LearningHomebd.Com

Clear Concept Between Gerund and Participle

প্রশ্নঃ I joined a riding school. Here " riding" is a
(a) Participle
(b) Verbal noun.
(c) Infinitive
(d) Gerund .
Correct answer: 100% Gerund.
Reference from: Practical English usage by Michael Swan, A practical English Grammar by Thomson & Martinet, High school English Grammar By Wren & Martin.
And many more.
বিঃদ্রঃ বিভিন্ন গাইড বইগুলোতে এটার উত্তর Participle দেওয়া আছে, যেটা সম্পূর্ণরূপে ভুল।মনে রাখবেন, Participle তখনি হবে যখন চলমান অবস্থাকে নির্দেশ করবে। যেহেতু এখানে স্থির অবস্থাকে নির্দেশ রেছে তাই এটি Gerund
কিন্তু কেন??? জানতে হলে পড়ুনঃ
✪ THE GERUND :
Verb এর Present form এর সাথে ing ‍
যুক্ত হয়ে যে word গঠিত হয় এবং উহা একই সাথে verb ও Noun এর কার্য সম্পন্ন করে তাকে, Gerund বলা হয়। তাই Gerund কে Double part of speech এর অন্তর্গত বলে ধরে নেয়া হয়, কারণ ইহা একই সাথে Verb ও Noun কাজ করে থাকে। যেহেতু gerund গুলো noun-এর মতো কাজ করে, তাই এরা noun-এর মতোই বাক্যের subject, object, preposition-এর object এবং incomplete verb এর complement হিসেবে ব্যবহৃত হতে পারে।
সংক্ষেপেঃ Gerund = verb+ing = noun = verb + noun
✪ Note : Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
Example :
✪ Swimming is good for health.
✪ Teaching is a good profession.
✪ Reading books is my hobby.
ব্যাখ্যাঃ উপরের বাক্যগুলোতে Swimming, Teaching, Reading শব্দগুলো দ্বারা কাজ বুঝিয়েছে। তাই উক্ত শব্দগুলোকে GERUND নামে অবহিত করা হয়।
অপরদিকে,
Present Participle সবসময় চলমান কোনোকিছু কে নির্দেশ করবে।
যেমনঃ I heard them singing ‍song (আমি তাদের গান গাইতে শুনেছিলাম। অর্থাৎ, তারা যখন গান গাইতে ছিল (চলমান অবস্থাকে নির্দেশ করেছে) ।
এবার আসুন মূল আলোচনায়ঃ
✪ Noun এর আগে ing যুক্ত হয়ে noun compounds তৈরিতে gerunds:
I need a walking stick. (আমার একটি হাঁটার লাঠি দরকার )
My reading room is neat and clean.( আমার পড়ার ঘর পরিষ্কার-পরিচ্ছ
ন্ন )
She takes a sleeping pill every night. ( সে প্রতি রাতে ঘুমের ঔষধ খায়।)
They don't use a dining table. ( তাঁরা ডাইনিং-টেবিল ব্যবহার করেন না।)
I joined the riding school. ( আমি অশ্বারোহণ শিক্ষণ বিদ্যালয়ে যোগদান করলাম।)
Important Note:( খুবই লক্ষ্যণীয় বিষয়)ঃ
উপরের পাঁচটি বাক্য Gerund-এর পর ‍
যে noun-গুলো ( walking, room, pill, table, school ) আছে তারা কিন্তু gerund-গুলোতে উল্লেখিত কাজ করছে না। করলে v-ing গুলো participles হতো।
উদাহরণস্বরুপ বলা যায়, ‘running car', ‘flying bird' এবং 'rolling stone' phrase গুলোতে car নিজেই running অবস্থায় আছে, bird নিজেই flying অবস্থায় আছে এবং stone নিজেই rolling অবস্থায় আছে । তাই ‘running', ‘flying' এবং rolling এখানে participles, gerunds নয়।
পক্ষান্তরে, school teacher, college students এ ধরনের phrase-এ ‘school এবং ‘college' noun দুটো যেভাবে ব্যবহৃত হয়েছে, উপরের বাক্যে তিনটিতে reading, sleeping এবং dining-ও তেমনিভাবে noun-এর মতো ব্যবহৃত হয়েছে। তাই এরা gerunds. এ রকম আরও gerund হতে পারে।
যেমনঃ- Laughing gas,Driving Licence, swimming pool,sleepingu room, reading room, walking stick, looking glass, fencing sticks, hunting whip, running shoes, a running mill, a calling bell, frying pan, a drawing room, feeding room, a washing machine,a spinning mill ইত্যাদি।
#তাছাড়া , if i say 'school is riding', the 'school' fails to perform the task of 'riding'. বাস্তবজীবনে এটা কি সম্ভব ???
বিঃদ্রঃ
মনে রাখতে হবে যে, am , is ,are. was, were দ্বারা প্রতিস্থাপন করা গেলে তা হবে Present Participle অন্যদিকে, For দ্বারা প্রতিস্থাপন করা গেলে তা Gerund হয়। A riding school ( A school is riding নাকি A school for riding?? তার মানে is দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে না। কিন্তু For দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে । অতএব, এটি gerund এর উদাহরণ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url