LearningHomebd.Com

BCS Preliminary Collection (Total 500+ Important MCQ For BCS Exam)

১। বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিহারী লাল চক্রবর্তী ঘ. এ্যান্টনি ফিরিঙ্গি
উত্তর : ক
২।" আযান" কবিতাটি কার লেখা ?
ক. কাজী নজরুল ইসলাম খ. কায়কোবাদ
গ. গোলাম মোস্তফা ঘ. ফররুখ আহমেদ
উত্তর : খ
৩। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্য কর্ম থেকে বিরত থাকে ?
ক. চিকেন পক্স খ. পিক্স ডিজিস
গ. নিউরোসিস ঘ. সাইকোসিস
উত্তর : খ
৪। বাংলা সাহিত্যের "খাঁটি বাঙালি কবি " কে ?
ক. জীবনানন্দ দাশ গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জসিমউদ্দিন ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :খ
৫। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ?
ক. বাংলাদেশ (অমিয় চক্রবর্তী খ. জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা )
গ. দুর্মর(সুকান্ত)
৮।" পূর্ণ স্বাধীনতা , চূর্ণ স্বাধীনতা " কার লেখা ?
ক. নির্মলেন্দু গুণ গ. শওকত ওসমান
খ. শামসুর রাহমান ঘ. আল মাহমুদ
উত্তর : গ
৯।" একুশ মানে মাথা নত না করা ; শেখ মুজিব তাকে যেমন দেখেছি " কার লেখা ?
ক. আবুল ফজল খ. অন্নদাশ সংকররায়
গ. নির্মলেন্দ গুণ ঘ. এবিএম মুসা
উত্তর :ক
১০। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আনোয়ার পাশার " রাইফেল রুটি আওরাত " এর কেন্দ্রীয় চরিত্র কে ?
ক. সুদীপ্ত শাহীন খ. রুমি
গ. মাহবুব ঘ. আসলাম
উত্তর : ক
১১। "সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল " উক্তিটি কার ?
ক. বিদ্যাপতি গ. জ্ঞানদাস
খ. গোবিন্দ দাশ ঘ. চণ্ডী দাশ
উত্তর : গ
১২।"যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী / সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি । " উক্তিটি কার ?
ক. রামনিধি গুপ্ত খ. আব্দুল হাকিম
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. শামসুর রাহমান
উত্তর : খ
১৩। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি ?
ক. অবরোধবাসিনী খ. পদ্মরাগ
গ. সুলতানার স্বপ্ন ঘ. মতিচুর
উত্তর : ক
১৪। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ?
ক. আমি বিজয় দেখেছি খ. একাত্তরের দিনগুলি
গ. কী চাহ শঙ্খচিল ঘ. তরঙ্গভঙ্গ
উত্তর : গ
১৫। আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে ?
ক. বিহারীলাল চক্রবর্তী খ. গোবিন্দচন্দ্র দাস
গ. মোজাম্মেল হক ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তর : ক
১৬। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত ছিলেন ?
ক. ত্রিশ দশকের খ. পঞ্চাশ দশকের
গ. ষাট দশকের ঘ. চল্লিশ দশকের
উত্তর : ক
১৭। কোন বইতে যাযবর খ্যাত বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় বলেছেন , ‘ আধুনিক সভ্যতা দিয়েছে বেগ ,নিয়েছে আবেগ্ । ‘ ?
ক. বৃষ্টিপাত খ. কৃষ্টিপাত
গ. জামপাত ঘ. দৃষ্টিপাত
উত্তর : ঘ
১৮। জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস কোনটি ?
ক. রাখালী খ. ধানক্ষেত গ. বালুচর ঘ. মাল্যদান
উত্তর : ঘ
১৯। বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র অপু ও দুর্গা স্রষ্টা কে ?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী ঘ. রাজশেখর বসু
উত্তর : ক
২০। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?
ক. আলালের ঘরের দুলাল খ. সীতার বনবাস
গ. দুর্গেশনন্দিনী ঘ. শকুন্তলা
উত্তর : গ
২১। ‘বাবা কার ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে ‘’- উক্তিটি কার ?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী ঘ. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
উত্তর : ঘ
২২। ফররুখ আহমেদে ‘পাঞ্জেরি’ কবিতাটি কোন ছন্দে রচিত ?
ক. অক্ষরবৃত্ত খ. স্বরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. মুক্তক
উত্তর : গ
২৩। ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন কে ?
ক. এয়াকুব আলী চৌধুরী খ. মোজাম্মেল হক গ. সৈয়দ এমদাদ আলী ঘ. কাজী ইমদাদুল হক
উত্তর : খ
২৪ । ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন -
ক. বদরুদ্দীন খ. মোহাম্মদ মনিরুজ্জামান গ. সৈয়দ শামসুল হক ঘ. আবুল কালাম মোর্শেদ
উত্কতর : ক
২৫। প্রথম চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন ?
ক. উপন্যাস ইতিহাস বর্জনে খ. সাহিত্যে মুসলিম চরিত্র সৃষ্টি গ. চলিত ভাষার ব্যবহারে ঘ. গদ্য কবিতা রচনা
উত্তর : গ
২৬। ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর । একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ ।’ রচয়িতা কে ?
ক. নির্মলেন্দ গুণ খ. সিকান্দার আবু জাফর গ. শামসুর রাহমান ঘ. হায়াৎ মাহমুদ
উত্তর : গ
২৭। নিচের কোনটি বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয় ?
ক. শকুন্তলা খ. সীতার বনবাস গ. কথামালা ঘ. ভ্রান্তিবিলাস
উত্তর : গ
২৮। ’যুগসন্ধিকালের কবি ’ কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. মধুসূদন দত্ত গ. বিহারীলাল চক্রবর্তী ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর : ক
২৯। ‘মাগো ওরা বলে ’ কবিতাটি কার লেখা ?
ক. সৈয়দ শামসুল হক খ. শামসুর রাহমান গ. আল মাহমুদ ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর : ঘ
৩০। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে ?
ক. হুমায়ুন আহমেদ খ. মুহাম্মদ জাফর ইকবাল গ. রশীদ করিম ঘ. আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন
উত্তর : ঘ
৩১। আখতারুজ্জামানের ‘চিলে কোঠার সেপাই’ উপন্যাসটি প্রক্ষাপট কী ?
ক. পঞ্চালের দুর্ভিক্ষ খ. ভাষা আন্দোলন গ. মুক্তিযুদ্ধ ঘ. ‘৬৯ এর গণঅভ্যুত্থান
উত্তর : ঘ
৩২।কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
ক. চম্পাবতী খ.বিরহ বিলাপ
গ. গঙ্গামনি ঘ. লাজুকতা
উত্তর : খ
৩৩। জাতীয় কবির গানের সংকলন কোনটি ?
ক. বেণু ও বীণা খ. চন্দ্রবিন্দু
খ, স্মরগরল ঘ. নিশান্তিকা
উত্তর : খ
৩৪। চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক' কে বলেছেন ?
ক. রাজিয়া খাতুন চৌধুরাণী খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা ঘ. জসীম উদদীন
উত্তর : খ
৩৫।কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন যুগের সূচনা হয় ?
ক. ভ্রান্তিবিলাস খ. বেতাল পন্চবিংশতি
গ. প্রভাবতী সম্ভাষণ ঘ. সংস্কৃত সাহিত্যের ইতিহাস
উত্তর : খ
৩৬। ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা খ. সীতার বনবাস
গ. বর্ণপরিচয় ঘ. ভ্রান্তিবিলাস
উত্তর : গ
৩৭। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মন্চে ছুঁডে মেরেছিলেন ?
ক. সধবার একাদশী খ. জামাই বারিক
গ. নীলদর্পণ ঘ. লীলাবতী
উত্তর : গ
৩৮। আধুনিক যুগ ও মধ্যযুগের মিলনকারী কে ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. ঈশ্বরচন্দ্র শর্মা
উত্তর : গ
৩৯। তেল নুন লাকড়ি -প্রবন্ধটি কার ?
ক. বঙ্গিম চন্দ্র খ. প্রমথ চৌধুরী
গ. প্রমথনাথ বিশি ঘ. কাজী মোতাহার হোসেন চৌধুরী
উত্তর ; খ
৪০। 'মেঘ বলে চৈত্রে যাব' কাব্যগ্রন্থটির লেখক কে ?
ক. আহসান হাবীব খ. শামসুর রাহমান
গ. ফররুখ আহমেদ ঘ. জসীমউদ্দীন
উত্তর : ক
৪১।'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান ঘ.আহমদ শরীফ
উত্তর ঘ
৪২।' নোলক'কবিতাটি কার লেখা ?
ক. আহসান হাবীব খ. শামসুর রাহমান
গ. আল মাহমুদ ঘ. জসীমউদ্দীন
উত্তর : গ
৪৩। 'মাগো ওরা বলে' কবিতাটি কার লেখা ?
ক. আহসান হাবীব খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. আল মাহমুদ ঘ. জসীমউদ্দীন
উত্তর : খ
৪৪।'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটি কে রচনা করেছেন ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. জহির রায়হান ঘ. আবু জাফর শামচ্ছুদ্দিন
উত্তর : ঘ
৪৫।বাংলাদেশ কবিতাটি কার লেখা ?
ক. আহসান হাবীব খ .শামসুর রাহমান
গ.অমিয় চক্রবর্তী ঘ. ফররুখ আহমদ
উত্তর : গ
৪৬.‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক খ. কাব্য
গ. গীতি কবিতার সংকলন ঘ. আত্মজৈবনিক উপন্যাস
উত্তর : ঘ
৪৭.বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যাকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. দুর্গেশনন্দিনী খ. নীলদর্পণ
গ. কুলীনকুল সর্বস্ব ঘ. বসন্তকুমারি
উত্তর : ঘ
৪৮। বাংলা গদ্য চলিত রীতি প্রবর্তনে কোন পত্রিকার অবদান রয়েছে?
ক. মোহাম্মদি খ. লাঙ্গল
গ. সবুজপত্র ঘ. বেগম
উত্তর : গ
৪৯.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
ক. শর্মিষ্ঠা খ. আলালের ঘরের দুলাল
গ. পদ্মাবতী ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : খ
৫০.জসীমউদ্দীন রচিত উপন্যাস কোনটি?
ক. বাঁধনহারা খ. মধুমালা
গ. বোবাকাহিনী ঘ. মাটির কান্না
উত্তর : গ
৫১. দেনাপাওনা গল্পগ্রন্থটি কে লিখেছেন?
ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ
৫২. বিখ্যাত ‘কবিতা’ বুদ্ধদেব বসুর কী ধরনের প্রকাশনা?
ক. কাব্য খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. পত্রিকা
উত্তর : ঘ
৫৩. ‘কাব্য সুধাকর’ কার উপাধি?
ক. আব্দুল হাকিম খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ ঘ. ফররুখ আহমদ
উত্তর : খ
৫৪.‘”বাংলার মুখ আমি
দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ
দেখিতে চাই না আর”-কার লেখা?
ক.জীবনানন্দ দাশ
খ.গোলাম মোস্তফা
গ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ.কাজী নজরুল ইসলাম
উত্তর : ক
৫৫. বাঙালি কর্তৃক বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন খ. হিতোপদেশ
গ. রাজা প্রতাপাদিত্য চরিত্র ঘ. ইতিহাসমালা
উত্তর : গ
৫৬. শেষের কবিতা উপন্যাসের চরিত্র কোনটি?
ক. নন্দিনী খ. অর্পনা গ. বিনোদিনী‘ঘ. লাবন্য
উত্তর : ঘ
৫৭. কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি?
ক. ব্যাথার দান খ. বাঁধনহারা
গ. তুর্কমহিলার ঘোমটা খোলা ঘ. ঝিলিমিলি
উত্তর : খ
৫৮. সাহিত্যে বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে?
ক. ষোড়শ শতকে খ. সতের শতকে
গ. উনিশ শতকে ঘ. বিশ শতকে
উত্তর : গ
৫৯.আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. আব্দুল হাকিম খ. কায়কোবাদ
গ. ফররুখ আহমদ ঘ. নজরুল ইসলাম
উত্তর : খ
৬০ দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের নাম কী?
ক. আনন্দ মঠ খ. দুর্গেশনন্দিনী
গ. নেমেসিস ঘ. মৃণালিনী
উত্তর ; ঘ
৬১.বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
ক. বৃত্রসংহার কাব্য খ. মেঘনাধ বধ
গ. মহাশ্মশান ঘ. মহাভারত
উত্তর : খ
৬২. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কৃষ্ণচন্দ্র মজুমদার।
গ. মোদনমোহন তর্কালঙ্কার ঘ. কামিনী রায়
উত্তর ;খ
৬৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ মতে, চর্যাপদের ভাষা কী?
ক) আলো আঁধারি ভাষা
খ) সান্ধ্য ভাষা
গ) অসমিয়া
ঘ) বঙ্গ কামরূপী√
৬৪. 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?:
ক) শহীদুল্লাহ কায়সার
খ) জাহানারা ইমাম
গ) সেলিনা হক
ঘ) এম আর আখতার মুকুল√
৬৫. রম্যরচনার জন্য বিখ্যাত লেখক কে?
ক) মনসুর বয়াতি
খ) আহসান হাবিব
গ) আবুল মনসুর আহমেদ√
ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৬৬. 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব না কেন?' রচয়িতা কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) জ্ঞানদাস
গ) চণ্ডিদাস
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
৬৭. 'লাল নীল দীপাবলী' কার রচনা?
ক) শামসুর রাহমান
খ) হুমায়ুন আহমেদ
গ) হুমায়ুন আজাদ√
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
৬৮) 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ'-কার উক্তি?
ক) আব্দুল কাদির
খ) ফররুখ আহমেদ
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) রবীন্দ্রনাথের √
৬৯)এসো বিজ্ঞানের রাজ্যে' লেখক কে?
ক) ড. জাফর ইকবাল
খ) অধ্যাপক আনিসুজ্জামান
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন√
৭০. 'যাপিত জীবন' উপন্যাসের রচয়িতা কে?
ক) শওকত ওসমান
খ) মুনির চৌধুরী
গ) সেলিনা হোসেন√
ঘ) মীর মশাররফ হোসেন
৭১. 'আমির বীরাঙ্গনা বলছি' গ্রন্থের লেখক কে?
ক) টেকচাঁদ ঠাকুর
খ) রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ
গ) সেলিনা হোসেন
ঘ) ড. নিলীমা ইব্রাহিম√
৭২. 'মতিচূর' গ্রন্থের রচয়িতা কে?
ক) সুলতানা কামাল
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন√
গ) সুধীন্দ্রনাথ সেন
ঘ) অন্নদাশঙ্কর রায়
৭৩. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা ..' গানটির গীতিকার কে?
ক) ডি এল রায়√
খ) মোতাহের হোসেন
গ) জীবনানন্দ দাশ
ঘ) আবদুল কাদির
৭৪. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি?
ক) সংবাদ প্রভাকর
খ) সমকাল√
গ) ধূমকেতু
ঘ) লাঙল
৭৫. 'কবর' নাটকটি কোন পটভূমিতে রচিত?
ক) বায়ান্নর ভাষা আন্দোলন√
খ) মুক্তিযুদ্ধ
গ) ব্রিটিশ বিরোধী আন্দোলন
ঘ) সিপাহীবিদ্রোহ
৭৬. কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন?
ক) বিদ্রোহী
খ) আনন্দময়ীর আগমনে√
গ) অগ্নিবীণা
ঘ) ভাঙার গান
৭৭. 'অক্টোপাস' উপন্যাসটি কার রচনা?
ক) শামসুর রাহমান √
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রেভারেন্ড লঙ
৭৮. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলক?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম√
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) অক্ষয়কুমার দত্ত
৭৯) গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন-
ক. এজরা পাউণ্ড খ. টি.এস. এলিয়ট
গ. ডব্লিউ বি. ইয়েটস ঘ. কীটস
উত্তর : গ
৮০। মেঘনাদবধ কাব্য' কত সালে প্রকাশিত হয় ?
ক. ১৮৪৮ সালে খ. ১৮৬১ সালে
গ. ১৮৩৯ সালে ঘ. ১৮৬০ সালে
উত্তর : খ
৮১। জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. ধানখেত খ. বালুচর
গ. মাটির কান্না ঘ. রাখালী
উত্তর : ঘ
৮২) জীবনানন্দ দাশের কাব্য প্রতিভাকে 'চিত্ররূপময়' বলেছেন কোন কবি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বুদ্ধদেব বসু
গ. নজরুল ইসলাম ঘ. কায়কোবাদ
উত্তর : ক
৮৩। 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে পুস্তিকা লেখেন কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. অমিয় চচক্রবর্তী ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তর : খ
৮৪। 'মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে' কার রচনা?
ক) জসীম উদদীন খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) অমীয় চক্রবর্তী
উত্তর : খ
৮৫। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ শাখা হচ্ছে-
ক) প্রবন্ধাবলী খ) ছোট গল্প
গ) গীতিনাট্য ঘ) গীতিকবিতা
উত্তর : ঘ
৮৬ । আত্মহত্যার অধিকার' কার রচনা?
ক) মানিক বন্দ্যাপাধ্যায়
খ) বেগম রোকেয়া
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) প্রমথনাথ বিশী
উত্তর : ক
৮৭।‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’-- কোন কবির রচনা??
ক) আহসান হাবীব খ) রফিক আজাদ গ) নির্মলেন্দু গুণ ঘ) শামসুর রহমান
উত্তর: গ
৮৮।মুনীর চৌধুরীর কোন নাটকে কোন নারী চরিত্র নেই??
ক) রক্তাক্ত প্রান্তর খ) করব গ) চিঠি ঘ) দণ্ডকারাণ্য
উত্তর: খ
৮৯।পূজারিণী কবিতারটি কার লেখা??
ক) কাজী নজরুল ইসলাম খ)রবীন্দ্রনাথ ঠাকুর গ) আলাওল ঘ) শরৎচন্দ্র
উত্তর : ক
৯০।অবেলায় অসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতা কে?
ক)আমজাদ হোসেন খ)শওকত উসমান গ) রশীদ করিম ঘ) রশীদ হায়দার
উত্তর : ক
৯১।শেষ রাত্রির তারা গল্পগ্রন্থ কার লেখা?
ক)আবু জাফর শামসুদ্দিন খ)আবুল কালাম শামসুদ্দিন গ) আবুল কাশেম ঘ) আবুল ফজল
উত্তর : ক
৯২।আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ,হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী -- উক্তিটি কোন কবির?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) আহসান হাবীব গ) সৈয়দ আলী আহসান ঘ) সিকান্দার আবু জাফর
উত্তর: গ
৯৩।হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন গল্পের বিখ্যাত চরিত্র?
ক) মহেশ খ) বড় দিদি গ) মেজ দিদি ঘ) হরিলক্ষ্মী
উত্তর: গ
৯৪।কাজী নজরুল ইসলাম তাঁর ‘ছায়ানট’ কাব্যটি কাকে উৎসর্গ করেন?
ক) আলী আকবর খাঁ খ) প্রমিলা গ) মোজাফফর আহমদ ঘ) নার্গিস আরা খানম
উত্তর: গ
৯৫।জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা রবে'?? উক্তিটি কার??
ক) সুফিয়া কামাল খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত গ) মধুসূদন দত্ত ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৯৬।বাউল গানকে কী সাহিত্য বলে??
ক) বজ্রযান সাহিত্য খ) মৌল সাহিত্য গ) তত্ত্ব সাহিত্য ঘ) গৌণ সাহিত্য
উত্তর: গ
৯৭।শামসুর রাহমানের " এ লাশ আমরা রাখবো কোথায়"?? কোন প্রেক্ষােপটে লেখা??
ক)মুক্তিযুদ্ধের গনহত্যা খ) ভাষা আন্দোলনের শহীদ স্মরণে গ) ৪৩ এর দুর্ভিক্ষের পটভূমিতে ঘ) কোনটি নয়
উত্তর: খ
৯৮।হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের??
ক) ভানুসিংহের পদাবলী খ) কবি কাহিনি গ) সোনার তরী ঘ) চিত্রাঙ্গাদা
উত্তর:গ
৯৯।পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতা...
ক) মাওলানা আকরাম খাঁ খ)মোহাম্মদ বরকতুল্লাহ গ) মোহাম্মদ আব্দুল হাই ঘ) ড.মোহাম্মদ শহীদুল্লাহ
উত্তর: খ
১০০।সুধীন্দ্রনাথ তাঁর তন্বী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেন?
ক) নজরুলকে খ) রবীন্দ্রনাথকে গ) গৌরী দেবীকে ঘ)মুজজাফর
উত্তর: ঘ
১০১।"আজি বাংলাদেশের হৃদয় হতে"গানটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম গ) আলতাফ মাহমুদ ঘ) আপেল মাহমুদ
উত্তর: ক
১০২।কাজী নজরুল ইসলাম কাব্য খ্যাতিতে অবদান রাখে কোন পত্রিকা?
ক)ধূমকেতু খ) লাঙ্গল গ) মোসলেম ভারত ঘ) নবযুগ
উত্তর: গ
১০৩।"চতুরঙ্গ"কী?
ক) কাব্য খ) পত্রিকা
গ) নাটক ঘ) প্রবন্ধ
উত্তর: খ
১০৪।"রানী খালের সাঁকো " কে লিখেছেন?
ক) আহসান হাবীব খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ) আহমদ ছফা ঘ) ফররুখ আহমদ
উত্তর: ক
১০৫।’সতীর্থ’ জীবনানন্দ দাশের কোন জাতীয় রচনা ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. উপন্যাস
ঘ. গীতিকবিতা
উত্তর : গ
১০৬।সৈনিক বধূ গল্পের লেখক কে?
ক)নীলিমা ইব্রাহীম খ) সুফিয়া কামাল গ)নুরজাহান বেগম ঘ) সেলিনা হোসেন
উত্তর: ক
১০৭।বিষ্ণু দে'র রচিত কাব্য কোনটি?
ক) এই জীবন খ) সাধারণের রুচি গ) রুচি ও প্রগতি ঘ)চিত্ররূপময় পৃথিবী
উত্তর: ঘ
১০৮। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম
উত্তর : ক
১০৯। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : খ
১১০। কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ
১১১। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ
১১২। 'আমার জীবনী' নামক আত্মচরিতটির রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ
১১৩। 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
ক. ১৭২৬
খ. ১৭৬১
গ. ১৫৫৬
ঘ. ১৫২৬
উত্তরঃ খ
১১৪ । রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. নৌকাডুবি
খ. ক্ষুধিত পাষাণ
গ. চিরকুমার রাজসভা
ঘ. ঘরে বাইরে
উত্তর : খ
১১৫। 'মহেন্দ্র>বিনোদিনী>আ¬শালতা>বিহারী ' কোন উপন্যাসের নায়ক-নায়িকা?
ক. গোরা
খ. চোখের বালি
গ. যোগাযোগ
ঘ. ঘরে বাইরে
উত্তর খ
১১৬। 'কত ছবি, কত গান'- এর লেখক?
ক. শামসুচ্ছুদ্দিন আবুল কালাম
খ.আলাউদ্দিন আল-আজাদ
গ. আবুল ফজল
ঘ. রশীদ করিম
উত্তর : ঘ
১১৭।সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?
ক. কায়কোবাদ
খ.ফররুখ আহমদ
গ.গোলাম মোস্তফা
ঘ. আল মাহমুদ
উত্তর : খ
১১৮। মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটির লেখক হলেন---
ক. সুফিয়া কামাল
খ. ফররুখ আহমেদ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তর : গ
১১৯।মুক্তিযুদ্ধভিত্তি¬ক ‘ক্ষুদে সোশ্যালিস্ট’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : ক
১২০। নীল দংশন" ও "নিষিদ্ধ লোবান"
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুটির লেখক?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : খ
১২১। ‘ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"
পংক্তিটি কার?
ক. রামনিধি গুপ্তের
খ. গোলাম মোস্তফা
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তর : ক
১২২। কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পদক প্রদান করে ?
ক. ২০০৪
খ. ১৯৪০
গ. ১৯৬০
ঘ. ১৯৭৬
উত্তর : গ
১২৩। ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসের নাম
ক. নয়নচারা খ. চাঁদের অমাবস্যা গ. লালসালু ঘ. দুই তীর
উত্তর : গ
১২৪। ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে ?
ক. জহির রায়হান খ. সৈয়দ শামসুল হক গ. আনিস চৌধুরী ঘ. দাউদ হায়দার
উত্তর : খ
১২৫। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে ?
ক. দিল্লী খ. লাহোর গ. তেহরান ঘ. কাবুল
উত্তর : ঘ
১২৬। ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?
ক. জসীম উদদীন খ. জীবনানন্দ দাশ গ. সৈয়দ আলী আহসান ঘ. তালিম হোসেন
উত্তর: গ
১২৭। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি ?
ক. মহাকবি খ. গীতিকবি গ. পল্লীকবি ঘ. ছন্দের কবি
উত্তর : খ
১২৮। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ পঙ্কজ বিভাগ’ কার লেখা ?
ক. জিয়া হালদার খ. সেলিম আল দীন গ. দীনবন্ধু মিত্র ঘ. ইব্রাহিম খলিল
উত্তর : ক
১২৯। এলাটিং বেলাটিং , ও ধান ভানলে কুঁড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ?
ক. শামসুর রাহমান খ. রোকনুজ্জামান খান দাদা ভাই গ. সুফিয়া কামাল ঘ. জাফর ইকবাল
উত্তর : ক
১৩০। ‘কালের ধুলো লেখা’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
ক. শামসুর রাহমান খ. রোকনুজ্জামান খান দাদা ভাই গ. সুফিয়া কামাল ঘ. জাফর ইকবাল
উত্তর : ক
১৩১। ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?
ক. উপন্যাস খ. গল্প সংকলন গ. প্রবন্ধ ঘ. নাটক
উত্তর : ঘ
১৩২। ‘তোমাকে অভিবাদন প্রিয়া’ কাব্যগ্রন্থের কবি কে?
ক. নির্মলেন্দু গুণ খ. আল মাহমুদ গ. আসাদ চৌধুরী ঘ. শহীদ কাদরী চৌধুরী
উত্তর : ঘ
১৩৩। শহিদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কী ছিলেন ?
ক. সাংবাদিক খ. আমলা গ. রাজনীতি ঘ. প্রকৌশলী
উত্তর: ক
১৩৪। আমলার মামলা’ নাটকটি কার লেখা ?
ক. শওকত ওসমান খ. হুমায়ুন আহমেদ গ. মুনীর চৌধুরী ঘ. সেলিল আল দীন
উত্তর : ক
১৩৫। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ?
ক. মধুসূদন দত্ত খ. দীনবন্ধু মিত্র গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঘ. রামনারয়ণ তর্করত্ন
উত্তর : ঘ
১৩৬। পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যহার করেন বাঙালি?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. বঙ্কিম চন্দ্র গ. প্রমথ চৌধুরী ঘ. রাজা রামমোহন রায়
উত্তর : ঘ
১৩৭ । রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ রচনাটি কোন শ্রেণির ?
ক. ছোটগল্প খ. আত্মকথন গ. নাটক ঘ. রম্যরচনা
উত্তর : খ
১৩৮।‘চারু ও অমল’ চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র ?
ক. একরাত্রি খ. জীবনমৃত গ. সমাপ্তি ঘ.নষ্টনীড়
উত্তর : ঘ
১৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
ক. ভিখারিণী খ. ছুটি গ. সমাপ্তি ঘ. অপরাজিতা
উত্তর : ক
১৪০। ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ - উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. মওলানা আকরম খাঁ ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লা্হ
উত্তর: ঘ
১৪১। ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. সুফিয়া কামাল
গ. বদরুদ্দিন উমর
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : ক
১৪২। মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?
ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রাহমান
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ
উত্তর : ক
১৪৩। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ কার লেখা?
ক. হুমায়ুন আজাদ
খ. নির্মলেন্দু গুণ
গ. রফিক আজাদ
ঘ. আহমদ ছফা
উত্তর : ক
১৪৪। ’নঢীর পূজা’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা ?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. নাটক
উত্তর : ঘ
১৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
ক. গোরা
খ. রক্তকরবী
গ. যোগাযোগ
ঘ. ঘরে বাইরে
উত্তর : ক
১৪৬। সতীশ, সাবিত্রী , কিরণময়ী চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. গৃহদাহ
খ. দেবদাস
গ. শ্রীকান্ত
ঘ. চরিত্রহীন
উত্তর: ঘ
১৪৭। মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কী নামে লিখতেন ?
ক. বাচ্ছু
খ. বিদ্রোহী
গ. বজলুল আদীব
ঘ. মজলুম আদীব
উত্তর : ঘ
১৪৮। ’দুধপাতে উৎপাত ’ ছোটগল্পটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. খোন্দকার ইলিয়াস
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : ঘ
১৪৯। মুক্তিযুদ্ধভিত্তিক ১ম উপন্যাস কোনটি?
ক. চিলে কোঠার সিপাই
খ. অন্য ঘরে অন্য স্বর
গ. রাইফেল রুটি আওরাত
ঘ. জাহান্নাম হতে বিদায়
উত্তর : গ
১৫০। কাজী নজরুল ইসলাম কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন?
ক. ১৮৯৯
খ. ১৯২২
গ. ১৯৪৩
ঘ. ১৯৪২
উত্তর : ঘ
১৫১।অক্সিনের প্রভাবে উদ্ভিদের কোষের দৈর্ঘ্য--
ক.কমে
খ.বৃদ্ধি পায়
গ.খুবই কমে
ঘ.কোনটি নয়
উত্তরঃবৃদ্ধি পায়
১৫২।নিচের কোনটি ভাইরাসজনিত রোগ?
ক.পোলিও
খ.আমাশয়
গ.ডিপথেরিয়া
ঘ.নিউমোনিয়া
উত্তরঃপোলিও
১৫৩।রাইবোসোমের প্রধান কাজ কী?
ক.শর্করা তৈরি করা
খ.রোগ প্রতিরোধ করা
গ.ভিটামিন তৈরি করা
ঘ.প্রোটিন সংশ্লেষণ করা
উত্তরঃপ্রোটিন সংশ্লেষণ করা
১৫৪।মাইট্রোকন্ড্রিয়া অনুপস্হিত----
ক.ছত্রাকে
খ.শৈবালে
গ.নিউরনে
ঘ.ব্যাকটেরিয়ায়
উত্তরঃঘ.ব্যাকটেরিয়ায়
১৫৫।’স্টেপিস’ কোথাকার অস্হির নাম?
ক.অন্তঃকর্ণের
খ.মধ্যকর্ণের
গ.কর্ণকুহরের
ঘ.বহিঃকর্নের
উত্তরঃমধ্যকর্ণের
১৫৬।গুটি বসন্ত রোগের কারণ কী?
ক.ছত্রাক
খ.ভাইরাস
গ.শৈবাল
ঘ.ব্যাকটেরিয়ায়
উত্তরঃভাইরাস
১৫৭।রক্তের লোহিত কণিকার উৎপত্তিস্হল কোথায়?
ক.মস্তিষ্কে
খ.পাকস্হলীতে
গ.যকৃতে
ঘ.অস্হিমজ্জায়
উত্তরঃঅস্হিমজ্জায়
১৫৮।জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে---
ক.ক্রোমোজোম
খ.নিউক্লিয়াস
গ.নিউক্লিওলাস
ঘ.নিউক্লিওপ্লাজম
উত্তরঃক্রোমোজোম
১৫৯। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
ক.ক্যালভিন
খ.ফ্লেমিং
গ.ডারউইন
ঘ.লিনিয়াস
উত্তরঃলিনিয়াস
১৬০। একটি সম্পূর্ণ ফুলের অংশ কতটি ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর : গ
১৬১।প্রাণিটিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যর ভিত্তিতে কয় ধরনের হয়?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
উত্তরঃ৪
১৬২।মানবদেহের গ্রন্থিরাজ বলা হয় কাকে?
ক.যকৃতকে
খ.থাইরয়েডকে
গ.পিটুইটারিকে
ঘ.এড্রিনালকে
উত্তরঃপিটুইটারিকে
১৬৩। মানুষের করোটির হাড়ের সংখ্যা কয়টি?
ক.২২ টি
খ.২৯ টি
গ.২০৬ টি
ঘ.৯ টি
উত্তরঃ২৯ টি
১৬৪। রক্তশূন্যতা কী?
ক.শ্বেত কনিকা বেড়ে যাওয়া
খ.হিমোগ্লোবিনের পরিমান হ্রাস পাওয়া
গ.পানির পরিমান কমে যাওয়া
ঘ.কোনটি নয়
উত্তরঃহিমোগ্লোবিনের পরিমান হ্রাস পাওয়া
১৬৫। বাংলাদেশে ঝিনুক আছে কত প্রজাতির ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ঘ
১৬৬। কোনটি সঠিক নয় ?
ক. হর্টিকালচার ( রেশম চাষ বিদ্যা)
খ. পিসিকালচার ( মৎস্যচাষ বিদ্যা)
গ. এপিকাচলচার ( মৌমাছিপালন বিদ্যা)
ঘ. সেরিকালচার ( রেশম চাষ বিদ্যা)
উত্তর: ক
১৬৭।ধান গাছের ক্রোমজোম সংখ্যা কত টি?
ক.১২ টি
খ.২২ টি
গ.২৪ টি
ঘ.৩২ টি
উত্তরঃ২৪ টি
১৬৮। Language of Life বলা হয় কোনটিকে?
ক. জিন
খ. ডিএনএ
গ. মাইটোকণ্ড্রিয়া
ঘ. ২০টি অ্যামাইনো এসিডের সমন্বয়ে গঠিত প্রোটিন
উত্তর: ঘ
১৬৯।খেসারি কলাই এর থেকে সৃষ্ট ল্যাথারিজম একটি----
ক.বুকের রোগ
খ.পায়ের রোগ
গ.হাতের রোগ
ঘ.পেটের রোগ
উত্তরঃপায়ের রোগ
১৭০। পটাশিয়ামের অভাবে গাছের পাতার--
ক.বেগুনি রং ধারন করে
খ.শীর্ষ কিনারা হলুদ হয়
গ.ফ্যাকাশে হয়
ঘ.কোনটি হয় না
উত্তরঃশীর্ষ কিনারা হলুদ হয়
১৭১।ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় কিসের অভাবে?
ক.সালফারের অভাবে
খ.পটাশিয়ামের অভাবে
গ.ম্যাগনেশিয়ামের অভাবে
ঘ.নাইট্রোজেনের অভাবে
উত্তরঃসালফারের অভাবে
১৭২।ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত?
ক.সেলুলোজ
খ.কাইটিন
গ.কার্পাস
ঘ.স্পাইরোগীরা
উত্তরঃকাইটিন
১৭৩। জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ণ্ত্রণ করে কে?
ক) প্রস্বেদন
খ) ব্যাপন
গ) তাপ
ঘ) শ্বসন
সঠিক উত্তর: (ঘ)
১৭৪। কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না?
ক) খনিজ লবণের
খ) প্রোটিনের অভাবে
গ) ভিটামিন 'C' এর অভাবে
ঘ) ভিটামিন 'K' এর অভাবে
সঠিক উত্তর: (গ)
১৭৫।কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়?
ক) নিয়াসিন
খ) পাইরিডক্সিন
গ) কোবালামিন
ঘ) রিবোফ্ল্যাভিন
সঠিক উত্তর: (ঘ)
১৭৬। একজন স্ত্রীলোকের দেহের স্বাভাবিক BMI কত হওয়া বাঞ্ছণীয়?
ক) ১৮-২০
খ) ১৬-১৮
গ) ১৯-২৪
ঘ) ২০-২৫
সঠিক উত্তর: (গ)
১৭৭। সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
ক) প্রোটিন
খ) কার্বোহাইড্রেট
গ) লিপিড
ঘ) মিনারেলস
সঠিক উত্তর: (খ)
১৭৮. প্রতিদিন কী পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে ভালো থাকা যায়?
ক) ১০০g
খ) ৫০g
গ) ১০g
ঘ) ১০০০g
সঠিক উত্তর: (খ
১৭৯। রাফেজ কী জাতীয় খাদ্য?
ক) প্রোটিন
খ) সেলুলোজ
গ) লবণ
ঘ) শর্করা
সঠিক উত্তর: (খ)
১৮০। কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে?
ক) শর্করা
খ) খনিজ লবণ
গ) প্রোটিন
ঘ) স্নেহ পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
১৮১। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেল কোন রোগ হয়?
ক) অ্যানিমিয়া
খ) পলিসাইথিমিয়া
গ) লিউকেমিয়া
ঘ) নিইকোসাইটোসিস
সঠিক উত্তর: (ক)
১৮২। দেহে স্নেহপদার্থ অভাবজনিত রোগ কোনটি?
ক) রিকেটস
খ) কোষ্ঠকাঠিন্য
গ) একজিমা
ঘ) বহুমুত্র
সঠিক উত্তর: (গ)
১৮৩। শরীরেরে পানি শতকরা কতভাগ কমলে সংজ্ঞা লোপ পায় এমনকি মৃত্যুও ঘটতে পারে?
ক) ২৫%
খ) ২০%
গ) ১০%
ঘ) ১৫%
সঠিক উত্তর: (গ)
১৮৪। RNA-এর গঠনে কোনটি অংশ নেয়?
ক) রাইবোজ
খ) ডি-অক্সিবাইবোজ
গ) গ্লাইকোজেন
ঘ) ফ্রুক্টোজ
সঠিক উত্তর: (ক)
১৮৫। ফুলের মধুতে পাওয়া যায় কোনটি?
ক) গ্লুকোজ
খ) ফ্রুকটোজ
গ) সুক্রোজ
ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর: (খ)
১৮৬। ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে?
ক. ড. আবুল হুসসাম
খ. ড. মাকসুদুল আলম
গ. ড. নুরুল হুদা
ঘ. সিরাজুল সালেকিন
উত্তর: খ
১৮৭। কোন খণিজের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায় ?
ক. ম্যাগনেশিয়াম
খ. লৌহ
গ. পটাসিয়াম
ঘ. ফসফরাস
উত্তর: ঘ
১৮৮। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
ক. মাইটোকণ্ড্রিয়া
খ. নিউক্লিয়াস
গ. ক্রোমোসোম
ঘ. লিউকোপ্লাস্ট
উত্তর: ক
১৮৯। সাধারণত আমাদের রক্তে কত % LDL থাকে?
ক. ৭৫%
খ. ৫০%
গ. ৯০%
ঘ.৭০%
উত্তর: ঘ
১৯০। দেহের অভ্যন্তরে অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কোনটির কারণে?
ক. হিস্টামিন
খ. বেসোফিল
গ.হেপারিন
ঘ. গ্লোবিউলিন
উত্তর: গ
১৯১।জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করে কোনটি?
ক. আর এন এ
খ. ডি এন এ
গ. মাইটোকণ্ড্রিয়া
ঘ.হরমোন
উত্তর: খ
১৯২। নিচের কোনটি বায়ু পরাগী ফুল নয়?
ক. ধান
খ. গম
গ. তাল
ঘ. শিমুল
উত্তর: ঘ
১৯৩।কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে?
ক) ছত্রাক
খ) টক্সিন
গ) শৈবাল
ঘ) রিবোক্সিন
সঠিক উত্তর: (খ)
১৯৪। নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে?
ক) ভিটামিন-ডি
খ) ভিটামিন-ই
গ) ভিটামিন-এ
ঘ) ভিটামিন-কে
সঠিক উত্তর: (গ)
১৯৫। সালোক সংশ্লেষণ কোন আলোতে সবচেয়ে বেশি হয় ?
ক.লাল
খ. বেগুনি
গ.নীল
ঘ.সবুজ
উত্তর: ক
১৯৬। যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে কী বলে?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. টক্সিক
ঘ. ভেক্টর
উত্তর: ঘ
১৯৭। মানুষের মস্তিষ্কের ওজন কত?
ক. ১.৫০ কেজি
খ. ১.৪০ কেজি
গ. ১.৩৬ কেজি
ঘ. ১.২৫ কেজি
উত্তরঃ গ
১৯৯। পূর্ণবয়স্ক মানুষের নাড়ীর স্বাভাবিক স্পন্দন প্রতি মিনিটে গড়ে
ক. ৮০
খ. ৮২
গ. ৯২
ঘ. ৭২
উত্তর: ঘ
১৯৮। রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কী বলে-
ক. সিনসিটিয়াম
খ. লিউকোপোয়েসিস
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোপেনিযা
উত্তরঃ গ
২০০।কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
ক. Amylase enzyme
খ. Proteasse enzyme
গ. Restriction enzyme
ঘ. Cellulose enzyme
উত্তরঃ গ ঘ. স্বাধীনতা তুমি ( শামসুর রাহমান )
উত্তর : খ
৬। বাংলা সাহিত্যের দত্ত কুলোদ্ভব কবি কে ?
ক. সতেন্দ্রনাথ দত্ত খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. অজিদ দত্ত
উত্তর : গ
৭। প্রবোধকুমার কোন সাহিত্যেকের প্রকৃত নাম ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : ক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url