IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee -2

  

 TacNo: 82426*
Serial - 33, Board - 3
বোর্ডে তিনজন ভদ্রমহিলা ছিলেন, ভেতরে ঢুকে সালাম দিতেই বললেন বসুন, এরপর জিজ্ঞাসা করলেন সিরিয়াল কত বলার পরেই বললেন যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট তাই সরাসরি পয়েন্ট এ আসি, এটা শুনেন গলা গুকিয়ে কাঠ।
* DEFINE IRR
* DEFINE NPV
* EXAMPLE
* আপনি IFIC সম্পর্কে কি কি জানেন বলুন
*  ব্যাংক কি, এর কার্যাবলী
* ব্যাংকার এর কার্যাবলী
* বানিজ্যিক ব্যাংক কি, কিভাবে আয় করে
* ব্যাংক আয় করে কিভাবে
* IFIC এর প্রোডাক্টগুলো কি কি
* এমন কোন জিনিস আমাদের আছে যা অন্য কোনো ব্যাংকে নেই
* আমার একাউন্ট এর ফিচার বলেন
* আপনার সাবজেক্ট তো ফিনান্স বলুন ফিনান্স এর সাথে ব্যাংকের সম্পর্ক কি
* বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, উনি কততম
* বাংলাদেশ ব্যাংকের কাজ কি, একটু বাড়িয়ে বলতে গেসিলাম ধরা খেতে গিয়ে বেসে গেসি, সেটা হচ্ছে মনিটরি এবং ফিসক্যাল পলিসি একটু বাড়িয়ে বলছিলাম, তাই আবার বললে এই দুইটার পার্থক্য কি বলেন,
* কে প্রনয়ন করে এগুলা,
* ফাইনালি একটা ম্যাথ টার্ম বললেন, এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখব ইনফ্লেশন রেট ৫%, ইন্টারেস্ট ৫% এতে কি লাভ হবে না ক্ষতি
* ১৫+ প্রশ্ন ১০ মিনিট এর মত ছিলাম ইন্টারভিউ রুমে, যথেষ্ট কো অপারেটিভ ছিলেন, প্রথমে ভেবেছিলাম যে ঘাব্রে যাব কিন্তু পরিবেশ এতটাই শান্ত ছিল যে অনেক কম্ফোর্ট জোন ফিল করেছি।  সর্বোপরি ভালো লেগেছে আজকের জার্নি হবে কিনা জানি না তবে হেড অফিস থেকে ঘুরে এসে একটা ফিল কাজ করছে যে বি পজিটিভ, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ব্যাচেলর পয়েন্ট এর ককটেল বাবু উনার সাথে দেখা বেশ হেলেদুওলে হেড অফিস এ ঘুরে বেড়াচ্ছিলেন। এই ছিল আজকের জার্নি। শুভকামনা রইলো সকলের জন্য

Post a Comment

Previous Next

ADS

Left Fixed Ads

Close
Advertisment

نموذج الاتصال