IFIC Bank TSO Final VIVA Exam Question - Interviewee -4


Interviewee - 04

কম্পিউটার টেস্ট শেষ করার পর তিন তারিখই তার রেজাল্ট পেয়ে যাই- তিন তারিখ পরপর দুটো মেইলে প্রথমে ব্রাঞ্চ প্রেফারেন্স দিতে বলল। ব্রাঞ্চ প্রেফারেন্স দেয়ার বিশ মিনিটের মাথায়ই আবার প্রি ফাইনাল ভাইবা ফর্ম পাই যার এক কপি গুগল ফর্মে ফিলআপ করতে বলা হয়েছিল আরেক কপি প্রিন্ট করে হার্ড কপি জমা দিতে বলা হয়েছিল।
ফাইনাল ভাইবার জন্য #এসএসসি মার্কশিট #আপডেটেড সিভি #প্রি-ফাইনাল ইন্টারভিউ ফর্ম নিতে বলা হয়েছিল।  

সকাল সাড়ে দশটায় ভাইবা হওয়ার কথা ছিল- আমরা দশটার ভিতরেই পৌছে গেলে আমাদের সুরমা ভবনের তের তলায় নিয়ে একটা রুমে বসিয়ে ভাইবা সম্পর্কে ব্রিপ করেন মানে কি কি জিজ্ঞেস করা হবে উত্তরে কি কি বলতে হবে সেসব৷টেনশন নিবেন না - একটু আগে পরে ঢুকলেও সমস্যা হবে না। ( এটা আর আমার বলার প্রয়োজন আছে বলে মনে হয় না - কারণ আপনারা ভাইবা দিতে গেলেও আপনাদের আগে থেকেই বলা হবে)।
ঐ রুমে সবাইকে সিরিয়াল অনুসারে বসিয়ে সবার থেকে ডকুমেন্টস গুলো নিল একজন জুনিয়র এইচআর। ভিতরের রুমে দুজন সিনিয়র এইচআর থাকেন তারাই মুলত আপনাকে অবসার্ভ করবে আর যা প্রশ্ন করার তা এমডি স্যারই করবেন। এমডি/সিইও স্যার জুমে কানেক্টেড থাকবেন।
ফাইনাল ভাইবায় আমাকে ( সবাইকে প্রায় একই প্রশ্ন) জিজ্ঞেস করেছিল আমার এইচএসসি রেজাল্ট খারাপ কেন আর আমি এর পর কি কি করেছিলাম। বলার পর আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিল।
এখানে কাউকেই এক মিনিটের বেশি রাখা হয়নি। বের হয়ে সরাসরি নিচের চায়ের দোকানে দাড়িয়ে যা ইচ্ছে খেতে খেতে অন্যদের টেনশনের ভাগীদার হতে পারবেন😁
এরপরই বলল আসতে পারেন। 😊 আমিও অনুগত কর্মীর মত সালাম দিয়ে বের হয়ে গেলাম।
আমাদের ব্যাচে ভাইবা দিয়েছিলাম ১৬১ জন তার ভিতর ফাইনালি সেলেক্টেড হন ৮২ জন 🥰


Post a Comment

Previous Next

Left Fixed Ads

Close
Advertisment

نموذج الاتصال