19Th NTRCA Exam - Bangla 500 Important MCQ
প্রশ্ন ১. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
ক) ব্যাকরণ
খ) ভাষা
গ) ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: খ) ভাষা
ব্যাখ্যা: – মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে।
– ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি।
– ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
– বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ।
– ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা।
– কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়।
– ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।
– সুতরাং ভাষা আগে সৃষ্টি হয় এবং এই ভাষাকে শৃঙ্খলিত করতে ব্যাকরণের সৃষ্টি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন ২. “ফুলে ফুলে ঘর ভরেছে।’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মকারকে সপ্তমী বিভক্তি
খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর: গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা: করণ কারক:
– করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ কারক।
– কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।
– বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
প্রশ্ন ৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) চক্ষুস্মান
খ) চক্ষুষ্মান
গ) চক্ষুশ্মান
ঘ) চক্ষুম্মাণ
সঠিক উত্তর: খ) চক্ষুষ্মান
ব্যাখ্যা: চক্ষুষ্মান (চোক্খুশ্মান )- [স. চক্ষুঃ+মৎ] (বিশেষণ)
– চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন।
– সত্যদ্রষ্টা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
প্রশ্ন ৪. নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
ক) মই
খ) জোছনা
গ) পাতা
ঘ) কাগজ
সঠিক উত্তর: গ) পাতা
ব্যাখ্যা: পাতা- তদ্ভব শব্দের উদাহরণ।
তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
– তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
– এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)।
– যেমন – সংস্কৃত – হস্ত, প্রাকৃত – হথ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর, তদ্ভব – চামার ইত্যাদি।
– একইভাবে সংস্কৃত ‘চন্দ্র’ শব্দ থেকে ‘চাঁদ’ শব্দটি উৎপন্ন হয়েছে।
– এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন ৫. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) মা
খ) মেয়ে
গ) ছাত্রী
ঘ) সতীন
সঠিক উত্তর: ঘ) সতীন
ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন-
– এয়ো,
– সতীন,
– সৎমা,
– সধবা,
– কুলটা,
– বিধবা,
– অরক্ষণীয়া,
– সপত্নী ইত্যাদি।
নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি।
প্রশ্ন ৬. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?
ক) উপমিত কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর: ক) উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ৭. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
ক) দুধে-ভাতে
খ) মাতাপিতা
গ) কমবেশি
ঘ) সাত-পাঁচ
সঠিক উত্তর: ক) দুধে-ভাতে
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ৮. ‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক) শৈল
খ) উৎপন্ন
গ) সুবর্ণ
ঘ) কুসুম
সঠিক উত্তর: ঘ) কুসুম
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ৯. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বিরোধ
খ) অবিধি
গ) নিষেধ
ঘ) নিষিদ্ধ
সঠিক উত্তর: গ) নিষেধ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১০. ‘উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ কী?
ক) বিরাট আয়োজন
খ) সহজলভ্য
গ) অপদার্থ
ঘ) সামান্য পার্থক্য
সঠিক উত্তর: খ) সহজলভ্য
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১১. ‘নূপুরের ধ্বনি’ এক কথায় কী বলে?
ক) শিঞ্জন
খ) রুমঝুম
গ) ঝংকার
ঘ) নিক্কন
সঠিক উত্তর: ঘ) নিক্কন
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১২. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক) রুগনো
খ) রুগ্ন
গ) রুগন
ঘ) রুগ্ণ
সঠিক উত্তর: ঘ) রুগ্ণ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৩. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন
সঠিক উত্তর: খ) কমা
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৪. উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) √উক্+তি
খ) √উচ্ + ক্তি
গ) √বচ্+ ক্তি
ঘ) √বচ্+তি
সঠিক উত্তর: ঘ) √বচ্+তি
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৫. অনুবাদের অর্থ কী?
ক) অনুসরণ
খ) ভাবান্তর
গ) ভাষান্তরকরণ
ঘ) সমার্থকরণ
সঠিক উত্তর: গ) ভাষান্তরকরণ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৬. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
ক) সুকুমার সেন
খ) সুকুমারী ভট্টাচার্য
গ) নিহার রঞ্জন রায়
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৭. ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অভদ্র
খ) মিথ্যা
গ) উত্তম
ঘ) ভদ্র
সঠিক উত্তর: ঘ) ভদ্র
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৮. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
ক) আমন্ত্রণপত্র
খ) মানপত্ৰ
গ) নিমন্ত্রণপত্র
ঘ) স্মারক পত্র
সঠিক উত্তর: খ) মানপত্ৰ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ১৯. ‘অর্ণব’ এর প্রতিশব্দ —
ক) ঝড়
খ) সূর্য
গ) বায়ু
ঘ) সমুদ্র
সঠিক উত্তর: ঘ) সমুদ্র
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ২০. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক) মানব
খ) পানীয়
গ) জয়
ঘ) স্মরণীয়
সঠিক উত্তর: ক) মানব
প্রশ্ন ২১. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রাচীন
খ) নবীন
গ) নির্বাচিত
ঘ) অনির্বাচিত
সঠিক উত্তর: ক) প্রাচীন
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ২২. কোনটি পারিভাষিক শব্দ?
ক) কলেজ
খ) নথি
গ) রেডিও
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: খ) নথি
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ২৩. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) বিহগ
খ) গরুড়
গ) পৃপ
ঘ) বিহঙ্গ
সঠিক উত্তর: গ) পৃপ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ২৪. ’ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
ক) তাসের ঘর
খ) চোখের বালি
গ) গুড়ে বালি
ঘ) খয়ের খাঁ
সঠিক উত্তর: ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।
প্রশ্ন ২৫. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) নব্য ভারতীয় আর্যভাষা
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) অসমীয়া
সঠিক উত্তর: গ) সংস্কৃত