না।