IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -17
সবাই কমবেশি একটাই প্রশ্ন করে,কমেন্ট করে,মেজেছ করে.... ভাইবাতে কি কি
জিজ্ঞেস করে।তাদের জন্য এই পোস্ট টা করা।নিচে যা যা প্রশ্ন দেওয়া হবে
সেগুলা বাংলা বা ইংরেজিতে হয়ে থাকে/জিজ্ঞেস করে থাকে।
১)নিজের সম্পর্কে জানতে চাইবে (বাংলা বা ইংরেজিতে)
২)আপনার বিষয় কি বা কি নিয়ে পড়াশোনা করেছেন এবং এই সাবজেক্ট নিয়া ব্যাংকে আসতে চান কেনো?
৩)আগে কোথাও চাকুরির করেছেন,সেটি সম্পর্কে বলেন,যদি এখনো সেখানে থাকেন তাহলে সেটি ছেড়ে এইখানে আসতে চান কেনো?
৪) IFIC মানে কি?
৫) IFIC জব responsibility কি?
৬)one stop banking কি?
৭) কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর কে?
৮) ব্যাংকের সাথে NFI পার্থক্য কি?
৯) TSO/TAO/MTO মানে কি?
১০) ভাইভাতে কোন ধরনের সমস্যা গ্রহনযোগ্য না,যেকোনো কিছু করতেই হবে।
ঘুরেফিরে এইসবই জিজ্ঞেস করে।
ধন্যবাদ।