IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 3

  

 Tracking No: 80****
নাম কি?
সিরিয়াল নং কত?
মেজর কি?
যে পোস্টে এপ্লাই করেছি সেই পোস্ট সম্পর্কে কি কি জানি?
আমি TSO এর ফুল ফর্ম, গ্রেড, রেসপন্সিবিলিটি গুলো বললাম। বলে, আপনি তো অনেকগুলো কাজ বলে ফেলেছেন। এত কাজ তো করতে হবে না।
ফ্যামিলিতে কে কে আছে?
আর্নিং মেম্বার কে? কোথায় জব করে? সেই কোম্পানির ফুল ফর্ম কি? সেই কোম্পানি কোন প্রতিসঠান এর আন্ডারে?
গ্রাজুয়েশন শেষ করে কি কি করেছি?
বলেছি, জব প্রিপারেশন নিচ্ছি।
আর কোথাও এপ্লাই করেছি কিনা?
আমি বলেছি, ডাচ বাংলা ব্যাংকে রিটেন আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে টিকে ফার্স্ট ভাইভা দিয়েছি, সেকেন্ড ভাইভা কল এখনো আসে নি।
বিসিএস এর টার্গেট আছে কিনা?
বলেছি, এপ্লাই করিনি।
আবারো জিজ্ঞেস করেছে, গ্রাজুয়েশন শেষ করে এতদিন কোথাও এপ্লাই করি নি কেনো?
আমি বলেছি, মাস্টার্স শেষ করেছি, আর জব প্রিপারেশন নিচ্ছি। আর এইখানে ডিসেম্বর এ এপ্লাই করেছিলাম, আজ ডাকলো।
ব্যাংকেই টার্গেট কিনা?
আমি বলেছি,  জ্বি।
তারপর বললো, ওকে, বেস্ট অফ লাক।

Post a Comment

Previous Next

ADS

نموذج الاتصال