LearningHomebd.Com

How To Remember Bangla Words Come From Verious Language (BCS Digest)

১.মৌলিক শব্দ:
লাল গোলাপের নাকে তিন হাত কলম
লাল, গোলাপ,াক,তিন,হাত,কলম
২.সাধিত শব্দ:
দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগালো
দয়ালু জমিদার,পানসা ফুলেল
৩.যৌগিক শব্দ: নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং সুন্দরী মিতালি ও দৌহিত্র বাবুয়ানা দেখিয়ে কর্তব্যে অবহেলা করে শয়ন করল. এবং পরে বাদরামীর মধুর জলে গমন করল
গায়ক, নায়ক, চিকামারা, নয়ন মিতালি,দৌহিত্র,বাবুয়ানাকর্তব্য,শয়ন,বাদরামী, মধুর
৪.রূঢ়ি শব্দ: তেলেভাজা স্বন্দেশ খেয়ে এক প্রবীণ গভেষনা করে পান্জাবী পরে
হস্তীর পিঠে চরে বাঁশি বাজায়. হরিণের মাংস দিয়ে মন্ডূপ তৈরি
করায় লাবণ্যের শশুর ও ঝি কূশল বিনিময় করল আমিও করি!
তেলেভাজা, স্বন্দেশ,প্রবীণ,গভেষনা,হস্তি বাঁশি,হরিণ,মন্ডুপ,লাবণ্য,শশুর,ঝি কূশল,করী

৫.যৌগরূঢ় শব্দ: রাজপূত পঙ্কজ মহাযাত্রা করে জলদির কাছে গেলেন.এরপর
পীতাম্বর তরঙ্গম ও আদিত্যকে বলদ বলে জলদে পাঠালেন
রাজপূত,পঙ্কজ,মহাযাত্রা,জলদি পীতাম্বর,তরঙ্গম
,আদিত্য,বলদ এবং জলদ...!
৬.তদ্ভব শব্দ: আখি আজ করছে কাজ, মৌ পড়েছে বিয়ের সাজ, বৌমা এনেছে ভাত মাছ.মাথায় হাত কানে দাত চাঁদ সই করা তদ্ভবের কাজ
মাথা,হাত,খি,দাত,ভাত চাঁদ,মাছ,কান
7.তৎসম শব্দ: হস্তে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য্য করবে ভক্তি,ভবনের পত্র ধর্ম লাভ ক্ষতি মনূষ্য পর্বতের কর্ম
হস্ত,চন্দ্র,সূর্য্য,ভবন,পত্র,লাভ,ক্ষতি মনূষ্য,পর্বত
8.অর্ধতৎসম শব্দ: গিন্নি মাগি জৈস্না কুৎসীত গতরে বোস্টমের বাড়িতে
নেমন্তন্ন খেত গেল,কেস্ট ও পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়
গিন্নি,মাগি,জৈস্না,কুৎসীত,গতর,নেমন্তন্ন,কেস্ট
,পুরুত,আদা


টেকনিকে ফারসি শব্দঃ

ধর্ম সংক্রান্ত: নামাজ রোজা করলে বেহেস্ত, আর গুনাহ করলে দোযখ ফেরেস্তা হিসাবে রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে।
নামাজ, রোজা, বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদা, সুপারিশ

অথবা
নামাজ রোজা পালন না করলে গুনাহ হয়। তাই পয়গম্বরদের কথা না,শুনলে ফেরেস্তারা খোদার আদেশে বেহেস্তের পরিবর্তে দোযখে নিয়ে যাবে।
নামাজ, রোজা পালন, গুনাহ, পয়গম্বর, ফেরেস্তা, খোদা, বেহেস্ত, দোযখ
পর্তুগিজ শব্দঃ চোর গীর্জার গুদামে ঢুকে পাদ্রিকে বেঁধে রেখে চবি দিয়ে আলমারি খুলে আনারস আলপিন পাউরুটি বালতি সব নিয়ে গেল।


ফরাসি শব্দঃ কাকু রেডি
কার্তুজ, কুপন, ডিপো রেস্তারা
গুজরাটি শব্দঃ গুজরাটি হখ (হরতাল, খদ্দর) সাহেব
হরতাল, খদ্দর
পাঞ্জাবি শব্দঃ পাঞ্জাবি চাশি
(চাহিদা, শিখ)
তুর্কি শব্দঃ দারোগা, চাচা(চাকর, চাকু) তোপ, দাগে।
চাকর, চাকু


কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়
কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি
কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়
গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি
নারীকে সম্বোধনের ক্ষেত্রেঃ
শ্রদ্ধাস্পদাসু


লিঙ্গান্তর হয় না
কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার


নিত্য স্ত্রীবাচক শব্দঃ
শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই


বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি কিভাবে সহজেই মনে রাখবেন ?
বনস্পতি এবং বৃহস্পতি পরষ্পর দুই ভাই। তাদের বয়স ষোড়শ এবং একাদশ। তারা দুজনে তস্কর।দুজনে গিয়েছে গোষ্পদ চুরি করতে।দেখেছে মনীষা। বলেছে পতঞ্জলির কাছে।পতঞ্জলি শুনে আশ্চর্য হল
বনস্পতি
বৃহস্পতি
পরষ্পর
ষোড়শ
একাদশ
তস্কর
গোষ্পদ
মনীষা
পতঞ্জলি
আশ্চর্য
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url