LearningHomebd.Com

BCS International Affairs Related MCQ (Total 500 MCQ)


১. বিশ্ব জলবায়ু সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ কোনটি?
ক)মালদ্বীপ
খ)বাংলাদেশ
গ)হন্ডুরাস
√ঘ)পুয়ের্তোরিকো

২. মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয় কবে
ক)৮ মে, ২০১৮
খ)৮ জুন, ২০১৮
√গ)১৪ মে, ২০১৮
ঘ)২৭ ফেব্রুয়ারি, ২০১৯

৩. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?
√ক)১৯৪৭ সালে
খ)১৯৯৯ সালে
গ)২০১৮ সালে
ঘ)২০১৯ সালে

৪. বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ রয়েছে কোন দেশের
ক)দক্ষিণ কোরিয়া
খ)যুক্তরাজ্য
√গ)যুক্তরাষ্ট্র
ঘ)সিংগাপুর

৫. What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
√ঘ)Open Diplomacy

৬. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?
ক)বেলজিয়াম ও ইতালি
√খ)তুরস্ক ও গ্রীস
গ)ইতালি ও ফ্রান্স
ঘ)তুরস্ক ও জার্মানি

৭. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক)চীন
খ)বাংলাদেশ
√গ)ভারত
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র

৮. UNESCO এর বর্তমান সদস্য কত?
ক)১৯৫
খ)১৯২
গ)১৯৪
√ঘ)১৯৩

৯. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
ক)১৯৯৭
√খ)১৯৯৮
গ)১৯৯৯
ঘ)২০০০

১০. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক)ইন্দোনেশিয়া
√খ)মালয়েশিয়া
গ)তাইওয়ান
ঘ)ফিলিপাইন

১১. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে বাংলাদেশ কততম?
ক)১ম
খ)৫ম
√গ)৯ম
ঘ)১০ম

১২. ২০১৮ সালে নিম্নের কোন সংস্থার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৩ দফা প্রদান করে?
ক)UNSC
খ)UNGA
গ)UNHRC
√ঘ)UNHCR

১৩. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক)Global War
খ)First World War
√গ)Great War
ঘ)European War

১৪. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
√ক)বাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ)রোসাং
গ)রোহাং

১৫. ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক)মুসোলিনী
খ)হিটলার
√গ)নিতসে
ঘ)বিসমার্ক

১৬.একেপি নেতা-
ক)মোহাম্মদ বিন সালমান
খ)জামাল খাসোগি
√গ)এরদোয়ান
ঘ)এদুয়ার্দো

১৭. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক)১২৮ টি দেশ
√খ)০৯ টি দেশ
গ)০৩ টি দেশ
ঘ)১৭ টি দেশ

১৮. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়?
ক)নাইজেরিয়া
খ)লিবিয়া
গ)ভেনিজুয়েলা
√ঘ)কাতার

১৯. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?
ক)১ সেপ্টেম্বর, ২০১৭
√খ)১ অক্টোবর, ২০১৭
গ)১ নভেম্বর, ২০১৭
ঘ)১ ডিসেম্বর, ২০১৭

২০. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
√ক)ইসরাইল-সিরিয়া
খ)তুরস্ক-সিরিয়
গ)ইসরািল-লেবানন
ঘ)মিসর-ইসরাইল

২১. কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?
ক)আলবেনিয়া
খ)সার্বিয়া
গ)হাঙ্গেরি
√ঘ)লাটভিয়া

২২. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক)কিউবা ও উত্তর কোরিয়া
খ)রাশিয়া ও চীন
গ)রাশিয়া ও কিউবা
√ঘ)চীন ও উত্তর কোরিয়া

২৩. New Eurasian Land Bridge এ চীনের অংশের নাম-
ক)Uywi
খ)Wiyu
√গ)Yiwu
ঘ)Kunming

২৪. হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
√ক)ভারত মহাসাগর
খ)বঙ্গোপসাগর
গ)আরব সাগর
ঘ)মান্নার উপসাগর

২৫. সম্প্রতি কোন দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থা ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক)চীন
খ)সৌদি আরব
গ)যুক্তরাজ্য
√ঘ)যুক্তরাষ্ট্র

২৬. ইদলিব ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়-
√ক)সোচি, রাশিয়া
খ)সুইয়ান, তুরস্ক
গ)বন্দর আব্বাস, ইরান
ঘ)হোমস, সিরিয়া

২৭. আরব বসন্তের জন্য আত্মহুতি দেয়া বুয়াজ্জিজির বয়স কত ছিল?
ক)২৩ বছর
√খ)২৬ বছর
গ)৩০ বছর
ঘ)২৭ বছর

২৮. ইশ্বরের ভূমি-
ক)জেরুজালেম
খ)মক্কা
গ)ইয়েমেন
√ঘ)ইসরাইল

২৯. জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক)যুক্তরাষ্ট্র
খ)জার্মানি
গ)বৃটেন
√ঘ)ফ্রান্স

৩০. জাতিসংঘ বর্তমান মহাসচিব এর আগে কোন সংস্থার প্রধান ছিলেন?
√ক)UNHCR
খ)UNHRC
গ)WIPO
ঘ)WTO

৩১. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান?
ক)সাধারন পরিষদ
√খ)নিরাপত্তা পরিষদ
গ)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ)অছি পরিষদ

৩২. বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার সদর দপ্তর কোথায়?
ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
√ঘ)রোম

৩৩. ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক)ব্রিটেন
খ)স্পেন
√গ)ফ্রান্স
ঘ)পর্তুগাল

৩৪. ARSA গেরিলা সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে কত সালে?
ক)২০১৩ সালে
খ)২০১৪ সালে
গ)২০১৫ সালে
√ঘ)২০১৬ সালে

৩৫. বৈশ্বিক জলবায়ু সুচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
√ক)নবম
খ)দশম
গ)ত্রয়োদশ
ঘ)চতুর্দশ

৩৬. জাতিসংঘের কোন অননুচ্ছেদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্য ১০ থেকে ১৫ তে উন্নীত করা হয়?
ক)১৩ নং অণুচ্ছেদ
√খ)২৩ নং অণুচ্ছেদ
গ)৩৩ নং অণুচ্ছেদ
ঘ)৪৩ নং অণুচ্ছেদ

৩৭. সার্কের বর্তমান চেয়ারম্যান কে?
ক)সুশীল কৈরালা
খ)পুস্প কমল দাহাল প্রচন্ড
গ)আমজাদ হোসেন সিয়াল
√ঘ)কে পি শর্মা ওলি

৩৮. আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য কোনটি?
ক)দক্ষিন আফ্রিকা
খ)দক্ষিন সুদান
√গ)মরক্কো
ঘ)পশ্চিম সাহারা

৩৯. ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
√ক)ইন্দিরা গান্ধী
খ)সোনিয়া গান্ধী
গ)নির্মলা সীতারাম
ঘ)প্রতিভা পাতিল

৪০. "মেরিটাইম সিল্ক রুট" বানিজ্যিক পরিকল্পনা কোন দেশ কর্তৃক উপস্থাপিত হয়?
ক)ভারত
√খ)চীন
গ)জাপান
ঘ)যুক্তরাষ্ট্র

৪১. বর্তমান IMF. এর রিজার্ভ মুদ্রা কতটি?
√ক)৫টি
খ)৬টি
গ)৭টি
ঘ)৮টি

৪২. "What Happened" গ্রন্থের রচয়িতা?
√ক) হিলারি ক্লিনটন
খ) অং সান সুচি
গ) বারাক ওবামা
ঘ)ফ্রান্সিস ফুকুয়ামা

৪৩. বাংলাদেশের এম শহীদুল ইসলাম বিমসটেকের কততম মহাসচিব?
ক)প্রথম
√খ)দ্বিতীয়
গ)তৃতীয়
ঘ)চতুর্থ

৪৪. নিচের কোনটি Group of Eight এর সদস্য?
ক)সুইডেন
খ)কানাডা√
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম

৪৫. "One county two System" নীতিটি চীন ছাড়া আর কোন দেশের সাথে সম্পর্কিত?
ক)তাইওয়ান
খ)তিব্বত
√গ)হংকং
ঘ)ভারত

৪৬. কোন দেশের মৌলিক অধিকারকে"Bill of rights" বলা হয়?
ক)ভারত
খ)ফিনল্যান্ড
√গ)যুক্তরাষ্ট্র
ঘ)ভ্যাটিকান সিটি

৪৭. আইফেল টাওয়ারের স্থপতি কে?
ক)গুস্তাব আইফেল
খ)বরিস পেস্তারনেক
গ)বার্থোলডি
√ঘ)স্টিফেন সোভেস্ট্রে

৪৮. ওয়েস্ট ফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক)১৫৭৫ সালে
খ)১৬৬৬ সালে
√গ)১৬৪৮ সালে
ঘ)১৮৯০ সালে

৪৯. "তারা জানে না যে তারা জানে না, আমি জানি যে আমি কিছু জানি না" উক্তিটি কার?
√ক)সক্রেটিস
খ)প্লেটো
গ)রুশো
ঘ)ভলতেয়ার

৫০. বর্তমান বিশ্বের দ্রুততম মানব কে?
ক)আসাফা পাওয়েল
খ)জাস্টিন গ্যাটলিন
√গ)উসাইন বোল্ট
ঘ)মরিস গ্রিন

৫১. ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক)জাপান
√খ)দক্ষিণ কোরিয়া
গ)তাইওয়ান
ঘ)ভিয়েতনাম

৫২. আফ্রিকা পরিকল্পনা-
ক)অ্যাজেন্ডা- ২০৩০
খ(অ্যাজেন্ডা- ২০৩৩
√গ)অ্যাজেন্ডা- ২০৬৩
ঘ)অ্যাজেন্ডা- ২০৪১

৫৩. ICAN কোন ধরনের সংস্থা?
ক)পরিবেশ সংস্থা
খ)স্বেচ্ছাসেবি সংস্থা
গ)মানবাধিকার সংস্থা
√ঘ)পরমাণু অস্ত্র বিরোধী জোট

৫৪. রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্রে রাশিয়ার পাশাপাশি কোন দেশকে যুক্ত করা হয়েছে?
ক)চীনকে
খ. যুক্তরাষ্ট্রকে
গ)ইরানকে
√ঘ)ভারতকে

৫৫. কোন সংস্থা বলেছে দেশে শিক্ষার হার ৭২.৮%?
ক)UNFPA
√খ)UNDP
গ)World Bank
ঘ)UNCDP

৫৬. ২০১৯ সালের Passport Index অনুসারে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
ক)সিঙ্গাপুর
খ)জাপান
√গ)সংযুক্ত আরব আমিরাত
ঘ. দক্ষিণ কোরিয়া

৫৭. নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে না নিম্নের কোন সংস্থা?
ক)OPCW
√খ)UNIDO
গ)IAEA
ঘ)UNCWC

৫৮. G-77 এর সভাপতি দেশ-
ক)মালদ্বীপ
খ)ভুটান
গ)ভারত
√ঘ)ফিলিস্তিন

৫৯. বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক)৮৪তম
খ)৮৫তম
গ)৮০তম
√ঘ)৮৬তম

৬০. মালয়েশিয়ায় ‘তুন’ খেতাবটি কী ধরনের?
ক. সর্বোচ্চ মানবাধিকার খেতাব
√খ)অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য
গ)সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
ঘ)সম্মানসূচক খেতাব

৬১. মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক)৪ বছর
খ)৩ বছর
গ)৫ বছর
√ঘ)৬ বছর

৬২৷ ইয়োলো জ্যাকেট ফ্রান্সের কোন জনগোষ্ঠী ব্যবহার করে?
ক)বিপ্লবীরা
√খ)গাড়ি চালকরা
গ)শ্রমিকরা
ঘ)ছাত্ররা

৬৩. জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক)২০১৬
√খ)২০১৭
গ)২০১৮
ঘ)২০১৫

৬৪. ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
ক)আর্থার বেলফোর
খ)মোনাটেম বেগন
√গ)থিওডোর হার্জেল
ঘ)ব্যারন এডমন্ড

৬৫. WTO এর বাণিজ্য সহজীকরণ চুক্তি (TFA) কবে কার্যকর হয়?
ক)১ ডিসেম্বর, ২০১৭
√খ)৬ ডিসেম্বর, ২০১৭
গ)১৫ ডিসেম্বর, ২০১৭
ঘ)২৫ ডিসেম্বর, ২০১৭

৬৬. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে?
√ক)৪ অক্টোবর
খ)২৩ অক্টোবর
গ)২৯ জুন
ঘ)১১ ফেব্রুয়ারি

৬৭. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
ক. ইতালি
√খ. ফ্রান্স
গ. ইংল্যান্ড
ঘ. রাশিয়া
(Source: Wiki)

৬৮. প্যারিস চুক্তি কার্যকর হয় কবে?
ক)১ নভেম্বর, ২০১৬
√খ)৪ নভেম্বর, ২০১৬
গ)১৫ নভেম্বর, ২০১৬
ঘ)১ ডিসেম্বর, ২০১৬

৬৯. ভেটো কোন সম্মেলনের সাথে জড়িত?
ক)লন্ডন
খ)সান্সফ্রান্সিকো
√গ)ইয়ল্টা
ঘ)প্যারিস

৭০. 10th BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক)জিয়ামেন, চীন
খ)মস্কো, রাশিয়া
√গ)জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা
ঘ)সাওপাওলো, দক্ষিণ আফ্রিকা

৭১. কমনওয়েলথ ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?
ক)পাকিস্তান
খ)নাইজেরিয়া
√গ)মালদ্বীপ
ঘ)ভুটান

৭২.PESCO কোন ধরনের সংগঠন?
ক)অর্থনৈতিক জোট
খ)রাজনৈতিক জোট
√গ)প্রতিরক্ষা জোট
ঘ)সামরিক জোট

৭৩. চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
√ক)Chang'e 4
খ)Change 2
গ)Changu 4
ঘ)Changu'e 3

৭৪. জাতিসংঘের কাছে সবচেয়ে বেশি ঋণী কোন দেশ?
ক)লিবিয়া
খ)উত্তর কোরিয়া
গ)ভেনিজুয়েলা
√ঘ)যুক্তরাষ্ট্র

৭৫. 'জি-২০’ সদস্য নয়-
√ক)কাতার
খ)জাপান
গ)দক্ষিণ কোরিয়া
ঘ)ইন্দোনেশিয়া

৭৬. Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক)বাংলাদেশ
খ)মেক্সিকো
গ)কানাডা
√ঘ)যুক্তরাজ্য

৭৭. ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক)মাও সে তুং
খ)ভ্লিাদিমির লেনিন
গ)নেলসন ম্যান্ডেলা
√ঘ)কার্ল মার্ক্স

৭৮. টিপিপির বর্তমান নাম কী??
ক)CTPP
√খ)CPTPP
গ)TPP- 1
ঘ)TPPCP

৭৯. রবিন স্কয়ার-
ক)ইস্তাম্বুলে
খ)জেরুজালেমে
√গ)তেল আবিবে
ঘ)সানায়

৮০. বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
√ক)১ থেকে ১.৫ ডিগ্রি
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি

৮১. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক)ম্যাসট্রিখট চুক্তি
√খ)লিসবন চুক্তি
গ)আমস্টারডাম চুক্তি
ঘ)রোম চুক্তি

৮২. প্রথম One Planet Summit কোথায় এবং কখন হয়?
√ক)প্যারিস, ২০১৭
খ)নিউইয়র্ক, ২০১৮
গ)লিসবন, ২০১৬
ঘ)নিউইয়র্ক, ২০১৭

৮৩. পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
ক. বেলজিয়াম
খ. নেদারল্যান্ড
গ. যুক্তরাজ্য
√ঘ. যুক্তরাষ্ট্র

৮৪. গ্রিনপিসের সদর দপ্তর কোথায়?
√ক. আমস্টারডাম
খ. হেগ
গ. প্যারিস
ঘ. জেনেভা

৮৫. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমা নির্ধারনকারী লাইন?
ক. চীন ও রাশিয়া
√খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান

৮৬. প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানের শীর্ষ স্থানীয় দেশ কোনটি?
ক. মালয়েশিয়া
খ. থাইল্যান্ড
√গ. সিঙ্গাপুর
ঘ. ফিলিপাইন

৮৭. "আজমান" শহরটি কোন দেশে অবস্থিত?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
√গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ওমান

৮৮. ব্রিকস এর মূলমন্ত্র কি?
√ক. সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি
খ. সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা
গ. সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা দান
ঘ. সবগুলো

৮৯. মহান পিটার যে দেশের শাসক ছিলেন--
ক. অস্ট্রিয়া
√খ. রাশিয়া
গ. নেদারল্যান্ড
ঘ. গ্রিস

৯০. কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
ক. জুলু
খ. কুলু
√গ. মাসাই
ঘ. টোডা

৯১.১৮৯৯ সালের "Rivers and Harbors"আইন কোন দেশের?
√ক. যুক্তারাষ্ট্রের
খ. যুক্তরাজ্যের
গ. ফ্রান্সের
ঘ. ইতালির

৯২. জেনেভা কনভেশন হলো--
√ক. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
খ. বানিজ্য সম্মেলন
গ. বিচার বিভাগীয় সম্মেলন
ঘ. যুদ্ধ বিরতিকরণ সম্মেলন

৯৩. থাড(THAAD) কি?
ক. খেলোয়াড়দের সংগঠন
খ. একটি জনপ্রিয় ম্যাগাজিন
√গ. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ঘ. একটি বিনোদন কেন্দ্র

৯৪. "সানফ্লাওয়ার" চিত্রকর্মের চিত্রকর কে?
ক. লিওনার্দো দ্য ভিঞ্চি
খ. মাইকেল অ্যাঞ্জেলো
গ. পাবলো পিকাসো
√ঘ. ভ্যানগগ

৯৫. কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়--
√ক. জাপানে
খ. ব্রাজিলে
গ. ইন্দোনেশিয়ায়
ঘ. কোরিয়ায়

৯৬. OPEC এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রিয়াদ
√ঘ. ভিয়েনায়

৯৭. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
√(ক)লুক্সেমবার্
(খ)হামবুর্গ
(গ)লিও
(ঘ)জুরিখ

৯৮. 'Barge for Bangladesh'গ্রন্থটির রচয়িতা কে?
(ক)শেখ রেহেনা
(খ)ওরহান পামুক
(গ)জয় ওয়াজেদ
√(ঘ)ইভ মার

৯৯. বলশেভিক বিপ্লব হয় কত সালে?
√(ক)১৯১৭ সালে
(খ)১৯৭৯ সালে
(গ)১৯৯০ সালে
(ঘ)২০১০ সালে

১০০. নিম্নের কে সক্রেটিসের শিক্ষক ছিলেন?
(ক)প্লেটো
(খ)এরিস্টটল
(গ)আলেকজান্ডার
√(ঘ)এদের কেও নন

১০১. Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
√খ)কিয়োটো প্রটোকল
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫

১০২. ১৯ জুলাই, ২০১৮ তারিখের নতুন আইন অনুযায়ী ইসরাইল-
ক)ইহুদি রাষ্ট্র
খ)ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র
√গ)ইহুদি জনগণের রাষ্ট্র
ঘ)বেদুইন রাষ্ট্র

১০৩. হুতিরা হলো––
√ক)জেইদ শিয়া
খ)মুহাম্মাদী শিয়া
গ)হুসেনি শিয়া
ঘ)সানাই শিয়া

১০৪.'মুজিব' নামক উপন্যাসটি কোন ভাষায় প্রকাশিত হয়?
ক)ফরাসি
√খ)জাপানিজ
গ)স্প্যানিশ
ঘ)হিন্দি

১০৫. বাংলাদেশের নামে কোন দেশে একটি জেলা রয়েছে?
ক)ভারতে
খ)সিয়েরালিওনে
গ)লাইবেরিয়াতে
√ঘ)আর্মেনিয়াতে

১০৬.ভারতের লোকসভাতে মোট আসন সংখ্যা কত?
ক)৫২২
খ)৬২২
√গ)৫৪৫
ঘ)৫৪৩

১০৭. গ্লোবাল ফায়ার পাওয়ার কোন সূচকটি প্রকাশ করে?
ক)নির্যাতন
√খ)সামরিক
গ)শান্তি
ঘ)ক্ষমতা

১০৮. জাতিসংঘ মানবাধিকার পরিষদটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)১৯৪৫ সালে
খ)১৯৪৭ সালে
গ)২০০১ সালে
√ঘ)২০০৬ সালে

১০৯. প্রথম বিশ্বযুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?
√ক)Treaty of Armistice
খ)Paris Peace Settlement
গ)Paris Pact
ঘ)Versailles Treaty

১১০. কোন চুক্তির মাধ্যমে কোরীয় উপদ্বীপ নিয়ে (১৯০৪-১৯০৫) পর্যন্ত সংঘটিত রুশ-জাপান যুদ্ধ বন্ধ হয়?
√ক)Treaty of Portsmouth
খ)Paris Peace Settlement
গ)Paris Pact
ঘ)Versailles Treaty

১১১. জাতিসংঘের গণহত্যা কনভেনশনটি কত সালে প্রনয়ন করে?
ক)১৯৪৬ সালে
খ)১৯৫৪ সালে
√গ)১৯৪৮ সালে
ঘ)১৯৫৪ সালে

১১২. কোন সংস্থা বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি বা Emerging Tiger in Economy বলেছে?
ক)UNDP
খ)BRICS
√গ)World Bank
ঘ)IMF

১১৩. ইউরোপীয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকাকে কেন্দ্র করে ২৩ জুন ২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে কত শতাংশ ভোট ব্রেক্সিটের পক্ষে পড়ে?
ক)৪৮.১%
√খ)৫১.৮৯%
গ)৫০.৯%
ঘ)৪৯.১%

১১৪. রুয়ান্ডা গনহত্যা পরিচালিত হয় কোন সনে?
ক)১৯৯০ সালে
খ)১৯৯১ সালে
√গ)১৯৯৪ সালে
ঘ)১৯৯৭ সালে

১১৫. ২০১৮ সালে কোন দেশটি সাম্যবাদ থেকে সমাজতান্ত্রিক হয়েছে?
√ক)কিউবা
খ)চীন
গ)ভেনিজুয়েলা
ঘ)উত্তর কোরিয়া

১১৬. কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে?
ক)রাউল
খ)ফিদেল ক্যাস্ত্রো
গ)স্কট মরিসন
√ঘ)মিগুয়েল ডিয়াজ কানেল

১১৭. ক্যাম্প এক্সরে কারাগার কোন দেশে অবস্থিত?
√ক)কিউবাতে
খ)ইরাকে
গ)সিরিয়াতে
ঘ)ইয়েমেনে

১১৭. সম্প্রতি ইউনেস্কো ত্যাগ করেছে কোন দেশ?
ক)ভারত
খ)রাশিয়া
গ)ব্রাজিল
√ঘ)ইসরায়েল

১১৯. বিশ্ব বাণিজ্য সংস্থা ত্যাগের হুমকী প্রদানকারী দেশ নিম্নের কোনটি?
ক)চীন
খ)সৌদি আরব
গ)যুক্তরাজ্য
√ঘ)যুক্তরাষ্ট্র

১২০. ২০১৭ সালে রোহিঙ্গা সংকট ইস্যুতে কোন দেশটি মিয়ানমারের সাথে প্রথম সম্পর্ক ছিন্ন করে?
ক)সৌদি আরব
খ)তুরস্ক
গ)ইরান
√ঘ)মালদ্বীপ

১২১. সিরিয়ায় আরব বসন্ত শুরু হয়-
ক)২০১০ সালে
√খ)২০১১ সালে
গ)২০১২ সালে
ঘ)২০১৩ সালে

১২২. নিজস্ব শান্তিরক্ষী বাহিনী আছে কোন সংস্থার?
ক)ন্যাটোর
খ)ইউরোপীয় ইউনিয়নের
√গ)আফ্রিকান ইউনিয়নের
ঘ)আসিয়ানের

১২৩. ইমরান খান সম্প্রতি পাকিস্তানকে কোন দেশের মত বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন?
ক)সুইজারল্যান্ড
√খ)সুইডেন
গ)কানাডা
ঘ)সিঙ্গাপুর

১২৪. দ্রুজ সম্প্রদায়ের বসবাস সিরিয়া এবং লেবানন ছাড়া আর কোন দেশে রয়েছে?
ক)তুরস্কে
খ)ফ্রান্সে
গ)কাশ্মীরে
√ঘ)ইসরাইলে

১২৫. 'দ্রুকপা' কোন দেশের রাজতন্ত্রের নাম?
√ক)ভুটান
খ)থাইল্যান্ড
গ)মালয়েশিয়া
ঘ)সোয়াজিল্যান্

১২৬.অন্য রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্র হলো-
√ক)স্যাটেলাইট স্টেট
খ)বাফার স্টেট
গ)ডিপ স্টেট
ঘ)রোগ স্টেট

১২৭. স্থলমাইন নিষিদ্ধকরণে কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়?
ক)এবিএম
√খ)অটোয়া চুক্তি
গ)আইএনএফটি
ঘ)সিডব্লিউসি

১২৮. মুসলিম ব্রাদারহুডের মতাদর্শ অনুসরণকারী-
ক)হিজবুল্লাহ্
খ)হুথি
গ)আল নুসরা
√ঘ)হামাস

১২৯. বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির নিচে রাখার পরিকল্পনা গৃহীত হয় কোন চুক্তিতে?
ক)অটোয়া চুক্তিতে
√খ)প্যারিস চুক্তিতে
গ)নাগোয়া চুক্তিতে
ঘ)মন্ট্রিল চুক্তিতে

১৩০. ২০১৮ সালে কোনটির অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৫ দফা প্রদান করে?
ক)UNSC
√খ)UNGA
গ)UNHRC
ঘ)UNHCR

১৩১. ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল?
ক. পরমাণু
√খ. পরিবেশ
গ. বাণিজ্য
ঘ. নিরস্ত্রীকরণ

১৩২. উত্তর আমেরিকার মুক্ত বানিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০ সালে
√খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে

১৩৩. ডেজার্ট ফক্স নামটি কোন দেশের সাথে জড়িত?
ক. ফ্রান্স
√খ. জার্মানি
গ. ইতালি
ঘ. রাশিয়া

১৩৪. আন্তঃরাষ্ট্র সমূহের মধ্যে শক্তিসাম্য বজায় রাখার সর্বশেষ কৌশল কী?
ক. সংঘর্ষ নিবারক রাষ্ট্র
খ. হস্তক্ষেপ
√গ. বিভক্তিকরণ ও শাসন
ঘ. কোনটিই নয়

১৩৫. যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়--
ক. বিশ্বব্যাংক
খ. আইএফসি
গ. এশিয়ান ব্যাংক
√ঘ. আইএমএফ

১৩৬. সিন্ধু সভ্যতার সাথে মিল রয়েছে কোন সভ্যতার?
ক. মিশরীয় সভ্যতার
√খ. ব্যাবিলনীয় সভ্যতার
গ. অ্যাসিরীয় সভ্যতার
ঘ. সুমেরু সভ্যতার

১৩৭. আধুনিক ভূ-রাজনীতির জনক কে?
ক. গডফ্রে
√খ. রুডলফ কেজিলেন
গ. থুকিদিস
ঘ. পামফ্রে

১৩৮. সর্বপ্রথম পানি দূষণ চিহ্নিত করেন--
ক. ডাল্টন
খ. গোর্কী
গ. বেনথাম
√ঘ. হিপোক্রিটাস

১৩৯. ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধ যে সালে সংগঠিত হয়--
ক. ১৯৫৬ সালে
√খ. ১৯৬৭ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৪৮ সালে

১৪০. "নরম্যান্ডি" কোনদেশের ভূখন্ড?
ক. জার্মানি
খ. ইংল্যান্ড
√গ. ফ্রান্স
ঘ. ইতালি

১৪১. সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়?
ক. কলম্বো
খ. দিল্লী
গ. ঢাকা
√ঘ. মালে

১৪২. সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের নাম কি?
√ক. লিথুয়ানিয়া
খ. এস্তোনিয়া
গ. লাটভিয়া
ঘ. ফিনল্যান্ড

১৪৩. "এ পৃথিবী আমার" এটি কোন সংস্থার মূলমন্ত্র?
√ক. জাতিসংঘ
খ. জাতিপুঞ্জ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. সার্ক

১৪৪. বঙ্গবন্ধু স্কয়ার কোথায় অবস্থিত?
√ক. ফ্রান্সে
খ.জার্মানিতে
গ.আমেরিকাতে
ঘ.জাপানে

১৪৫. ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২১ তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
√ক. জাবিভাকা
খ.জুবলা
গ.ভাজাবিকা
ঘ.যবগাপা

১৪৬.কমনওয়েলথ ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?
ক.ফিজি
√খ.মালদ্বীপ
গ.জিম্বাবুয়ে
ঘ.আয়ারল্যান্ড

১৪৭. চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ?
√ক. মঙ্গোলিয়া
খ.তাইওয়ান
গ.জাপান
ঘ.উত্তর কোরিয়া

১৪৮. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক)Global War
খ)First World War
√গ)Great War
ঘ)European War

১৪৯. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
√কবাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ)রোসাং
গ)রোহাং
ঘ)রাখাইনের ছিন্নমূল জনগোষ্ঠী

১৫০. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক)১২৮ টি দেশ
√খ)৯ টি দেশ
গ)৩ টি দেশ
ঘ)১৭ টি দেশ

১৫১. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক)কিউবা ও উত্তর কোরিয়া
খ)রাশিয়া ও চীন
গ)রাশিয়া ও কিউবা
√ঘ)চীন ও উত্তর কোরিয়া

১৫২. বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি?
ক)চীন
খ)যুক্তরাষ্ট্র
√গ)ভারত
ঘ)রাশিয়া

১৫৩. ডিভোর্স বিল নিম্নোক্ত কোন ঘটনার সাথে সম্পর্কিত?
ক)ইয়েলো ভেস্ট
√খ)ব্রেক্সিট
গ)কাতালোনিয়ার স্বাধীনতা
ঘ)উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু

১৫৪. সম্রাজ্যবাদের উদ্ভব হয় কবে?
√ক)বিংশ শতাব্দীর প্রথমার্ধে
খ)বিংশ শতাব্দীর শেষার্ধে
গ)উনিশ শতকের প্রথমার্ধে
ঘ)অষ্টাদশ শতাব্দীতে

 ১৫৫. কোন আন্দোলনের কারণে উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে ?
ক)নৈরাশ্যবাদ
খ)বাস্তববাদ
গ)গঠনবাদ
√ ঘ)জাতীয়তাবাদ

১৫৬. ‘ নিয়ন্ত্রণ রেখা’ কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
ক)ইসরাইল-ফিলিস্তিন
খ)উত্তর ও দক্ষিণ কেরিয়া
√গ)ভারত-পাকিতান
ঘ)জার্মানী-ফ্রান্স

১৫৭. WIPO এর সদর দপ্তর কোথায়?
√ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম

১৫৮. ওয়াটার গেট কেলেঙ্কারির সঙ্গে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন?
ক)বিল ক্লিনটন
খ)ট্রুম্যান
√গ)রিচার্ড নিক্সন
ঘ)ডোনাল্ড ট্রাম্প

১৫৯. নিম্নের কোন চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদিত হয়নি?
 ক)ABM
খ)START-1
গ)START-2
√ঘ)SALT-02


১৬০. নিচের কোনটি দূর-প্রাচ্যের দেশ?
ক)ইন্দোনেশিয়া
√খ)মঙ্গোলিয়া
গ)ব্রুনেই
ঘ)লাওস

১৬১. নিম্নের কোনটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ?
ক)সেনকাকু দ্বীপ
খ)দিয়াউ দ্বীপ
√গ)স্প্রাটলি দ্বীপপুঞ্জ
ঘ)ফকল্যান্ড দ্বীপপুঞ্জ

১৬২. নিচের কোন দেশটি পারমানবিক স্বীকৃত দেশ নয়?
√ক)ইসরায়েল
খ)চীন
গ)উত্তর কোরিয়া
ঘ)ভারত

১৬৩. কিউবান মিসাইল সংকট হয় কত সালে?
ক)১৯৪৭ সালে
খ)১৯৫৪ সালে
√গ)১৯৬২ সালে
ঘ)১৯৭২ সালে

১৬৪. জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ?
ক)বিসমার্ক
√খ)ম্যাকিয়াভেলি
গ)এরিস্টটল
ঘ)প্লেটো

১৬৫. জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন কে ?
√ক)বিসমার্ক
খ)হিটলার
গ)মুসোলিনি
ঘ)ফ্রাঙ্কো

১৬৬. জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিব কে?
ক)ড. বুট্রোস বুট্রোস ঘালি
খ)কফি আনান
গ)উথান্ট
√ঘ)এদের কেউ নন

১৬৭. জাপান পৃথিবীর কোন দেশকে সবচেয়ে বেশি সহায়তা দেয়?
ক)ইন্দোনেশিয়া
খ)মঙ্গোলিয়া
গ)সোমালিয়া
√ঘ)বাংলাদেশ

১৬৮. নিচের কোন দেশটি উন্নয়নশীল-৮ এর সদস্য?
√ক)মিশর
খ)ভারত
গ)ভেনিজুয়েলা
ঘ)ফিলিপাইন

১৬৯. রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
ক)ডুমা
খ)সিনেট
√গ)ফেডারেল এসেম্বলি
ঘ)নেসেট

১৭০. কোরীয় যুদ্ধ বন্ধ হয় কোন সনে?
ক)১৯৫০ সালে
√খ)১৯৫৩ সালে
গ)১৯৫৫ সালে
ঘ)১৯৭৫ সালে

১৭১. আরব বসন্তের সূতিকাগার কোন দেশ?
ক)মিশর
খ)সিরিয়া
√গ)তিউনিসিয়া
ঘ)লিবিয়া

১৭২. আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কতটি?
ক)৫৩ টি
খ)৫৪ টি
√গ)৫৫ টি
ঘ)৫৬ টি

১৭৩. ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ক)মিশর
√খ)তুরস্ক
গ)আলজেরিয়া
ঘ)সিরিয়া

১৭৪. আরাকান রাজ্যের রাজধানী কোনটি?
ক)মংডু
খ)কুতুপালং
√গ)সিত্তে
ঘ)রেঙ্গুন

১৭৫. বাংলাদেশ ‘জোট নিরপেক্ষ আন্দোলন’ সংস্থার সদস্য হয় কত সালে?
ক)১৯৭২ সালে
√খ)১৯৭৩ সালে
গ)১৯৭৪ সালে
ঘ)১৯৭৫ সালে

১৭৬. মিরাজ-২০০০ কোন দেশের যুদ্ধ বিমান?
ক)উত্তর কোরিয়া
খ)পাকিস্তান
গ)ইসরায়েল
√ঘ)FRANCE

১৭৭. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
√ক)EU
খ)WTO
গ)UNCTAD
ঘ)IMF

১৭৮. নিচের কোনটি Group of Seven এর সদস্য?
ক)সুইডেন
√খ)কানাডা
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম

১৭৯. “ চেকবুক কুটনীতি ”কৌশলটি কোন দেশের সাথে সম্পর্কিত?
ক)তাইওয়ান
খ)যুক্তরাষ্ট্র
গ)রাশিয়া
√ঘ)চীন

১৮০. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
√ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম

১৮১. “বেলফোর ঘোষনার ” মূল উদ্দেশ্য কী ছিলো?
ক)জাতিসংঘ প্রতিষ্ঠা
√খ)ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা
গ)ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসন করা
ঘ)ভ্যাটিকান সিটি রাষ্ট্র প্রতিষ্ঠা

১৮২. নিচের কোনটি উত্তর আফ্রিকার দেশ?
ক)লেসেথো
খ)কঙ্গো
√গ)লিবিয়া
ঘ)ঘানা

১৮৩. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
ক)১৯৯০ সালে
খ)১৯৯১ সালে
√গ)১৯৯৩ সালে
ঘ)১৯৯৪ সালে

১৮৫. জাতীয়তাবাদের ফলে স্বাধীন হওয়া রাষ্ট্রসমূহকে নিয়ন্ত্রনের নতুন কৌশল কোনটি ?
ক)মুক্ত বানিজ্য
খ)উদারতাবাদ
গ)সংরক্ষণবাদ
√ঘ)নব্য উপনিবেশবাদ

১৮৬. নব্য উপনিবেশবাদের হাতিয়ার বলা হয় কোনটিকে?
√ক) মুক্তবাজার অর্থনীতিকে
খ)মুক্তবানিজ্যক
গ)বেদেশিক বিনিয়োগকে
ঘ)উদারতাবাদকে

১৮৭. নতুন বিশ্ব ব্যবস্থা কী ?
ক)একমেরু বিশ্ব ব্যবস্থা
খ)দ্বিমেরে বিশ্ব ব্যবস্থা
√গ)এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা
ঘ)বহুকেন্দ্রীক ব্যবস্থা

১৮৮. "Ping Pong Diplomacy" কোন দুই দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখেছিলো?
ক)জার্মানি-ফ্রান্স
খ)ভারত-চীন
√গ)চীন-যুক্তরাষ্ট্র
ঘ)ইসরাইল-ফিলিস্তিন

১৮৯. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা কোনটি?
ক)সনোরা লাইন
খ)ম্যাকমোহন লাইন
গ)১৭তম অক্ষরেখা
√ঘ)৩৮তম অক্ষরেখা

১৯০. সুইজারল্যান্ড কোন ধরনের ক্ষমতা বহন করে?
ক)হার্ড পাওয়ার
√খ)সফট পাওয়ার
গ)স্মার্ট পাওয়ার
ঘ)ন্যাচারাল পাওয়ার

১৯১. Environmental Performance Index অনুসারে নির্মল বায়ুর শীর্ষ দেশ-
ক)সুইডেন
খ)সুইজারল্যান্ড
গ)অস্ট্রিয়া
√ঘ)অস্ট্রেলিয়া

১৯২. Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
√খ)কিয়োটো প্রটোকল
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫

১৯৩. বিগ বি প্রকল্পটির জন্য কত সালে জাপানের সাথে চুক্তি করা হয়?
√ক)২০১৪ সালে
খ)২০১২ সালে
গ)২০১৭ সালে
ঘ)২০১৬ সালে

১৯৪. ৬ জি চালুকারী দেশ-
ক)জাপান
খ)সুইডেন
গ)চীন
√ঘ)দক্ষিণ কোরিয়া

১৯৫. মঙ্গলে প্রেরিত নাসার সর্বশেষ নভোযান-
ক)পার্কার
খ)চেঞ্জ ৪
গ)ইনভার্টার
√ঘ)ইনসাইট

১৯৬. ৩৩তম অলিম্পিক আয়োজক-
ক)মেক্সিকো
খ)লস এঞ্জেলস
গ)টোকিও
√ঘ)প্যারিস

১৯৭. নিচের কোনটি উন্নয়নশীল-৮ এর সদস্য?
ক)চীন
খ)শ্রীলংকা
√গ)নাইজেরিয়া
ঘ)রাশিয়া

১৯৮. "Persona non grata" শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক)অর্থনীতি
খ)রাজনীতি
গ)বানিজ্য
√ঘ)কুটনীতি

১৯৯. ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ কোন সালে এবং কোন দেশের বিরুদ্ধে পরিচালনা করা হয়?
ক)১৯৯০ সালে আফগানিস্তানের বিপক্ষে
√খ)১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে
গ)২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে
ঘ)২০১৪ সালে লিবিয়ার বিরুদ্ধে

২০০.নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য?
ক)ইংল্যান্ড
খ)বৃটেন
গ)গ্রেট ব্রিটেন
√ঘ)যুক্তরাজ্য

২০১. বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা মোট কতটি?
ক)৫ টি
খ)৬ টি
√গ)৭ টি
ঘ)৮টি

২০২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক)হেনরি আসকুইথ
খ)ডেভিড লয়েড জর্জ
গ)উইনস্টন চার্চিল
√ঘ)চেম্বারলিন

২০৩. "ডমিনো তত্ত্বটি" কোন অঞ্চলের সাথে জড়িত?
ক)মধ্যপ্রাচ্য
খ)দূর-প্রাচ্য
গ)দক্ষিন এশিয়া
√ঘ)দক্ষিন-পূর্ব এশিয়া

২০৪.বলশেভিক বিপ্লব হয় কত সালে?
√ক)১৯১৭ সালে
খ)১৯৭৯ সালে
গ)১৯৯০ সালে
ঘ)২০১০ সালে

২০৫. ‘টেস্ট স্ট্যাটাস’ প্রাপ্ত সর্বশেষ দেশের নাম কী?
ক)কেনিয়া
খ)আফগানিস্তান
√গ)আয়ারল্যান্ড
ঘ)হংকং

২০৬. কোন দেশের মৌলিক অধিকারকে"Bill of rights" বলা হয়?
ক)ভারত
খ)ফিনল্যান্ড
√গ)যুক্তরাষ্ট্র
ঘ)ভ্যাটিকান সিটি

২০৭. আইফেল টাওয়ারের স্থপতি কে?
ক)গুস্তাব আইফেল
খ)বরিস পেস্তারনেক
গ)বার্থোলডি
√ঘ)স্টিফেন সোভেস্ট্রে

২০৮. হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
√ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. মান্নার উপসাগর

২০৯. সম্প্রতি কোন দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থা ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক. চীন
খ. সৌদি আরব
গ. যুক্তরাজ্য
√ঘ. যুক্তরাষ্ট্র

২১০. ইদলিব ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়-
√ক. সোচি, রাশিয়া
খ. সুইয়ান, তুরস্ক
গ. বন্দর আব্বাস, ইরান
ঘ. হোমস, সিরিয়া

২১১. আরব বসন্তের জন্য আত্মহুতি দেয়া বুয়াজ্জিজির বয়স কত ছিল?
ক. ২৩ বছর
√খ. ২৬ বছর
গ. ৩০ বছর
ঘ. ২৭ বছর

২১২. ইশ্বরের ভূমি-
ক. জেরুজালেম
খ. মক্কা
গ. ইয়েমেন
√ঘ. ইসরাইল

২১৩. জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. বৃটেন
√ঘ. ফ্রান্স

২১৪. ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. তাইওয়ান
ঘ. ভিয়েতনাম

২১৫. রবিন স্কয়ার-
ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
√গ. তেল আবিবে
ঘ. সানায়

২১৬. জাতিসংঘ মহাসচিব এর আগে কোন সংস্থার প্রধান ছিলেন?
√ক. UNHCR
খ. UNHRC
গ. WIPO
ঘ. WTO

২১৭. আফ্রিকা পরিকল্পনা-
ক. অ্যাজেন্ডা- ২০৩০
খ. অ্যাজেন্ডা- ২০৩৩
√গ. অ্যাজেন্ডা- ২০৬৩
ঘ. অ্যাজেন্ডা- ২০৪১

২১৮. ICAN
ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
√ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট

২১৯. রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্রে রাশিয়ার পাশাপাশি কোন দেশকে যুক্ত করা হয়েছে?
ক. চীনকে
খ. যুক্তরাষ্ট্রকে
গ. ইরানকে
√ঘ. ভারতকে

২২০. কোন সংস্থা বলেছে দেশে শিক্ষার হার ৭২.৮%?
ক. UNFPA
√খ. UNDP
গ. World Bank
ঘ. UNCDP

২২১. চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের?
ক. হুন
খ. মরো
গ. জিনজিং
√ঘ. তুর্কি

২২২. 'AQAP' আল কায়েদার কোন অঞ্চলের শাখা?
ক. সিরিয়া
√খ. ইয়েমেন
গ. আরব লিগ
ঘ. পাকিস্তান

২২৩. ২০১৯ সালে স্বাধীন দেশ হিসেবে যাত্রা করবে কোন মুসলিম ভূখন্ডটি?
ক. বেলুচিস্তান
খ. চেচনিয়া
গ. মিন্দানাও
√ঘ. বাংসামোরো

২২৪. বাণিজ্য যুদ্ধের প্রভাবে কোন দেশটি সাময়িক সময়ের জন্য মার্কিন সকল পণ্য বর্জন করে?
ক. কানাডা
খ. চীন
√গ. তুরস্ক
ঘ. ইরান

২২৫. দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ হয় কত সালে?
ক. ২০১৩
√খ. ২০১৪
গ. ২০১৫
ঘ. ২০১৬

২২৬. নর্ড স্ট্রিম-২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে অবস্থিত?
ক. ইরান ও রাশিয়া
খ. রাশিয়া ও চীন
√গ. রাশিয়া ও জার্মানি
ঘ. চীন ও উত্তর কোরিয়া

২২৭. চীন ও পাকিস্তানের মধ্যে করিডোর-
ক. CPSR
খ. BRI
√গ. CPEC
ঘ. Silk Road

২২৮. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে কত সালে অভিবাসী প্রস্তাবটি উত্থাপন করেন?
√ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫

২২৯. YJ 18 সাবমেরিন কোন দেশের?
√ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র

২৩০. ২০১৮ সালের সামরিক সক্ষমতায় দ্বিতীয় শীর্ষ দেশ-
√ক. রাশিয়া
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র

২৩১. 'নর্দান লিমিট লাইন' দুই কোরিয়ার মাঝে কোন অংশে বিভক্তকারী?
ক. পানমুনজামে
√খ. পীত সাগরে
গ. পিওংচ্যাংয়ে
ঘ. ৩৩ তম অক্ষরেখা অংশে

২৩২. কোন সংস্থার তত্ত্বাবধানে ২০১২ সালে ৬টি দেশের মধ্যে Climate & Clean Air Coalition চুক্তি হয়?
ক. UNFCCC
খ. IPCC
গ. WMO
√ঘ. UNEP

২৩৩. জার্মানি কত সালের মধ্যে সকল পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে?
ক. ২০২০
খ. ২০৩০
গ. ২০২৫
√ঘ. ২০২২

২৩৪. ২০১৮ সালে ইন্দোনেশিয়া কত বার সুনামীর শিকার হয়?
ক. ৩ বার
√খ. ২ বার
গ. ৪ বার
ঘ. ১ বার

২৩৫. তাকসিম স্কয়ার-
√ক. ইস্তাম্বুলে
খ.জেরুজালেমে
গ. তেল আবিবে
ঘ. সানায়

২৩৬. ২০১৮ সালে One Planet Summit অনুষ্ঠিত হয় কোন দেশে?
√ক. ফ্রান্সে
খ. নেদারল্যান্ডসে
গ. পোল্যান্ডে
ঘ. পর্তুগালে

২৩৭. ' বৃটেন চাইলে আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসতে পারবে' এমন রায় প্রদান করে কোন সংস্থা/ আদালত?
ক. ইউরোপীয় কমিশন
√খ. ইউরোপীয় কোর্ট অব জাস্টিস
গ. ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস
ঘ. পারমানেন্ট কোর্ট অব জাস্টিস

২৩৮. IPCC
√ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট

২৩৯. বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সহায়তায় কতটি প্রকল্প বাস্তবায়ন করছে?
ক. ৩৪
খ. ৪৪
√গ. ৪৫
ঘ. ৪৬

২৪০. জি-২০ সদস্য নয়-
ক. মেক্সিকো
খ. নেদারল্যান্ডস
গ. অস্ট্রেলিয়া
√ঘ. সৌদি আরব

২৪১. মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
√ঘ. ৬ বছর

২৪২. ইয়োলো জ্যাকেট ফ্রান্সের কোন জনগোষ্ঠী ব্যবহার করে?
ক. বিপ্লবীরা
√খ. গাড়ি চালকরা
গ. শ্রমিকরা
ঘ. ছাত্ররা

২৪৩. জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক. ২০১৬
√খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৫

২৪৪. চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
√ক. Chang'e 4
খ. Change 2
গ. Changu 4
ঘ. Changu'e 3

২৪৫ জাতিসংঘের কাছে সবচেয়ে বেশি ঋণী কোন দেশ?
ক. লিবিয়া
খ. উত্তর কোরিয়া
গ. ভেনিজুয়েলা
√ঘ. যুক্তরাষ্ট্র

২৪৬. 'জি-২০’ সদস্য নয়-
√ক. কাতার
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. ইন্দোনেশিয়া

২৪৭. সৌদি আরব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
√ক.আব্দুল আজিজ বিন সৌদ
খ.বাদশাহ বিন ফয়সাল
গ.বাদশাহ সোলায়মান
ঘ.উমর আবুল আজিজ

২৪৮. কারা সর্বপ্রথম ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনারীতি চালু করেন?
ক. ক্যালোডীয়রা
খ. সুমেরীয়রা
√গ. মিশরীয়রা
ঘ. রোমানীয়রা

২৪৯. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত কনভেনসন কোনটি?
ক. প্রথম জেনেভা কনভেনসন
√খ. তৃতীয় জেনেভা কনভেনসন
গ. দ্বিতীয় জেনেভা কনভেনসন
ঘ. চতুর্থ জেনেভা কনভেনসন

২৫০.কোন প্রনালি দ্বারা চীন ও তাইওয়ান পৃথক হয়েছে?
ক.ডোভার প্রনালি
খ.কুক প্রনালি
গ.বসফরাস প্রনালি
√ঘ.তাইপে প্রনালি

২৫১. জাতিসংঘ গঠনের চুড়ান্ত পদক্ষেপ ছিলো কোনটি?
ক.ওয়াশিংটন সম্মেলন
খ.ইয়াল্টা সম্মেলন
√গ.সানফ্রান্সিসকো সম্মেলন
ঘ.মস্কো সম্মেলন

২৫২. পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
ক. ১৯৪৬ সালে
√খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে

২৫৩. "বোস্টন চা পার্টি" কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. ফরাসি বিপ্লব
খ. অক্টোবর বিপ্লব
√গ. আমেরিকার স্বাধীনতা
ঘ. শিল্প বিপ্লব

২৫৪. Latin Union এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
√ক.প্যারিস
খ.রোম
গ.ভিয়েনা
ঘ.নিউইয়র্ক

২৫৫. মেক্সিকো-আমেরিকার সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ?
ক. ৪৫৫৫কিলোমিটার
খ.৩১২৭কিলোমিটার
গ. ৪৮০১কিলোমিটার
√ঘ. ৩২০১কিলোমিটার

২৫৬. কুখ্যাত কারাগার 'ইনসেন' কোথায় অবস্থিত?
√ক.মায়ানমার
খ.ইরাক
গ.সিরিয়া
ঘ.লিবিয়া

২৫৭. ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন কে?
√ক.আখলাকুর রহমান চৌধুরী
খ.এখলাছ উদ্দীন
গ.আশফাকুর রহমান
ঘ.জীবন কুমার বাগচি

২৫৮.আর্টিকেল ফিফটি নিচের কোন সংস্থার সাথে সম্পৃৃৃক্ত?
ক.NATO
খ.African Union
√গ.European Union
ঘ.APEC

২৫৯. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
√ক. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
খ.সিয়ামেন, চীন
গ.আলেকজান্দ্রা, সিংগাপুর
ঘ.তপগুচিগালপা, হন্ডুরাস

২৬০. পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে?
ক.ইমরান খান
খ.আসমা নেওয়াজ
গ.মরিয়ম নেওয়াজ
√ঘ.আরিফ আলভি

২৬১. নিচের কোন আর্থিক প্রতিষ্ঠানটি চীনা বিশ্বব্যাংক নামে পরিচিত?
√ক.AIIB
খ.NDB
গ.CCB
ঘ.AIBC

২৬২. 'কালিনিনগ্রাদ' কোন দুই দেশের মধ্যে বিতর্কিত ছিটমহল ?
ক.রাশিয়া-মঙ্গোলিয়া
খ.চীন-ভারত
গ.যুক্তরাষ্ট্র-মেক্সিকো
√ঘ.বেলারুশ-রাশিয়া

২৬৩. Who is the Current Managing Director of IMF?
ক.Chiristopher Joe
খ.Chiristiano Jacob
√গ.Christine Lagarde
ঘ.David Lagarde

২৬৪. ইনন পরিকল্পনা কোন দেশ কর্তৃক প্রনীত হয়?
ক.চীন
√খ.ইসরাইল
গ.আমেরিকা
ঘ.ভ্যাটিকান সিটি

২৬৫. Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক. বাংলাদেশ
খ. মেক্সিকো
গ. কানাডা
√ঘ. যুক্তরাজ্য

২৬৬. ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক. মাও সে তুং
খ. ভ্লিাদিমির লেনিন
গ. নেলসন ম্যান্ডেলা
√ঘ. কার্ল মার্ক্স

২৬৭. টিপিপির বর্তমান নাম কী??
ক. CTPP
√খ. CPTPP
গ. TPP- 1
ঘ. TPPCP

২৬৮. বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
√ক. ১ থেকে ১.৫ ডিগ্রি
খ. ১.৫ থেকে ২ ডিগ্রি
গ. ২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ. ২.৫ থেকে ৩ ডিগ্রি

২৬৯. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক. ম্যাসট্রিখট চুক্তি
√খ. লিসবন চুক্তি
গ. আমস্টারডাম চুক্তি
ঘ. রোম চুক্তি

২৭০. ১০ম "BRICS" সম্মেলন ২০১৮ সালে কোথায় অনুষ্ঠিত হয়?
ক)সাংহাই
খ)রিওডিজেনেরিও
√গ)জোহানসবার্গ
ঘ)নয়াদিল্লি

২৭১. ২৫তম "Commonwealth" সম্মেলন হয় কোথায়?
√ক. লণ্ডনে
খ. নিউইয়র্কে
গ. রেমে
ঘ. ভ্যালেটায়

২৭২. ২০১৮ সালে ১৩ তম "G-20" সম্মেলন হয় কোন দেশে?
√ক.আর্জেন্টিনা
খ.ব্রাজিলে
গ. চীনে
ঘ.ভারতে

২৭৩. ASEAN এ যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি?
ক. সিংগাপুর
খ. মালয়েশিয়া
গ. পূর্ব তিমুর
√ঘ. কম্বোডিয়া

২৭৪. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক. মালদ্বীপ
খ. নেপাল
√গ. ভুটান**
ঘ. শ্রীলংকা

২৭৫.ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি?
ক. নিকোলাই সারকোজি
√খ. ইমানুয়েল ম্যাক্রো
গ. ফ্রাঁসোয়া ওলাদ
ঘ. জ্যাক সিরাক

২৭৬. শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যক্তি কে?
ক.বার্থাভন সুটনার
√খ.হেনরি ডুনান্ড
গ.ইসাকো সাতো
ঘ.মাদাম কুরী

২৭৭. আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়?
√ক.হেগ
খ.জেনেভা
গ.লুজন
ঘ.লিও

২৭৮. স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
ক. সুইডেন ও যুক্তরাজ্য
খ. নরওয়ে ও যুক্তরাজ্য
√গ. নরওয়ে ও সুইডেন
ঘ. নরওয়ে ও জার্মানি

২৭৯. "নাগার্নো কারবাখ" কি?
√ক. ছিটমহল
খ. সমরকেন্দ্র
গ. বিদ্রোহী দল
ঘ. গোয়েন্দা সংস্থা

২৮০. ভূমধ্যসাগরের কোন দ্বীপে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন?
ক. সিসিলি
√খ. কর্সিকা
গ. মাল্টা
ঘ. সার্দিনিয়া

২৮১. কোন শতকে ইউরোপে রেনেসাঁ শুরু হয়?
ক. সপ্তদশ
খ. ষোড়শ
গ. পঞ্চদশ
√ঘ. চতুর্দশ

২৮২. দক্ষিন আফ্রিকার আইনসভা সংক্রান্ত রাজধানীর নাম কি?
ক. প্রিটোরিয়া
√খ. কেপটাউন
গ. জোহান্সবার্গ
ঘ. ব্লোয়েম ফোনটেইন

২৮৩. World Food Prize 2017 কে লাভ করেন?
√ক. Dr. Akinwumi Adesina
খ. Dr. Eattson bisgo
গ. Dr.Stuart Fog
ঘ.Asle King

২৮৪.২০১৮ সালে ৪৪ তম "G-7" সম্মেলন হয় কোন দেশে
√ক. কুইবেক, কানাডা
খ.টরেন্ট, কানাডা
গ.মন্ট্রিল, কানাডা
ঘ. বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা

২৮৫. পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার করা হয়?
ক. শত্রুর বিমান ধ্বংস করার জন্য
খ. দূরে সেনা ছাউনিতে আঘাত হানার জন্য
গ. শত্রুর ট্যাংক ধ্বংস করার জন্য
√ঘ. আক্রমণকারীর ক্ষেপনাস্ত্র ধ্বংস করার জন্য

২৮৬. "সাইনিং পাথ"দেশের গেরিলা সংগঠন ?
ক. ফিলিস্তিন
খ. ফিলিপাইন
গ. অ্যাঙ্গোলা
√ঘ. পেরু

২৮৭. সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৪৬
√খ. ১৯৪৮
গ. ১৯৬৬
ঘ. ১৯৭৬

২৮৮. বহুল আলোচিত ‘গুয়াম’ দ্বীপটি কোন মহাসাগরের একটি দ্বীপ ?
√ক.প্রশান্ত মহাসাগর
খ.ভারত মহাসাগরে
গ.আটলান্টিক মহাসাগরে
ঘ.উত্তর মহাসাগরে

২৮৯. ২০১৯ সালে ১৮ তম " NAM "সম্মেলন হবে
√ক.বাকু, আজারবাইজান
খ.জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকা
গ.ঢাকা,বাংলাদেশ
ঘ.কিগালী,রুয়ান্ডা

২৯০. সম্প্রতি রাশিয়া পঞ্চম প্রজন্মের যে অদৃশ্য সুপারসনিক জেট তৈরির ঘোষণা দিয়েছে তার নাম কি?
ক.এমইউ-৫৯
খ.কিউসি-৯৮
গ.এমডি-৩৩
√ঘ.এসইউ-৫৭

২৯১. বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। প্রশ্ন হল কত সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে
√ক) ১৯৭৩
খ) ১৯৭৬
গ) ১৯৭০
ঘ) ১৯৭২

২৯৩.ওজনস্তর ধ্বংস করে CFC গ্যাস। এ গ্যাস কে আবিষ্কার করেন?
√ক) প্রফেসর টি. মিজলে
খ) প্রফেসর লুইস
গ) লুই পাস্তুর
ঘ) নিউটন

২৯৪. জলবায়ু পরিবর্তন নিয়ে সই হওয়া প্যারিস চুক্তি
তদারকি করে নিম্নের কোনটি?
ক.IPCC
খ.WMO
গ.UNEP
√ঘ. UNFCCC

২৯৫.২০১৮ সালে ৩২ তম "ASEAN" সম্মেলন হয় কোন দেশে?
ক.মালয়েশিয়া
খ.থাইল্যান্ড
√গ.সিঙ্গাপুর
ঘ.ভিয়েতনাম

২৯৬. সিন্ধু সভ্যতার আবিস্কারক নিম্নের কোন ব্যক্তি?
ক.শ্রী রমেশ দাস
√খ.শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায়
গ.জন ক্লার্ক উলফ
ঘ.সান্তনু মজুমদার

২৯৭. জাতিসংঘ সাধারন পরিষদের সভাস্থলের নাম কী?
ক.The West Minister Abe
খ.The Memphis
গ.The Western House
√ঘ.The Flashing Meados

২৯৮. ডানজিগ সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?
ক.ডেনমার্ক
খ.জর্ডান
√গ.পোল্যান্ড
ঘ.মায়ানমার

২৯৯. বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক.ইরান
√খ.আফগানিস্তান
গ.পাকিস্তান
ঘ.মায়ানমার

৩০০. কার্বন-ডাই অক্সাইডের নির্গমন হ্রাসের উদ্দেশ্যে গ্রিন সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে কোন দেশে?
ক. নিউজিল্যান্ড
√খ. ডেনমার্ক
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র

৩০১. পারমানবিক অস্ত্র সীমিতকরণ(সল্ট-১)চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন দেশ?
ক. ব্রিটেন ও যুক্তরাষ্ট্র
√খ. যুক্তরাষ্ট্র ও রাশিয়া
গ. রাশিয়া ও চীন
ঘ. রাশিয়া ও জাপান

৩০২. বর্তমানে LDC ভুক্ত দেশ কয়টি?
ক. ৪৮টি
√খ. ৪৭টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি

৩০৩. "Fifth Columnist"শব্দটি কোন দেশের গৃহযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিল?
ক. ফ্রান্স
√খ. স্পেন
গ. গ্রীস
ঘ. রাশিয়া

৩০৪. জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রথম অনুমোদন করে কোন দেশ?
ক. বাংলাদেশ
√খ. ভ্যাটিকান সিটি
গ. ব্রাজিল
ঘ. নেপাল

৩০৫. Asia Pacific Economic Cooperation ভুক্ত দেশ কতটি?
√ক. ২১টি
খ.৩৩ টি
গ.৪৯টি
ঘ.৫৩ টি

৩০৬. কোন জলপথ নিয়ে ইরাক-ইরানের মধ্যে যুদ্ধ হয়?
√ক.শাত-ইল-আরব
খ.হরমুজ প্রনালি
গ.পারস্য উপসাগর
ঘ.ওমান উপসাগর

৩০৭. এশিয়ার কোনদুটি দেশের মধ্যে Balance of power এর প্রতিযোগিতা দেখা যায়?
ক. ভারত-বাংলাদেশ
√খ. ভারত-পাকিস্তান
গ. চীন-ভারত
ঘ. চীন-রাশিয়া
ঘ. উত্তর কোরিয়া-দক্ষিন কোরিয়া

৩০৮. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. ব্রাসেলস
√খ. জেনেভা
গ. নাইরোরি
ঘ. আমর্স্টারডাম

৩০৯. Agenda 21 - সাথে কোনটির মিল রয়েছে?
√ক) Kyoto Protocol
খ) Montreal Protocol
গ) Vienna Convention
ঘ) C

৩১০. আন্তর্জাতিক ওজোন স্তর ক্ষয় দিবস কবে পালিত হয়?
√ক. ১৬ সেপ্টেম্বর
খ. ১৭জুন
গ. ৪ অক্টোবর
ঘ. ২৭ সেপ্টেম্বর

৩১১. ওয়াল্ড ওয়াচ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
√গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৮ সালে

৩১২. ভারতের কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ?
√ক. লাদাখ
খ. জম্মু
গ. শ্রীনগর
ঘ. আকসাই চীন

৩১৩. "ইসলামিক স্টেট"ইরানে প্রথমবারের মতো হামলা চালায়?
ক.৭ মে, ২০১৭ সালে
√খ.৭ জুন, ২০১৭ সালে
গ.১৫ জুলাই, ২০১৭ সালে
ঘ.২৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে

৩১৪. সম্প্রতি দেশের বাইরে যুক্তরাষ্ট্র বৃহত্তম সামরিক ঘাঁটি কোথায় স্থাপন করেছে কোথায়?
ক.জাপান
খ.সৌদি আরব
গ.তাইওয়ান
√ঘ.দক্ষিণ কোরিয়ায়

৩১৫. ২০১৮ সালে আরবলীগ সম্মেলন হয় কোন দেশে?
√ ক.সৌদি আরব
খ.মিশর
গ.বাহরাইন
ঘ.ইরাক

৩১৬. Prusoner's Notebook এর লেখক কে?
ক.মিশেল জর্জ
খ.অং সান সুচি
গ.মুসোলিনী
√ঘ.অ্যান্তোনিও গ্রামসি

৩১৭. কত সালে জার্মানী বিভক্ত হয়?
ক.১০৪৫ সালে
খ.১৯৪৭ সালে
গ.১৯৪৮ সালে
√ঘ.১৯৪৯ সালে

৩১৮. পিস হাউজ কোথায় অবস্থিত?
√ক.পানমুনজামে
খ.নাগাসাকিতে
গ.হিরোশিমাতে
ঘ.ওকিনাওয়াতে

৩১৯.উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার উপর অবরোধ দপয় কত সালে?
ক.২০০০ সালে
খ.২০০৩ সালে
√গ.২০০৬ সালে
ঘ.২০০৯ সালে

৩২০. পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় কোন দেশকে?
ক.কিউবাকে
খ.সিল্যান্ডকে
গ.ইসরায়েলকে
√ঘ.উত্তর কোরিয়াকে

৩২১. কেসিএনএ কোন দেশের সংবাদ সংস্থা?
ক.কিউবার
খ.সিল্যান্ডের
গ.ইসরায়েলের
√ঘ.উত্তর কোরিয়ার

৩২২. কিলঝি কিসের জন্য বিখ্যাত?
ক.ছিটমহলের জন্য
খ.শেয়ার বাজারের জন্য
√গ.পরমাণু অস্ত্রের পরীক্ষার জন্য
ঘ.নাটকের জন্য

৩২৩.কিউবা-মার্কিন কুটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হয় -
ক.২০১০ সালে
খ.২০১২ সালে
√গ.২০১৫ সালে
ঘ.২০১৮ সালে

৩২৪. কিউবান মিসাইল সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. আব্রাহাম লিংকন
খ. জিমি কার্টার
গ. জর্জ এইচ বুশ
√ঘ. জন এফ কেনেডি

৩২৫. নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
ক.Wings of fire
খ.Freedom from fear
গ.A Long Walk to Freedom
√ঘ.Long Walk to Freedom

৩২৬. জইশ-ই-মুহাম্মদ কোন দেশের জঙ্গি সংগঠন?
ক.ভারত
√খ.পাকিস্তান
গ.শ্রীলঙ্কা
ঘ.বাংলাদেশ

৩২৭.বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে স্বীকৃতি দেয়?
ক.ফিলিস্তিনকে
√খ.কসোভোকে
গ.দক্ষিণ সুদানকে
ঘ.পূর্ব তিমুরকে

৩২৮. আফরিন শহরটি কোন দেশে অবস্থিত?
ক.ইরাক
খ.ইরান
√গ.সিরিয়া
ঘ.আফগানিস্তান

৩২৯. আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন অনুযায়ী একটি দেশের রাজনৈতিক সীমা-
ক. ২৪ নটিক্যাল মাইল
খ. ১৬ নটিক্যাল মাইল
√গ. ১২ নটিক্যাল মাইল
ঘ. ১৪ নটিক্যাল মাইল

৩৩০.গোলান মালভূমি নিয়ে ইসরাইল কোন দেশের সাথে বিরোধে জড়িয়ে আছে?
ক. লেবানন
√খ. সিরিয়া
গ. ফিলিস্তিন
ঘ. মিশর

৩৩১. জাতিসংঘ মহাসচিব কফি আনান মারা যান কবে?
ক.১০ মে ২০১৬ সালে
খ.১ আগস্ট ২০১৭ সালে
গ.১৫ জুলাই ২০১৮ সালে
√ঘ.১৮ আগস্ট ২০১৮ সালে

৩৩২.UNHCR এর সদর দপ্তর কোথায়?
ক.নিউইয়র্ক
খ.লন্ডন
√গ.জেনেভা
ঘ.মাদ্রিদ

৩৩৩.UNHCR Convention on Refugee কত সালে প্রনীত হয়?
ক.১৯৪৫ সালে
খ.১৯৪৭ সালে
√গ.১৯৫১ সালে
ঘ.১৯৫৭ সালে

৩৩৪.UNHCR এর বর্তমান হাইকমিশনার কে?
√ক.Flippo Grandi
খ.Michael Flip
গ.David Chan
ঘ.David Coleman

৩৩৫..কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে-
ক. ৩১ ডিসেম্বর ২০২১
খ. ১ জানুয়ারি, ২০২০
√গ. ৩১ ডিসেম্বর, ২০২০
ঘ. ১ জানুয়ারি, ২০২১

৩৩৬. গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ-
ক. জার্মানি
খ. রাশিযা
গ. যুক্তরাষ্ট্র
√ঘ. চীন

৩৩৭. বিমসটেক প্রতিষ্ঠিত হয়-
ক. ২০০২ সালে
খ. ২০০৪ সালপ
গ. ১৯৯৮ সালে
√ঘ. ১৯৯৭ সালে

৩৩৮. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা(ICAO) এর সদর দপ্তর কোথায়?
ক. বার্ণ
খ. জেনেভা
√গ. মন্ট্রিল
ঘ.নিউইয়র্ক

৩৩৯. নিম্নের কোনটি ব্রিটন উডস ইনস্টিটিউশন?
√ক. IBRD
খ. BRICS
গ. ADB
ঘ. EU

৩৪০. ত্রি ভূবন কোন দেশের বিমান বন্দর?
ক. ভারতে
√খ. নেপালে
গ. থাইল্যান্ডে
ঘ. চীনে

৩৪১. ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
√ক. ৪৫তম
খ. ৪৪তম
গ. ৪৬তম
ঘ. ৪৭তম

৩৪২. মুসলিম কংগ্রেসম্যান রাশিদা তিলাইব কোন দেশের বংশোদ্ভূত?
ক. তুরস্ক
খ. লেবানন
√গ.ফিলিস্তিন
ঘ. কাশ্মীর

৩৪৩.UNHCR শান্তিতে নোবেল পান যথাক্রমে?
√ক.১৯৫৪ & ১৯৮১ সালে
খ.১৯৫৫ & ১৯৮৫ সালে
গ.১৯৫৪ & ১৯৮৮ সালে
ঘ.১৯১৭ & ১৯৬৩ সালে

৩৪৪.আন্তর্জাতিক অভিবাসী সংস্থা(IOM) এর সদর দপ্তর কোথায়?
ক.লন্ডন
√খ.জেনেভা
গ.রোম
ঘ.বার্ন

৩৪৫.আইওএম এর বর্তমান মহাপরিচালক কে?
ক.David Chan
খ.Flippo Grandi
গ.Michael Flip
√ঘ.Antonio Vitorino

৩৪৬.আইওএম এর অফিসিয়াল/দাপ্তরিক ভাষা কয়টি?
ক.২ টি(ইংরেজি ও স্প্যানিশ)
√খ.৩ টি(ইংরেজি,ফ্রেঞ্চ ও স্প্যানিশ)
গ.৪ টি(ইংরেজি,ফ্রেঞ্চ,স্প্যানিশ ও আরবী)
ঘ.৫ টি(ইংরেজি,ফ্রেঞ্চ,স্প্যানিশ, আরবী ও রাশিয়ান)

৩৪৭. মাথাপিছু কার্বন নি:সরণে শীর্ষে কোন দেশ?
√ক. কুয়েত
খ. কাতার
গ.আমেরিকা
ঘ. চীন

৩৪৮.গ্রীন হাউজ শব্দের প্রথম ব্যবহার করে কোন ব্যক্তি?
ক. আর্নেস্ট হেকেল
খ. ডেভিড হ্যারো
√গ.সোভর্নটে আরহেনিয়াস
ঘ. আইনস্টাইন

৩৪৯. মাথাপিছু কার্বন নি:সরণে সর্বনিম্ন দেশ কোনটি?
√ক.চাদ
খ.কোস্টারিকা
গ.হাইতি
ঘ.মালদ্বীপ

৩৫০.কোন প্রণালি আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করে?
ক. বেরিং
খ. বসবরাস
গ. সুয়েজ খাল
√ঘ. জিব্রাল্টর

৩৫১. Social Contract গ্রন্থটির রচয়িতা কে?
ক. প্লেটো
খ. ম্যাকিয়াভেলি
√ গ.জ্যা জ্যাক রুশো
ঘ. এরিস্টটল

৩৫২.ফিলিস্তিন -ইসরাইল কবে পরস্পরকে স্বীকৃতি দেয়?
√ক. ১৩সেপ্ট. ১৯৯৩
খ. ১৩সেপ্ট.১৯৪৮
গ. ১৩নভে. ১৯৮৮
ঘ. ১৩ নভে. ১৯৬৬

৩৫৩. মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৭৫ সাল
√গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৭৯ সালে

৩৫৪. Dead Heart of Africa বলা হয় কোন দেশকে?
ক. সোমালিয়া
খ. ইথিওপিয়া
গ. জিবুতি
√ ঘ.শাদ

৩৫৫. রুয়ান্ডা গনহত্যা হয় কতসালে?
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৭৮ সাল
√গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৯ সালে

৩৫৬. অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাবেক কিংবদন্তি শেন ওয়ার্নের আত্মজীবনীর নাম কী?
√ক. No Spin
খ. Golden Age
গ. The Bones of Grace
ঘ. The Bad Boy

৩৫৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হওয়া গুমায়ের রাজধানীর নাম কী?
√ক. হাগত্না
খ. সিয়াম
গ. হ্যানয়
ঘ হনসু

৩৫৮. কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ দেশ কোনটি?
ক. সোমালিয়া
খ. ইথিওপিয়া
গ. জিবুতি
√ ঘ.ভুটান

৩৫৯. প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. হ্যারি এস ট্রুম্যান
খ. ড. উড্রো উইলসন
গ. রুজভেল্ট
√ ঘ. আইজেন হাওয়ার

৩৬০. কোন চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় এবং তার নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়?
ক. প্রথম ভার্সাই চুক্তি
√খ. দ্বিতীয় ভার্সাই চুক্তি
গ. প্যারিস শান্তি চুক্তি
ঘ.পোর্টসমাউথ চুক্তি

৩৬১. জাতিসংঘের বাজেট ঘোষনা করে কোন পরিষদ?
ক.নিরাপত্তা পরিষদ
√খ.সাধারন পরিষদ
গ.অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ.অছি পরিষদ

৩৬২. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নিয়োগ পেয়ে থাকে?
ক.২ বছর
খ. ৫ বছর
√গ. ৯ বছর
ঘ. ১৫ বছর

৩৬৩. বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
√গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭সালে

৩৬৪. 'The Clash of Civilisation'তত্ত্বের প্রবর্তক কে ?
ক. মিখাইল গর্বাচেভ
√খ. হান্টিংটন
গ. রেমন্ড
ঘ . হিটলার

৩৬৫. "আল নুসরা" কোন দেশের গেরিলা সংস্থা ?
ক. ইরান
খ. ইরাক
√গ. সিরিয়া
ঘ. আফগানিস্তান

৩৬৬. নিরাপত্তা পরিষদের সভাপতি কত সময়ের জন্য নির্বাচিত হন?
ক. ১ বছর
√খ. ১ মাস
গ. ৩ বছর
ঘ. ৩ মাস

৩৬৭. কোন চুক্তির মাধ্যমে NATO প্রতিষ্ঠিত হয় ?
ক. রোম চুক্তি
খ. আটলান্টিক চুক্তি
গ. বরলেভ চুক্তি
√ঘ. উত্তর আটলান্টিক চুক্তি

৩৬৮. 'Article-50' কোন চুক্তির সাথে সম্পর্কিত?
ক. ম্যাচট্রিচট
খ, শেনজেন
গ. রোম
√ঘ. লিসবন

৩৬৯. কোন বিপ্লবের কারণে সামন্তবাদের অবসান হয় ?
ক. রুশ
খ. নীল
√গ. ফরাসি
ঘ. আরব

৩৭০. 'Iron Curtain' অর্থ কী ?
√ক. লৌহ যবানিকা
খ. খোলামেলা আলোচনা
গ. উন্নয়নমূলক আলোচনা
ঘ. কোনটিই নয়

৩৭১. সিডনি লজ অবস্থিত কোন দেশে?
ক.অস্ট্রেলিয়া
খ.ইংল্যান্ড
গ.আমেরিকা
√ঘ.স্কটল্যান্ড

৩৭২. প্যারোসেল দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে?
√ক.চীন ও তাইওয়ান
খ.চীন ও জাপান
গ.ইয়েমেন ও জিবুতি
ঘ.স্পেন ও মরক্কো

৩৭৪. বায়ু দূষণ রোধে " স্মোগ ইন্সুরেন্স " চালু করে কোন দেশ?
ক.মালয়েশিয়া
খ.সুইজারল্যান্ড
গ.ইংল্যান্ড
√ঘ.চীন

৩৭৫. বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়?
ক) রোম
খ) ভিয়েনা
√গ) জেনেভা
ঘ) লন্ডন

৩৭৬. বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার লক্ষ্যে Paris জলবায়ু চুক্তি ২০১৬ সম্পন্ন হয়?
√ক) ২ ডিগ্রি
খ) ৩ ডিগ্রি
গ) ৪ ডিগ্রি
ঘ) ৫ ডিগ্রি

৩৭৭. প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি ফাঁস হয়?
ক. ৫ জুন, ২০১৭ সালে
খ. ১৮ জুলাই, ২০১৭ সালে
গ. ২৯ সেপ্টেম্বর, ২০১৭ সালে
√ঘ. ৫ নভেম্বর, ২০১৭ সালে

৩৭৮. রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নের জন্য রাখাইন উপদেষ্টা কমিশন গঠন করা হয় কখন?
√ক. ২০১৬ সালের ২৪ আগস্ট
খ. ২০১৭ সালের ২৫ আগস্ট
গ.২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর
ষ.২০১৭ সালের ১২ নভেম্বর

৩৭৯. জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে প্রথম স্বাক্ষর করে কোন দেশ ?
ক.চীন
খ.আমেরিকা
√গ.ব্রাজিল
ঘ.বাংলাদেশ

৩৮০. ইতিহাস খ্যাত"পঞ্চশীলা নীতি"স্বাক্ষরিত হয় কবে?
ক. ১৯৫০ সালে
√খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৩ সালে
ঘ. ১৯৫৫ সালে

৩৮১. ফ্যাসিজমের প্রবর্তক কে ?
ক. হিটলার
√খ. মুসোলিনি
গ. গর্বাচেভ
ঘ. মাও সেতুং

৩৮২. চীনে ইউরোপীয়দের সর্বশেষ উপনিবেশ ছিল নিম্নের কোনটি?
ক. জিনজিয়াং
√খ. ম্যাকাও
গ. হংকং
ঘ. ওয়াংজু

৩৮৩. ইন্টারপোল এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১৯০টি
খ. ১৯১টি
√গ. ১৯৪টি
ঘ. ১৯৩টি

৩৮৪. বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৭
খ. ৪৮
গ. ১৪৮
√ঘ. ১৫০

৩৮৫. বার্লিন সংকটের সৃষ্টি হয় কোন সালে?
ক. ১৯৬১
খ. ১৯৬২
গ. ১৯৬০
√ঘ. ১৯৫৮

৩৮৬. ২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে 'কোটা প্রথা' উঠে যায় যে চুক্তি অনুযায়ী?
√ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS

৩৮৭. এ পর্যন্ত কতটি COP সম্মেলন সম্পন্ন হয়েছে?
ক. ২২ টি
খ. ২৩ টি
√গ. ২৪ টি
ঘ. ২৫ টি

৩৮৯. ওয়ারশ জোট বিলুপ্ত হয় কবে ?
ক. ১৯৯০ সালে
√খ. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে
ঘ. ১৯৯৩ সালে

৩৮৯. বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। প্রশ্ন হল কত সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে
√ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭২ সালে

৩৯০. ওজোনস্তর ধ্বংস করে CFC গ্যাস। এ গ্যাস কে আবিষ্কার করেন?
√ক. প্রফেসর টি. মিজলে
খ. প্রফেসর লুইস
গ. লুই পাস্তুর
ঘ. নিউটন

৩৯১. GSP মূলত প্রথম চালু করে কোন সংস্থ বা দেশ?
√ক. UNCTAD
খ. UNEP
গ. America
ঘ. Europe

৩৯২. ইনকা সভ্যতার স্থপতি?
ক.মানকো ইজিল
√খ. মানকো কাপেন
গ.ফিইরি ওরো
ঘ.আইহো ইনকা

৩৯৩. মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয়?
ক.২০১২ সালে
খ.২০১৪ সালে
গ.২০১৬ সালে
√ঘ.২০১৭ সালে

৩৯৪. NORTH ATLANTIC TREATY এর Article 5(Collective Defense) প্রথম কখন প্রয়োগ হয়?
√ক. ৯/১১ এর ঘটনায়
খ. USA কতৃক ইরাক হামলায়
গ. USA কতৃক লিবিয়া হামলায়
ঘ. ২য় বিশ্বযুদ্ধ এ

৩৯৫. ইউরো জোন কতটি দেশের সমন্বয়ে গঠিত?
ক.১৭ টি
√খ.১৯ টি
গ.২৫ টি
ঘ.২৮ টি

৩৯৬. ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের দেনা-পাওনার বিলটি কী নামে পরিচিত?
ক.Understanding Bill
খ.Mutual Understanding Bill
গ.Brexit Bill
√ঘ.Divorce Bill

৩৯৭. মারাক্কেশ চুক্তি স্বাক্ষর এর মধ্য দিয়ে WTO এর জন্ম। ১৯৯৪ সালে কতটি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছিল?
ক) ১২২ টি
খ) ১২১ টি
গ) ১২৫ টি
√ঘ) ১২৩ টি

৩৯৮. দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে 'সাউথ কমিশন' এর উদ্যোক্তা হলো -
√ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক

৩৯৯. সমাজতন্ত্রের ১ম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেয়া হয় কোন বইতে?
√ক. কমিউনিস্ট ম্যানিফেস্টো
খ. ক্রিটিক অব পলিটিকাল ইকোনমি
গ. দাস ক্যাপিটাল
ঘ. মেইন ক্যাম্প

৪০০.স্বাধীন-সার্বভৌম রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে?
ক. মিখাইল গর্বাচেভ
খ. ভ্লাদিমির ইলিচ লেনিন
গ. জোসেফ স্ট্যালিন
√ঘ. বরিস ইয়েলিৎসন

৪০১. CIS (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠনের উদ্যোক্তা কোন দেশ?
√ক. সোভিয়েত ইউনিয়ন
খ. অস্ট্রেলিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. ভারত

৪০২. Protocol আর Convention এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. Protocol Sign করলে বাধ্যবাধকতা জন্ম নেয়
খ. Convention Sign করলে বাধ্যবাধকতা জন্ম নেয়
গ. কোন পার্থক্য নেই
ঘ. শুধু অর্থগত পার্থক্য

৪০৩. আন্তজাতিক জীববৈচিত্র্য দিবস কবে?
√ক. ২২ শে মে
খ. ২৩ শে সেপ্টেম্বর
গ. ২৪ শে সেপ্টেম্বর
ঘ. ২১ শে মে

৪০৪. বাংলাদেশ পরিবেশ আদালত আইনটি কত সালের?
√ক. ২০১০ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৩ সালে

৪০৫. বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. বার্লিনে
খ. জেনেভায়
গ. জার্মানির বনে
√ঘ. রিওডিজেনেরিওতে

৪০৬. বিশ্বব্যাংকের President কে নির্বাচন করে?
ক. UN
খ. World Bank Members
√গ. USA President
ঘ. Security Council

৪০৭. ADB এর প্রধান কার্যালয় কোথায়?
ক. জেদ্দা
√খ. ম্যানিলা
গ. জেনেভা
ঘ. ভিয়েনা

৪০৮. UN এর অংগসংস্থার প্রধানকে কে নির্বাচন করেন?
ক. UN general Assembly
খ. Security council
√গ. UN মহাসচিব
ঘ.

৪০৯. প্রথম ইন্দোচীন যুুুুদ্ধের ব্যাপ্তিকাল ছিলো---
ক.১৮৪৬-১৮৫৪
√খ.১৯৪৬-১৯৫৪
গ.১৮৫৫-১৮৭৫
ঘ.১৯৫৫-১৯৭৫

৪১০. "স্কর্চড আর্থ" বলতে নিম্নের কোন নীতিকে বোঝানো হয়?
√ক. পোড়ামাটি নীতি
খ. ডমিনো নীতি
গ. গ্লাসনস্ত নীতি
ঘ. মনরো নীতি

৪১১. বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে কোন দেশের পররাষ্ট্রনীতির অন্যতম দিক হলো 'ডলার কূটনীতি'?
ক. ইসরাইল
খ. সৌদিআরব
√গ. আমেরিকা
ঘ. জার্মানি

৪১২. Who is the current secretary of state of USA?
ক. Rex Pence
খ. Mike Pence
গ. James Mattis
√ঘ. Mike Pompeo

৪১৩. বাসেল কনভেনশন কার্যকর হয়?
√ক.১৯৮৯ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০৫ সালে

৪১৪. বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়?
ক. ১০ জুন
√খ. ২০ জুন
গ. ১০ জুলাই
ঘ. ১৮ অক্টোবর

৪১৫. পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত নিম্নের কোনটি?
ক. টেক্সাস
খ. অটোয়া
√গ. কুইবেক
ঘ. হাওয়াই

৪১৬.ক্ষেপনাস্ত্র পরীক্ষার জন্য উ. কোরিয়ার যে শহর বিখ্যাত?
ক. কুমিং
খ. ঝিয়াংজি
গ. পিকডং
√ঘ. কুসং

৪১৭. "রাইসিনা হিল" কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম?
√ক. ভারত
খ. নেপাল
গ. ইন্দোনেশিয়া
ঘ. ভুটান

৪১৮.আটলান্টিক ওয়াল কোথায় অবস্থিত?
ক.যুক্তরাষ্ট্রে
খ.জার্মানীতে
গ.বেলজিয়ামে
√ঘ.ফ্রান্সে

৪১৯. জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে?
√ক.নিকোলো ম্যাকিয়াভেলিকে
খ.অটোভন বিসমার্ককে
গ.জ্যা জ্যাক রুশো কে
ঘ.চাইম ওয়াইজম্যানকে

৪২০.Pivot to Asia নীতি প্রবর্তন করেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
ক.Bill Clinton
খ.Donald Trump
গ.Jimmy Carter
√ঘ.Barack Obama

Extra Collections:
০১.প্রশ্নঃ WTO এর পূর্বনাম কি?
উঃ GATT
০২.প্রশ্নঃ যুক্তিবিদ্যার জনক কে?
উঃ এরিস্টটল।
০৩.প্রশ্নঃ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট কোথায়
প্রতিষ্ঠিত হয়?
উঃ মৌলভীবাজার।
০৪.প্রশ্নঃ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়
কত সালে?
উঃ ১৯৭৩ সালে।
০৫.প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ
কোনটি?
উঃ সেন্টমার্টিন দ্বীপ।
০৬.প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি?
উঃ ১২ টি
০৭.প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
০৮.প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
০৯.প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
১০.প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
১১.প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
১২.প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
১৩.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
১৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
১৫.প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।

১৬.প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৭.প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
১৮.প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
১৯.প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ।
২০.প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
২১.প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
২২.প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
২৩.প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার।
২৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
২৫.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
২৬. কুয়াকাটা সমুদ্রকৈতের আয়তন — ১৮ কি.মি. ।
২৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় — গারো পাহাড়।
২৮. হালদা উপত্যকা অবস্থিত — খাগড়াছড়ি জেলায়।
২৯. সাঙ্গু উপত্যকা অবস্থিত — চট্টগ্রাম জেলায়।
৩০. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় — কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে।
৩১. "সম্প্রতি যে বাংলাদেশী নারী 'কমনওয়েলথ পয়েন্টস অব লাইট' উপাধী পেয়েছেন - শারমিন সুলতানা
৩২. ২০১৯ সালের জন্য ওআইসি'র পর্যটন নগরী হিসেবে ঘোষনা করা হয়েছে -- ঢাকাকে।
৩৩. বিশ্বের যততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করে -- ১১৯ তম।
৩৪. সম্প্রতি প্রকাশিত '৩০৫৩ দিন' শীর্ষক নতুন বইটি -- বঙ্গবন্ধুর কারাজীবন।
৩৫. সম্প্রতি যে দেশের আইনসভা নিজেদের ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে -- ইসরায়েল।
৩৬. পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচনে জয়ী হয়ছে -- বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই।
৩৭. ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচিত্রের নাম -- কাপ্তান।
৩৮. বিশ্বের প্রথম ভাসমান পারমানবিক বিদ্যুত কেন্দ্র যে দেশের -- রাশিয়া।
৩৯. সম্প্রতি ফিলিপিন্স বংশোদ্ভূত যে মার্কিন শিশু মাইকেল ফেলপসের রেকর্ড ভেংগে ফেলে -- কেন্ট আপুয়াদা।
৪০. বিশ্বব্যাংক এর 'এএসডিজি রিপোর্ট ২০১৮' অনুযায়ী সড়কে সুবিধাবঞ্চিতদের তালিকায় বাংলাদেশ -- ৪র্থ।
৪১) মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, গতি ও বিজয় " চিত্র কর্মগুলো - শিল্পী শাহাবুদ্দিনের
৪২) প্রথম বাংলাদেশী হিসেবে যে কিশোরী বাংলা চ্যানেল জয় করে - মিতু আখতার( ১৯ মার্চ ২০১৮)
৪৩) বাংলা চ্যানেল জয় করতে মিতুর সময় লেগেছে - ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড
৪৪) বাংলা চ্যানেলের দৈর্ঘ্য - ১৬.১ কি.মি
৪৫) বাংলা চ্যানেলের আবিষ্কারকের নাম- কাজী হামিদুল হক
৪৬) বিশ্বের শিক্ষক নির্বাচিত হয়েছেন - ব্রিটিশ নারী আন্দ্রিয়া জাফিরাকো
৪৭) সাসবেরি শহরটি - যুক্তরাজ্যে
৪৮) ইইউর সদস্য সংখ্যা - ২৮
৪৯) সিনাই উপত্যকা - মিসরে
৫০) মিসরের প্রেসিডেন্ট - আবদাল ফাতাহ আল সিসি
৫১) তীব্র তাপমাত্ররর কারনে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে - অস্ট্রেলিয়ার তাথরা গ্রাম
৫২) সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থক - রাশিয়া
৫৩) পুতিন ক্ষমতায় আছেন - ১৮ বছর ধরে
৫৪) সৌদি রক্ষণশীল সমাজ ব্যবস্থার জন্য দায়ী ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব - সৌদি যুবরাজ
৫৫) সিবিএস নিউজ হলো - মার্কিন টিভি চ্যানেল
৫৬) রাশিয়ার প্রেসিডেন্টর মেয়াদ - ৬ বছর
৫৭) পুতিন ২০১৮ সালের নির্বাচনে ভোট পেয়েছেন - ৭৬%
৫৮) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - দিমিত্রি মেদভেদেভ
৫৯) পুতিন রাশিয়ার ক্ষমতায় আছেন - ১৯৯৯ সাল থেকে ( প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হয়ে)
৬০) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী - হাউখো মাস
৬১) সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাজ্য বহিস্কার করে - ২৩ জন রুশ কূটনীতিককে
৬২) আলেপ্পা শহর – সিরিয়া
৬৩। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গব্ন্ধুকে গ্রেফতার করতে হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের কোড নাম কী ছিল?
= অপারেশন বিগ বার্ড
৬৪। "You will see history made if the conspirators fail to come to their senses " উক্তিটি করেন-
= বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৬৫। ১৯৭০ সালে নির্বাচনের জন্য ইয়াহিয়া খান যে নির্দেশনা জারি করেন তার নাম-
=Legal Framework Orde
৬৬। 'অপারেশন তৌলুন' পরিচালিত হয়-
=বাঙ্গালি নৌ- সেনাদের দ্বারা
৬৭। "বাংলাদেশ: পলিটিক্স, ইকোনোমি অ্যান্ড সিভিল সোসাইটি" বইটির লেখক কে?
- ডেভিড লুই
৬৮। Separation of East Pakistan" বইটির লেখক-
=হাসান জহির
৬৯। প্রথমবারের মতো প্রবর্তিত হওয়া ‘মাদার তেরেসা রত্ন সম্মাননা’ পাচ্ছেন কে ?
=জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭০ । পৃথিবীর সর্বাধিক খরা প্রবণ অঞ্চল কোনটি?
=সাহেল অঞ্চল (আফ্রিকা)।
৭১। ক্লোরাল ব্লিচিং কী?
= সমুদ্রের প্রবাল বিশ্ব উষ্ণায়ণের ফলে স্বাভাবিক রঙ হারিয়ে সাদা হয়ে যাচ্ছে। একে ক্লোরাল ব্লিচিং বলে।
৭২। কে ওজোন গহ্বর আবিষ্কার করেন?
= ড. ফারমেন।
৭৩। বর্তমানে বাতাসে কার্বন ডাই অক্সাইডেরর ঘনত্ব কত?
=৩৫০ppm.
৭৪) ধস কী ?
=ধস একটি প্রাকৃতিক দুর্যোগ।
৭৫) কোন দেশকে দাবানলের দেশ বলে?
=অস্ট্রেলিয়া।
৭৬) কোন শহরকে পৃথিবীর শিলা ঝড়ের রাজধানী বলে?
= সিডনি।
৭৭) কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে?
=চীন।
৭৮. বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক ১২ বার বার্ষিক বাজেট তৈরি করেছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
৭৯. এবারের ৪৭ তম বাজেটের শিরোনাম: ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’
৮০. বাজেটের আকার: ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
৮১. বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্ধ :১লাখ ৭৩ হাজার কোটি টাকা
৮২. জিডিপি প্রবৃদ্ধির হার: ৭.৮০%
৮৩. মূল্যস্ফীতির হার: ৫.৬%
৮৪. সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে-৬৭,৯৪৪ কোটি

৮৫. বাজেটের করমুক্ত আয়সীমা:
*সাধারণ সীমা (ব্যক্তি শ্রেণি): ২ লক্ষ ৫০ হাজার টাকা, *নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতা : ৩ লক্ষ টাকা
*প্রতিবন্ধী ব্যক্তি : ৪ লক্ষ টাকা
৮৬. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়-১৭৫২ মার্কিন ডলার
৮৭. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার-৭.৬৫%
৮৮. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হয়েছে?- ১২ মে, ২০১৮ ( বাংলাদেশ সময়,যুক্তরাষ্ট্রের সময় ১১ মে)
৮৯. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?- লেবুখালি, পটুয়াখালী
৯০. পাটের তৈরি পলি ব্যাগ/সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে? ড. মুবারক আহমদ খান।
৯১. সম্প্রতি কানাডায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কোন বাঙ্গালী মহিলা?-ডলি বেগম
৯২. ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০ টি টেস্ট ম্যাচ খেলে - ইংল্যান্ড।
৯৩. ২০১৮ সালের ওয়ার্লড বুক ক্যাপিটাল -- এথেন্স, গ্রীস।
৯৪. ২০১৮ সালে আইসিসি'র ওয়ানডে স্ট্যাটাস পায় যে দেশ - নেপাল।
৯৫. ব্রিকসের দশম সম্মেলন যখন, যেখানে অনুষ্ঠিত হয় - ২৫-২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ।
৯৬. সম্প্রতি 'শান্তির স্বপ্ন আইন' স্বাক্ষরিত হয় যাদের মধ্যে-- ফিলিপাইন-মোরো উপজাতি।
৯৭. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পান যে -- সিরাজুল ইসলাম।
৯৮. বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু - ৭১.৬ বছর।
৯৯. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে -- ১০৯০ জন।
১০০. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -- ১.৩৭%।
১০১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
১০২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
১০৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
১০৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
১০৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
১০৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
১০৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
১০৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
১০৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১১২। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি

১১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, — ০১
১১৬. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ — সুন্দরবন।
১১৭. বাংলাদেশের পর্যটন রাজধানী/নগরী — কক্সবাজার।
১১৮. বাংলাদেশের আয়তন — ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬, ৯৯২.৫৪ বর্গ মাইল।
১১৯.ঢাকার প্রতিপাদ স্থান — চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
১২০. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত তথা বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আয়তন — ১২০ কি.মি।
১২১. বর্তমান বিশ্বে প্রায় যত সংখ্যক বাংগালী প্রবাসী হিসেবে বসবাস করে -- ১ কোটি।
১২২.প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মাসেতুর দুই প্রান্তে জেলা দুটি
কি কি?
উঃ মুন্সিগঞ্জ- শরীয়তপুর।
১২৩.প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ
কোনটি?
উঃ জেনারেল।
১২৪.প্রশ্নঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবেনা
কেন?
উঃ চাঁদে কোন বায়ুমন্ডল নাই।
১২৫.প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি?
উঃ রিখটার স্কেল।
১২৬.বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন
☞ ৮ জানুয়ারি ২০১৮
১২৭.বাংলাদেশে 4জি সেবা চালু হয়
☞ ১৯ফেব্রুয়ারি ২০১৮
১২৮. ঢাকায় 5জি পরীক্ষামূলক প্রদর্শনী হয়
☞ ২৫জুলাই ২০১৮
১২৯. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়
☞ ১১মে ২০১৮
১৩০. নেপালের ত্রিভুবনে ইউএস বাংলা বিধ্বস্ত হয়
☞ ১২মার্চ ২০১৮
১৩১।ফেসবুকের তৈরী স্যাটালাইটের নাম =অ্যাথেনা।
১৩২।আফ্রিকার দেশগুলোতে বেলুন সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া প্রকল্পের নাম =প্রোজেক্ট লুন।
১৩৩।চুলের কলপে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিদ্যামান =প্যারাফিনাইল ডাইঅ্যামাইন।
১৩৪।পাকিস্তানের ইতিহাসে ৭০ বছর পর প্রথমবারের মতো ভোট দিল =পাঞ্জাব প্রদেশের খুয়বের নারীরা।
১৩৫।পাকিস্তানে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পেলো =তৃতীয় লিঙ্গের মানুষ।
১৩৬।'বাংলা প্রাইমার সংগ্রহ'-গ্রন্থের সম্পাদক =আশিস খাস্তগীর।
১৩৭।বাংলাদেশ যে দেশ থেকে ই-পার্সপোর্ট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে = জার্মানী।
১৩৮।বাংলাদেশ নারী ক্রিকেট দল যে দেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে =আয়ারল্যান্ড।
১৩৯।যুক্তরাজ্য মর্যাদপূর্ণ জামিল পুরস্কার লাভ করেছেন =মেরিনা তাবাসসুম।
১৪০। SDR চালু হয় কত সালে?
উ: ১৯৬৯ সালে
১৪১। ব্রেটন উডস প্রতিষ্ঠান কয়টি?
উ: ২ টি (WB, IMF)
১৪২। IMF এর পূর্ণরুপ কী?
উ: International Monetary Fund
১৪৩। কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়?
উ: ২৯ টি
১৪৪। IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ: ১৮৯ টি
১৪৫। IMF এর উদ্দেশ্য কী?
উ:মুদ্রা বিনিময় ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা
১৪৬। IMF এর রিজার্ভের একক কী?
উ: SDR
১৪৭। SDR এর পূর্ণরুপ কী?
উ: special drawing rights
১৪৮। SDR ভূক্ত মুদ্রা কতটি?
উ: ৫ টি
১৪৯। কোনগুলো SDR ভূক্ত মুদ্রা?
উ: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল

১৫০.পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান
☞ ১৪মার্চ ২০১৮
১৫১. এটি এশিয়া কাপের কত তম আসর?
উত্তর: ১৪ তম।
১৫২. এর প্রথম আসর কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৪ সালে; সংযুক্ত আরব আমিরাতে।
১৫৩. বর্তমান আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাতে; ১৫-২৮ সেপ্টেম্বর, ২০১৮।
১৫৪. বাংলাদেশ কতবার এশিয়া কাপ আয়োজন করেছে?
উত্তর: পাঁচ বার; ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪, ২০১৬।
১৫৫. বর্তমান আসরে কতটি দেশ অংশগ্রহণ করছে?
উত্তর: ৬ টি; বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
১৫৬. এটি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর: বর্তমানে দুই বছর পর পর; ২০০৪ ও ২০০৮ সালে এটি পূর্বের আসরের চার বছর পর অনুষ্ঠিত হয়েছিল।
১৫৭. এটি কখন প্রথম Twenty20 International ফরমেটে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১৬ সালে; বর্তমান আসর One Day International ফরমেটে অনুষ্ঠিত হবে এবং এর ফরমেট এইভাবে পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকবে।
১৫৮. এশিয়া কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন কে?
উত্তর: ভারত; ২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ দ্বিতীয় বারের মত রানার আপ হয়।
১৫৯. এটি আয়োজন করে কে?
উত্তর: Asian Cricket Council (ACC); ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমান সদস্য সংখ্যা ২৫, সদরদপ্তর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।

১৬০.জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা যান
☞ ১৮ আগস্ট ২০১৮
১৬১. মেসিডোনিয়ার নাম পরিবর্তন, নতুন নাম ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’
১৬২. সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। একই সঙ্গে তাঁকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
১৬৩. বাংলাদেশে কার্যরত 58 টি তফসিলি ব্যাংকের মধ্যে ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
১৬৪. ৭ম নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের।
১৬৫. মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়- ১২ জুন ২০১৮
১৬৬. বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর শুরু রাশিয়ায় ১৪ জুন ২০১৮
১৬৭. UNCHR থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। জেনেভাভিত্তিক ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে ২০১৬-২০১৯ মেয়াদে সদস্য ছিল যুক্তরাষ্ট্র।

১৬৮.শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়
☞ ২৭জুলাই ২০১৮
১৬৯.শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়
☞ ২৫মে ২০১৮
১৭০.বাংলাদেশী হিসেবে মিতু আক্তার বাংলা চ্যানেল জয় করেন
☞ ১৯মার্চ ২০১৮

১৭১.অধ্যাপক আনিসুজ্জামান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পেয়েছেন
☞ ১১জানুয়ারি ২০১৮
১৭২.২২তম বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করেন
☞ ৩ফেব্রুয়ারি ২০১৮
১৭৩.শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল পাস হয়
☞ ২৫ফেব্রুয়ারি ২০১৮
১৭৪.নেপালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
☞ ১৩মার্চ ২০১৮
১৭৫.৩৫বছর পর সৌদিআরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়
☞ ১৮এপ্রিল ২০১৮
১৭৬.বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানের নাবি তাজিমা ১১৭বছর বয়সে মারা যান
☞ ২১এপ্রিল ২০১৮
১৭৮.বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয়
☞ ২৩এপ্রিল ২০১৮
১৭৯.২১তম রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদ ২য় মেয়াদে শপথ গ্রহণ করেন
☞ ২৪এপ্রিল ২০১৮
১৮০.সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFF) গঠিত হয়
☞ ১০মে ২০১৮
১৮১.টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের অভিষেক হয়
☞ ১১মে ২০১৮
১৮২.জেরুজালেমে প্রথম দূতাবাসা উদ্বোধন করে যুক্তরাষ্ট্র
☞ ১৪মে ২০১৮
১৮৩.বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন
☞ ১৫মে ২০১৮
১৮৪.ট্রিপল বিলিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রুহণ করে WHO
☞ ২৩মে ২০১৮
১৮৫.উত্তর কোরিয়ার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র 'পুঙ্গেরি' ধ্বংস করে
☞ ২৪মে ২০১৮
১৮৬.জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়
☞ ৪জুন ২০১৮
১৮৭.ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
☞ ১২জুন ২০১৮
১৮৮.২১তম বিশ্বকাপের প্রথম ম্যাচ রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
☞ ১৪জুন ২০১৮
১৮৯.যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয়
☞ ১৯জুন ২০১৮
১৯০.নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন
☞ ২৫জুন ২০১৮
১৯১.দেশের ৪৮তম বাজেট ঘোষণা করা হয়
☞ ৭জুন এবং পাস হয় ২৮জুন
১৯২.ব্যবসায়ীদের জন্য ইবিআইএন ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর
☞ ১জুলাই ২০১৮
১৯৩.আবহাওয়া বিল পাস হয়
☞ ৪জুলাই ২০১৮
১৯৪.২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়
☞ ৬জুলাই ২০১৮

১৯৫.বাংলাদেশ সংবিধান সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়
☞ ৮জুলাই ২০১৮
১৯৬.ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ সমাপ্তি হয়
☞ ৯জুলাই ২০১৮
১৯৭.জাতিসংঘের অভিবাসন চুক্তি হয়
☞ ১৩জুলাই ২০১৮
১৯৮.ট্রাম্প -পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
☞ ১৬জুলাই ২০১৮
১৯৯.সুপারসনিক ক্রুজ ক্ষেপানাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত
☞ ১৬জুলাই ২০১৮
২০০.বাংলাদেশ ৫ম কৃষিশুমারী শুরু হয়
☞ ১৭জুলাই ২০১৮
২০১.নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী
☞ ১৮জুলাই ২০১৮
২০২.দেশে ই পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্পের চুক্তি হয়
☞ ১৯জুলাই ২০১৮
২০৩.ইসরায়েল ইহুদী রাষ্ট্র ঘোষণা করা হয়
☞ ১৯জুলাই ২০১৮
২০৪.পাকিস্তানের জাতীয় পরিষদের ১১তম নির্বাচন অনুষ্ঠিত হয়
☞ ২৫জুলাই ২০১৮
২০৫.মালির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
☞ ২৯জুলাই ২০১৮
২০৬.জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
☞ ৩০জুলাই ২০১৮
২০৭.জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলার ৭৩বছর পূর্তি হয়
☞ ৬আগস্ট ২০১৮
২০৮.অ্যাসিয়ানের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল
☞ ৮আগস্ট ২০১৮
২০৯.সূর্য অভিযানে যায় নাসার প্রেরিত মহাকাশযান 'পার্কার'
☞ ১২আগস্ট ২০১৮
২১০.ভারতের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রি অটল বিহারী মারা যান
☞ ১৬আগস্ট ২০১৮
২১১.পাকিস্তানের প্রধানমন্ত্রি হিসেবে ইমরান খান শপথ গ্রহণ করেন
☞ ১৮আগস্ট ২০১৮

২১২.সম্প্রতি আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় নিজ দল থেকে বহিষ্কৃত হন?
উ: জিম্বাবুয়ে (পরে পদত্যাগ করেন)
২১৩. জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: নানগাগওয়া
২১৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
২১৫.প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
২১৬.প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
২১৭.প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
২১৮.প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
২১৯.প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
২২০.প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
২২১.প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
২২২.প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২২৩.প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
২২৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
২২৫.প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
২২৬.প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
২২৭.প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
২২৮.প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)

২২৯.প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
২৩০.প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
২৩১.প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
২৩২.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
২৩৩.প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
২৩৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।
২৩৫.বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?:
উত্তর:কক্সবাজার
২৩৬.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তর: পঞ্চগড়
২৩৭.প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর: সিলেট
২৩৮.প্রশ্ন: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
২৩৯.প্রশ্ন: ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই
উত্তর: নাগাল্যান্ড
২৪০.প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
২৪১.প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৩৯৭৮ কি. মিঃ. অথবা ৪০৯৬ কি. মি
২৪২.প্রশ্ন: ভারতের কতটি ‘‘ছিটমহল’’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: ১১১টি
২৪৩.প্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°-৪১’পূর্ব দ্রাঘিমাংশে
২৪৪.প্রশ্ন: সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
উত্তর: ৬২%
২৪৫.প্রশ্ন: শালবন বিহার কোথায়?
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
২৪৬.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৪১৫৬ কি.মি
২৪৭.ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?
উত্তর:নাগাল্যান্ড
২৪৮.তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত
উত্তর: ডাউকি
২৪৯.বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয় ?
উত্তর: কক্সবাজার
২৫০.সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ?
উত্তর: পটুয়াখালী
২৫১.সোনালি আঁশের দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ
২৫২.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ?
উত্তর: বান্দরবান
২৫৩.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?
উত্তর:৩০ টি

২৫৪.বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?
উ: চীন
২৫৫.বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
উ: যুক্তরাষ্ট্র
২৫৬.বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
উ: তৈরি পোশাক
২৫৭.বাংলাদেশের ২য় রপ্তানি পণ্য কোনটি?
উ: চামড়াজাত দ্রব্য
২৫৮.পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানি পণ্য?
উ: ৩য়
২৫৯.বাংলাদেশের আমদানি পণ্য:
১ম- মূলধনী যন্ত্রপাতি
২য়- পেট্রোলিয়াম
২৬০.বাংলাদেশের রপ্তানি পণ্য:
১ম- পোশাক
২য়- চামড়া
২৬১.অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে_
উ: ইউরোপীয় ইউনিয়নে

২৬২.বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানি করে_
উ: সৌদি আরবে (১৯৭৬ সালে)
২৬৩.গতবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি (শ্রমিক) রপ্তানি করে কোন দেশে?
উ: ওমানে
২৬৪.জনশক্তি রপ্তানি করে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
উ: সৌদি আরব
২৬৫. IMF ত্যাগকারী দেশ কোনটি?
উ: কিউবা
২৬৬. এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?
উ: উত্তর কোরিয়া
২৬৭. মহান মুক্তিযুদ্ধে প্রথম সেনা দপ্তরের স্মৃতি সৌধ কোথায় অবস্থিত ?=তেলিয়া পাড়া, মাধবপুর,হবিগন্জ।
২৬৮.মুক্তিযুদ্ধের সময়কালে 'Tilt Policy' গ্রহন করে-
=মার্কিন যুক্তরাষ্ট্র ( পাকিস্তানের সাথে )


২৬৯. জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উ: জানু-পিএফ
২৭০. ‘জানু-পিএফ’- এর PF দ্বারা কী বুঝায়?
উ: Patriotic Front
২৭১. কুতুপালং স্থানটি কোথায়?
উ: উখিয়া, কক্সবাজার
২৭২. সম্প্রতি লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী কে?
উ: সাদ হারিরি
২৭৩. সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশের সাবমেরিন নাবিকসহ নিখোঁজ হয়?
উ: আর্জেন্টিনা
২৭৪. আর্জেন্টিনার সাবমেরিন কতজন নাবিকসহ হারিয়ে যায়?
উ: ৪৪ জন
২৭৫. সম্প্রতি ইসরাইল কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লীগের প্রতি আহ্বান জানায়?
উ: ইরানের বিরুদ্ধে
২৭৬. সম্প্রতি কোন দেশ আরব লীগের সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়?
উ: লেবানন










Next Post Previous Post
No Comment
Add Comment
comment url