১। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
ক. অন্নদামঙ্গল
খ.নাথ সাহিত্য
গ. মনসামঙ্গল
ঘ. জীবনী
উঃ গ
২। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা’ কোন প্রেক্ষাপটে রচিত ?
ক.মুক্তিযুদ্ধ
খ.দেশ বিভাগ
গ. ভাষা আন্দোলন
ঘ.সিপাহি বিদ্রোহ
উঃ ক
৩। দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচিয়তা কে?
ক.গীতা মেহতা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জ্যাকব
উত্তর: খ
৪।.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ‘আমার কিছু কথা’ লেখক কে ?
ক.শেখ মুজিবুর রহমান
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জিয়াউর রহমান
উঃ ক
৫.ভিখু, পেহলাদ, পাঁচী- কোন গল্পের চরিত্র?
ক. মহেশ
খ. বিলাসী
গ. একুশের গল্প
ঘ.প্রাগৈতিহাসিক
উঃ ঘ
৬।‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি,ঝড়ে।”উক্তির কার?
ক. নীলমনি হালদার
খ.শাহ আবদুল করিম
গ.রজনীকান্ত সেন
ঘ.মদনমোহন তর্কালঙ্কার
উঃ গ
৭।অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়'-কে বলেেছেন?
ক. অনিলাদেবী
খ.মুকুন্দরাম।
গ.গুরুদেব
ঘ.রজনীকান্ত সেন
উঃখ
৮।.রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
উত্তরঃ গ
৯.কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. একুশে ফেব্রুয়ারী
খ. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
গ. একুশে ফেব্রুয়ারী আন্দোলন
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
উত্তরঃ ক
১০.‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?
ঘ. নববাবু বিলাস
উত্তরঃ ক
১১. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
ক. অভয়া
খ. সুরবালা
গ. ষোড়শী
ঘ. সাবিত্রী
উত্তরঃ খ
১২. একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা ?
ক.কাব্য
খ.উপন্যাস
গ.মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
ঘ. চলচ্চিত্র
উঃ গ
১৩.আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ উক্তিটি কার?
ক. আহমদ শরীফ
খ.শামসুর রাহমান
গ. আহমদ ছফা
ঘ. ড.আনিসুজ্জামান
উঃখ
১৪.মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি ?
ক.আবার তারা মানুষ হে
খ. ধীরে বহে মেঘনা
গ. রেপ অব বাংলাদেশ
ঘ.ওরা ১১ জন
উত্তরঃঘ
১৪.মানুষ মরে গেলে পঁচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” কোন নাটকের অন্তর্ভুক্ত?
ক.কবর
খ.রক্তাক্ত প্রান্তর
গ. জমিদার দর্পণ
ঘ. রক্তকরবী
উঃ খ
১৫.রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র ?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ
১৬.শিক্ষার ‘স্ট্যান্ডার্ড’ মানে জ্ঞানের ‘স্ট্যান্ডার্ড’, মিডিয়ামের ‘স্ট্যান্ডার্ড’ নয়। উক্তিটি কার?
ক. আহমদ শরীফ
খ.হুমায়ুন আহমেদ
গ. আহমদ ছফা
ঘ.আবুল মনসুর আহমদ
উঃঘ
১৭.সুরঞ্জনা,ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”—– জীবনানন্দ দাশ।
ক. কাজী নজরুল ইসলাম
খ.হুমায়ুন আহমেদ
গ. জীবনানন্দ দাশ
ঘ.আবুল মনসুর আহমদ
উঃগ
১৮।মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
ক.মিশুক মনির
খ.ক্যাথরিন মাসুদ
গ.হুমায়ুন আহমেদ
ঘ. তারেক মাসুদ
উঃঘ
১৯.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় ?
ক.পায়ের আওয়াজ পাওয়া
খ.ইবলিশ
গ.কী চাহ শংখচীল
ঘ.তরঙ্গভঙ্গ
উঃ খ
২০.The Rape of Bangladesh কার লেখা?
ক.Anthony Mascarenhas
খ.তাহমিনা আনাম
গ.জিম ম্যাকিনলে
ঘ.সায়মন ড্রিং
উঃ ক
২১.কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতা কে?
ক.জহির রায়হান
খ. জীবনানন্দ দাশ
গ.আবুল মনসুর আহমদ
ঘ. মাহবুব উল আলম চৌধুরী
উঃ ঘ
২২.কোনটি ‘লালসালু ’ উপন্যাসের চরিত্র নয়?
ক. জমিলা
খ. মাজেদা
গ. মজিদ
ঘ. আমেনা
উত্তরঃ খ
২৩.শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
ক. দুইবোন
খ. বউঠাকুরাণীর হাট
গ. শেষের কবিতা
ঘ. মালঞ্চ
উত্তরঃ ক
২৪"লক্ষ প্রাণের বিনিময়ে" কার লেখা?
ক.গীতা মেহতা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জ্যাকব
উঃ গ
২৫.'জাগ্রত বাংলাদেশ'কার লেখা?
ক. আহমেদ মুসা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জেনারেল জ্যাকব
উঃ ক
২৬. 'একাত্তরের স্মৃতি''কার লেখা?
ক.বাসন্তি গুহঠাকুরতা
খ.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ.মেজর রফিকুল ইসলাম
ঘ. জাহানারা ইমাম
উঃ ক
২৭। ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মলুয়া
খ. মহুয়া
গ. দেওয়ানা মদিনা
ঘ. কাজল রেখা
উত্তর: খ
২৮। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্গিমচন্দ্র
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ
২৯। ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর
খ. এম. আর. আখতার মুকুল
গ. মাসুদ ভাট্টি
ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তর: খ
৩০। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় কাজে বড় হবে - উক্তিটি কার ?
ক. কুসুমকুমারী দাশ
খ. কামিনী রায়
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর: ক
৩১। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ
খ. কৃষ্ণকান্তের উইল
গ. গৃহদাহ
ঘ.দুর্গেশ নন্দিনী
উত্তর: ঘ
৩২। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম
খ. সুভাষ দত্ত
গ. খান আতাউর রহমান
ঘ. আলমগীর কবীর
উত্তর: ঘ
৩৩। জীবনটুলি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. তানভীর মোকাম্মেল
খ. মোরশেদুল ইসলাম
গ. হুমায়ুন আহমেদ
ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তর: ক
৩৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
ক) নন্দিত নরকে
খ) রাইফেল রুটি আওরাত
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ) আগুনের পরশমনি
উত্তর: খ
৩৫। মহেন্দ্র ও বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র ?
ক. মৃণালিনী
খ. চোখের বালি
গ. পল্লী সমাজ
ঘ. মানসী
উত্তর: খ
৩৬। রাজলক্ষী চরিত্রটির স্রষ্টা কে ?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ)মানিক বন্দোপ্যাধ্যায়
উত্তর:ক
৩৭। কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক কর্তৃক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ?
ক. আগুন পাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা
উত্তর: ক
৩৮ ।‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?
ক. সুফিয়া কামাল
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. সতেন্দ্রনাথ দত্ত
উত্তর: ঘ
৩৯। ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?
ক. সুফিয়া কামাল
খ. জীবনানন্দ দাশ
খ. শামসুর রাহমান
ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তর: ক
৪০। । অসমাপ্ত আত্মজীবনীর সর্বশেষ অনুবাদ করা হয় কোন ভাষায় ?
ক. হিন্দি
খ. স্প্যানিশ
গ. আরবি
ঘ. রুশ
উত্তর: ঘ
Primary Assistant Teacher Exam Suggestion
Primary Teacher Exam Related
Professor's JOB Solution For Primary Teacher Exam
Professors Primary Teachers Exam Book