এটি ২০২১ সালের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি কারণ প্রায় এক বছর হলো এ ধরনের বড় নিয়োগ পাওয়া যায়নি বললেই চলে ।
করোনার মহামারি ও পার্দুভাবের পরে এ ধরনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটাই প্রথম । নিয়োগ বিজ্ঞপ্তিতে সোনালি ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, রুপালি ব্যাংক লিঃ, এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিঃ, এই ৫টি ব্যাংকের গণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।যাদের চাকরির বয়স প্রায় শেষের দিকে তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি নতুন সম্ভাবনার সুযোগ করে দিতে পারে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সোনালি ব্যাংক লিঃ এর জন্য - ৮৪৬ , জনতা ব্যাংক লিঃ এর জন্য - ১০৫, অগ্রণী ব্যাংক লিঃ এর জন্য - ৪০০, রুপালি ব্যাংক লিঃ এর জন্য - ৮৫ , এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিঃ এর জন্য - ০৩ টি খালি পদের অনুকুলে আবেদন করতে পারবেন ।
আবেদনের বয়স সংক্রান্ত তথ্যঃ
সূত্রঃ ডেইলি জবস
Bank ShortCut Math
General Knowledge For Bank
Government and Private Bank Previous English MCQ
IFIC Bank TSO Exam Previous Question
Recent JOB Circular News