IFIC Bank TSO Initial VIVA Exam Question - Interviewee - 25

  

 Board-3
Initial viva
11.00-1.0 pm
গ্রুপ থেকে ও ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছিলাম ভাইভা শুরু হওয়ার ৩০ মিনিট / ১০ মিনিট আগে ই- মেইলে লিংক আসবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে বসে ছিলাম, কিন্তু ১১.২০ বেজে গেলেও তখনও লিংক আসে নাই, খুব টেনশন কাজ করছিল মাথায়। তারপরে লিংক দিছে ১১.৩৫ য়ে। আমার কল আসে ১২.২০ য়ে,  বোর্ডে দুইজন ছিল।  কিন্তু বিপত্তি বাধে জুমে অডিও কানেক্ট করা নিয়ে,  উনারা বারবার হেডফোনে হাত দিয়ে বলছিলেন আপনার কথা কিছুই শুনতে পাই না। কিছুসময় এভাবে থাকার পর ডিসকানেক্ট হয়ে যায়। হতাশ হয়ে পড়ি তখন, এত প্রিপারেশন নিয়েও যদি ভাইভাটি না দিতে পারি,  আর গ্রুপে বেশ কয়েকটা পোষ্টে দেখছি একবার ডিসকানেক্ট হয়ে গেলে পুনরায় আর সুযোগ পাওয়া যায় না। তবুও বসে ছিলাম, ১২.৫৯ মিনিটে আবার কানেক্ট হয় এবং অবশেষে ভাইভা টা দিতে পারি।
Question:
1. Introduce yourself & family
2.Amr subject er sathe post er relation ki
3.4P
নতুন যারা ভাইভা দিবেন তাদের উর্দশ্যে বলবো i troduce your self টা ভালভাবে বলার চেষ্টা করবেন, মুলত এইটার উপর ভাইভায় ফোকাস থাকে বেশি।

Post a Comment

Previous Next

Left Fixed Ads

Close
Advertisment

نموذج الاتصال