৪৩ তম বিসিএস এর জন্য কিছু কমন উপযোগী বাগধারা ও প্রবাদ │বিসিএস ; প্রাইমারী শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধনি পরীক্ষার জন্য একইভাবে গুরুপ্তপূর্ন

Hard Level ☆☆☆



গোবৈদ্য - আনাড়ী চিকিৎসক
হরিষে বিষাদ - আনন্দে বিষাদ
চিনির পুতুল - শ্রমকাতুরে
মিছরির ছুরি - মুখে মধু অন্তরে বিষ
মাছের মা - নির্মমমন উনচান করা - অস্থির হওয়া
মন না মতি - অস্থির মানব মন
মেনি মুখো - সলজ্জ
মাছের মায়ের পুত্রশোক - কপট বেদনাবোধ
চুনকালি দেয়া - কলঙ্ক দেয়া
হালে পানি পাওয়া - সুবিধা করা
চাল না চুলো ঢেঁকি না কুলো - নিতান্ত নিঃস্ব
পেটের শত্রু - যে সন্তান মা’র দুঃখের কারণ
পঞ্চত্ব প্রাপ্ত হওয়া - মারা যাওয়া
পাথরে পাঁচকিল - অদৃষ্ট যার সুপ্রসন্ন
ভেরেণ্ডা ভাজা - অকাজের কাজ
চক্ষু চড়কগাছ - বিস্ময়ে চোখ বড় হওয়া
গণেশ উল্টানো - ফেল মারা
হাড়ে দুর্বা গজানো - অত্যন্ত কুঁড়ে
ঘা খাওয়া - কষ্ট পাওয়া
মাকাল ফল - অন্তঃসারশূন্য
যার লাঠি তারমাটি - জোর যার মুল্লক তার।
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন - খুব সামান্য তফাত।
মুখে ফুলচন্দন পড়া - শুভ সংবাদের জন্য ধন্যবাদ
মগের মুল্লুক - অরাজক দেশ
ভূঁই ফোড় - অর্বাচীন, নতুন
ভাগের মা গঙ্গা পায়না - ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না
ভাগার ফলা - অনুর্বর
রাই কুড়িয়ে বেল - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রুই-কাতলা - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
রাজা উজির মারা - বড় বড় গল্প
রাজঘোটক - চমৎকার মিলন
পর্বতের মূষিক প্রসব - বিরাট সম্ভাবনা
পায়াভারী - অহংকার
রাবণের গোষ্ঠী - বড় পরিবার
রাম রাজত্ব - শান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য
রামগরুড়ের ছানা - গোমড়ামুখো লোক
রাশভারি - গম্ভীর প্রকৃতির
ঘাটের মরা - অতি বৃদ্ধ
ঘরের ঢেঁকি কুমীর - বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
ঘর জ্বালানো পর ভুলানো - আত্নীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয়
ঘোড়া রোগ - সাধ্যের অতিরিক্ত সাধ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া - মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
গোড়া কেটে আগায় জল ঢালা - জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস
গোড়ায় গলদ - শুরুতে ভুল
গোঁয়ার গোবিন্দ - নির্বোধ অথচ হঠকারী
হাড়ে হাড়ে চেনা - মর্মান্তিকভাবে চেনা
হাড়হদ্দ - নাড়ি নক্ষত্র
ছক্কা পাঞ্জা করা - লম্বা লম্বা কথা বলা
ছুঁচোর কেত্তন - অবিরাম কলহ
তেলো হাঁড়ি - গম্ভীর
দস্ত-ব-দস্ত - হাতে হাতে
শাঁখের করাত - উভয় সংকট।
শ্বেতহস্তী পোষা - কর্মচারীদের জন্য অধিক অর্থব্যয়।
শাপের বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শরতের শিশির - সুসময়ের বন্ধু।
শ্যাম রাখি না কুল রাখি - উভয় সংকট।
শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ।
শিয়ালের যুক্তি - অকেজো যুক্তি।
দাঁও মারা - মোটা অংক লাভ করা
তুলসী বনের বাঘ - ভণ্ড সাধু
তেল নুন লকড়ি - মৌলিক প্রয়োজন
তুষের আগুন - দগ্ধকারী দুঃখ
গজেন্দ্র গমন/গদাই লস্করি চাল - মৃদু মন্থর গমন/আলসেমি
গাছে কাঁঠাল গোঁফে তেল - প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
জগদ্দল পাথর - গুরুভার
গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
ছ কড়া ন কড়া - সস্তা দর
ছা পোষা - অত্যন্ত গরিব
নেই আঁকড়া - এক গুঁয়ে
তুর্কি নাচন - নাজেহাল অবস্থা
তালপাতার সেপাই - অতি কৃশ ও দুর্বল
তিলকে তাল করা - অতিরঞ্জিত করা
তেলে বেগুনে জ্বলা - ক্রোধে অগ্নিশর্মা হওয়া
চোরা বালি - অদৃশ্য বিপদাশঙ্কা
চোরা না শুনে ধর্মের কাহিনী - অসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না
চোখ পাকানো - ক্রদ্ধ হওয়া
চুল পাকানো - অভিজ্ঞতা সঞ্চয় করা
চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন - নিঃসন্দেহ হওয়া
তেলও কম ভাজাও মুচমুচে - অল্প উপকরণে ভাল ব্যবস্থা
ছাই চাপা আগুন - অপ্রকাশিত প্রতিভা
টাকার আণ্ডিল - প্রভূত বিত্ত
টনক নড়া - চৈতন্যোদয় হওয়া
ঠাট বজায় রাখা - অভাব চাপা রাখা
ঠোঁট কাটা - স্পষ্টভাষী
গোবৈদ্য - আনাড়ী চিকিৎসক
গৌর চন্দ্রিকা - ভূমিকা, ভণিতা
গলগ্রহ - পরের বোঝা স্বরূপ থাকা
ঠেলার নাম বাবাজী - চাপ পড়লেই কাবু
ঠুটো জগন্নাথ - অকর্মণ্য
ছাই ফেলতে ভাঙ্গা কুলো - সামান্যর বিশেষ প্রয়োজন
গাছে না উঠতে এক কাঁদি - কাজে অবতীর্ণ হওয়া মাত্র ফল প্রাপ্তির আশা
গোদের উপর বিষফোঁড়া - যন্ত্রণার উপর যন্ত্রণা
তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু
ত্রিশঙ্কু অবস্থা - মধ্যাবস্থা
স্বখাত সলিল - নিজ বিপদ ডাকা
সাক্ষ্মী গোপাল - নিস্ক্রিয় দর্শক
থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া
হস্তীমুর্খ - বোকা
গজেন্দ্র গমন/গদাই লস্করি চাল - মৃদু মন্থর গমন/আলসেমি
হাড় জুড়ানো - শান্তি পাওয়া
ডান/দক্ষিণ হাতের ব্যাপার - ভোজন
নবমীর দশা - মূর্ছা
ঝিকে মেরে বৌকে শেখানো - একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
হাড়ে বাতাস লাগা - শান্তি পাওয়া
চোখের বালি - চক্ষুশূল
চাঁদের হাট - প্রিয়জনের সমাগম
চুনোপুটি - সামান্য লোক
চিনির বলদ - ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়

Medium Level ☆☆



গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ
গণ্ডায় আণ্ডা দেয়া - ফাঁকি দেয়া
ডাকাবুকো - দুরন্ত, নির্ভীক
থতমত খাওয়া - কিংকর্তব্যবিমূঢ় হওয়া
ডুবে ডুবে জল খাওয়া - গোপনে কাজ করা
ডামাডোল - গোলযোগ
তাক লাগা - আশ্চর্য হওয়া
তীর্থের কাক - সাগ্রহ প্রতীক্ষাকারী
তামার বিষ - অর্থের কু প্রভাব
তাল কানা - বেতাল হওয়া
গণেশ উল্টানো - ফেল মারা
গুণ গাওয়া - প্রশংসা করা
শনির দশা - দুঃসময়।শকুনি মামা - কুচক্রী লোক।
শাক দিয়ে মাছ ঢাকা - দোষ গোপনের বৃথা চেষ্টা।
শনির দৃষ্টি - কুদৃষ্টি।
ঝাকের কই - একই দলের লোক
ঝোপ বুঝে কোপ মারা - সুযোগ মত কাজ করা
জগাখিচুড়ি পাকানো - গোলমাল বাধানো
জলাঞ্জলি দেয়া - বিসর্জন দেয়াজাহান্নামে যাওয়া - গোল্লায় যাওয়া
গোবরে পদ্মফুল - নীচ কুলে মহৎ ব্যক্তি
গোবর গণেশ - মূর্খ
নাক সিটকানো - অবজ্ঞা করা
নাকে তেল দিয়ে ঘুমানো - নিশ্চিত থাকা
নকড়া ছকড়া - হেলাফেলা করা
নখ দর্পণে - পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত
নাচতে না জানলে উঠোন ভাঙা - অকর্মণ্য ব্যক্তি কাজে অসফলতার পর অন্যের দোষ দেয়
নিজের চরকায় তেল দেয়া - অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেয়া
ননীর পুতুল - শ্রমবিমুখ
চাচা আপন প্রাণ বাঁচা - স্বার্থপর
ঘোড়া রোগ - সাধ্যের অতিরিক্ত সাধ
ঢক্কা নিনাদ - উচ্চকণ্ঠে ঘোষনা
ঢেঁকির কচকচি - কলহ
ঘটিরাম - অপদার্থ, অযোগ্য
ঘর ভাঙানো - সংসার বিনষ্ট করা
ঘরে আগুন দেয়া - সংসারে বিবাদ বাধানো
টিমে তেতালা - অতিশয় মন্থর গতি
ঢলাঢলি - পরস্পর কেলেঙ্কারি
তেলে মাথায় তেল দেয়া - যার আছে তাকে আরো দেয়া
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া - মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘোড়ার ডিম - অলীক বস্তু
গলগ্রহ - পরের বোঝা স্বরূপ থাকা
গায়ে মানে না আপনি মোড়ল - স্বয়ংসিদ্ধ নেতা
ঘোড়ার ঘাস কাটা - বাজে কাজ করা
ঘাঘু - অভিজ্ঞ
সোনার কাঠি রূপোর কাঠি - বাচা মরার বস্তু
সোনার পাথরবাটি - অসম্ভব বস্তু
সোনায় সোহাগা - মণি কাঞ্চন যোগ
সাপে নেউলে - শত্রুভাবাপন্ন
ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি
ধরাকে সরা জ্ঞান করা - সকলকে তুচ্ছ ভাবা
ঢাকের কাঠি - তোষামুদে
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
গরু মেরে জুতা দান - বড় ক্ষতি করে সামান্য পূরণ
গৌর চন্দ্রিকা - ভূমিকা, ভণিতা 
বাঁ হাতের ব্যাপার - ঘুষ প্রহণ
বইয়ের পোকা - পড়ুয়া
বুকের পাটা - সাহস
বক ধার্মিক - ভণ্ড সাধু
বেগার ঠেলা - পারিশ্রমিকে কাজ করা
বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া - ক্ষমতা প্রদর্শন
বাঘের আড়ি - নাছোড়বান্দা, দুশমনি
বাঘের দুধ/চোখ - দুঃসাধ্য বস্তু
মেঘে মেঘে বেলা হওয়া - বয়স বাড়া
মাছের তেলে মাছ ভাজা - পরে পরে কার্যোদ্ধার
মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন
মণিহারী ফণী - প্রিয়জনের জন্য অস্থির লোক
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ
বর্ণচোরা আম - কপট ব্যক্তি
বজ্র আঁটুনি ফস্কা গেরো - বাহিরে আড়ম্বর ভিতরে শুন্য
বোঝার উপর শাকের আঁটি - অতিরিক্তের অতিরিক্ত
বিন্দু বিসর্জন - সামান্যতম
বিনা মেঘে বজ্রপাত - আকস্মিক বিপদ
বানরের গলায় মুক্তার হার - অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে - জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
বামন হয়ে চাঁদে হাত - অসম্ভব কিছুর পাবার চেষ্টা
বারো মাসে তেরো পার্বণ - উৎসবের আধিক্য
বারো মাস ত্রিশদিন - প্রতিদিন
ফুটো পয়সার লড়াই - সামান্য বিষয় নিয়ে বিবাদ
ফাঁদে পা দেয় - ষড়যন্ত্রে পড়া
ফেপে ওঠা - ধনবান হওয়া
ফপর দালালি - অতিরিক্ত চালবাজি
ফুলের আঘাত - সানান্য দুঃখ কষ্ট
ফোঁড়ন দেওয়া - টিপ্পনী কাটা
লেফাফা দুরস্ত - বাইরের পরিপাটি
লাগে টাকা দেবে গৌরী সেন - চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়
বারো ভূত - আত্নীয় লোকজন
বরের ঘরে পিসী কনের ঘরে মাসী - উভয় কুল রক্ষা করে চলা
বালির বাঁধ - অস্থায়ী বস্তু
বিষের পুঁটলি - হিংসুটে, বিদ্বেষী
বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু
বিষের পুঁটলি - হিংসুটে, বিদ্বেষী
বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু
বিসমিল্লায় গলদ - গোড়ায় গলদ
বিড়ালের আড়াই পা - ক্ষণস্থায়ী রাগ
বিড়াল তপস্বী - ভণ্ড সাধু
বিড়ালের খুদ - শ্রদ্ধার সামান্য উপহার
বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া - ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ
বাড়া ভাতে ছাই - আশা ভঙ্গ
বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ
খাল কেটে কুমির আনা - নিজ দোষে বিপদে পড়া
খয়ের খাঁ - চাটুকার/মোসাহেব

Lite Level ☆

হ-য-ব-র-ল - বিশৃঙ্খলা


ডুমুরের ফুল - অমাবস্যার চাঁদ
হাটে হাঁড়ি ভাঙা - গোপন কথা প্রকাশ
ঢাকের বাঁয়া - মূল্যহীন
ঢাকে কাঠি পড়া - সূচনা হওয়া
মান্ধাতার আমল - অতি প্রাচীনকাল
মহাভারত অশুদ্ধ - বড় রকমের অপরাধ
মড়ার উপর খাঁড়ার ঘা - দুর্বলের উপর সবলের অত্যাচার
মশা মারতে কামান দাগা - সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন
যক্ষের ধন - কৃপণের কড়ি
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় - যেখানে ভয়, সেখানে বিপদ হয়।
যত গর্জে তত বর্ষে না - আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম।
যদি হয় সুজন তেঁতুল পাতায় ন জন - মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।
যবনিকা পতন - পরিসমাপ্তি।
যম-যন্ত্রণা - মৃত্যু যন্ত্রণা।
যমের অরুচি - সহজে মরে না
ঢাক ঢাক গুড় গুড় - লুকোচুরি
হাতির পাঁচ পা দেখা - দুঃসাহসী হওয়া
জলে কুমির ডাঙায় বাঘ - উভয় সঙ্কট
জিলাপির প্যাঁচ - কুটিলতা
হাতির খোরাক - যে বেশি পরিমাণে আহার করে
হাত দিয়ে হাতি ঠেলা - অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা
হাতের লক্ষী পায়ে ঠেলা - সুযোগ হেলায় হারানো
গলাগলি - ঘনিষ্ঠতা
রাঘব বোয়াল - সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি।
রথ দেখা কলা বেচা - এক ঢিলে দুই পাখি মারা।
রাবণের চিতা - চির অশান্তি।
রাহুর দশা - দুঃসময়।
রক্ত গঙ্গা করা - খুনাখুনি করা
ভিজে বিড়াল - কপটচারী
ভিটায় ঘুঘু চড়ানো - সর্বনাশ করা
ভূতের ব্যাগার - অযথা শ্রম
ভূতের বাপের শ্রাদ্ধ - অপব্যয়
ভানুমতির খেল - যাদুবিদ্যা
ভরাডুবি - সর্বনাশ
ভূশণ্ডির কাক - দীর্ঘজীবী
ভাড়ে মা ভবানী - রিক্ত হস্ত
ভস্মে ঘি ঢালা - নিষ্ফল কাজ
রক্তের টান - স্বজনপ্রীতি।
দা-কুমড় - অহিনকুল
দু মুখো সাপ - দুজনকে দু রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
ষোলআনা - সম্পূর্ণ
ষোলকলা - সম্পূর্ণ
দুধের মাছি - সু সময়ের বন্ধু
দুধে ভাতে থাকা - ভোগে বা ঐশ্বর্যে থাকা
দুধ কলা দিয়ে সাপ পোষা - শত্রুকে সযত্নে লালনপালন করা
দহরম মহরম - অন্তরঙ্গতা
সুখের পায়রা - সুসময়ের বন্ধু
সুখে থাকতে ভুতে কিলায় - স্বেচ্ছায় দুঃখ বরণকারী
সাত পাঁচ ভাবা - নানা রকম চিন্তা
চকচক করলেই সোনা হয় না - চেহারাতে আসল গুণ ধরা পড়ে না
চোখে সর্ষে ফুল দেখা - বিপদে দিশাহারা হওয়া
চোখ কপালে তোলা - বিস্মিত হওয়া
চোখের মাথা খাওয়া - না দেখতে পাওয়া
লম্বা দেয়া - চম্পট দেয়া
লেজে গোবরে করা - বিশৃঙ্খালা
লেজে পা পড়া - স্বার্থে আঘাত লাগা
লালবাতি জ্বালানো - ধ্বংস হওয়া
চোখের মণি - অত্যন্ত প্রিয় বস্তু
চোখের নেশা - রূপের মোহ
চোখের পর্দা/চামড়া - লজ্জা
সাত সতেরো - অপ্রয়োজনীয় কথা
সাত খুন মাফ - অত্যধিক প্রশ্রয়
সাপের ছুঁচো পা দেখা - গর্বে অন্ধ হওয়া
নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
নয় ছয় - অপচয়
নাম ডুবানো - গৌরব বিসর্জন দেওয়া
সাপের ছুঁচো গেলা - উভয় সঙ্কটে পড়া
সবুরে মেওয়া ফলে - ধৈর্য ধরলে যথা সময়ে ফল পাওয়া যায়
সাপও মরে লাঠিও না ভাঙ্গে - উভয় কুল রক্ষা
সবে ধন নীলমণি - একমাত্র সন্তান
সপ্তমে চড়া - প্রচণ্ড উত্তেজনা
সস্তার তিন অবস্থা - সস্তার জিনিস প্রায়ই খারাপ থাকে
গোল্লায় যাওয়া - অধঃপাতে যাওয়া
ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক কথার অবতারণা
ধর্মের কল - সত্য
ধর্মপুত্র যুধিষ্ঠির - অত্যন্ত ধার্মিক
ধামা ধরা - চাটুকারিতা
ধর্মের ঢাক আপনি বাজে - পাপ কখনো চাপা থাকে না
ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার
গুড়ে বালি - আশায় নৈরাশ্য
গেঁয়ো যোগী ভিখ পায় না - নিজ দেশে গুণীর আদর নেই
গায়ে কাঁটা দেয়া - ভয়ে শিউরে ওঠা
গায়ে পড়া - অনধিকার চর্চা
টুইটম্বুর - ভরপুর
টাকার কুমির - বিত্তশালী
ঠোঁট ফুলানো - অভিমান করা
টাকার গরম - ধনের অহংকার
টক্কর দেয়া - প্রতিযোগিতা করা
ঘোড়ার ডিম - অলীক বস্তু
ঘোড়ার ঘাস কাটা - বাজে কাজ করা
ঘাঘু - অভিজ্ঞ
গায়ে হাত তোলা - প্রহার করা
হাড় হাভাতে - হতভাগ্য
মাটির মানুষ - নিরীহ ব্যক্তি
মেঘ না চাইতেই জল - আশাতীত ফল
মানিকজোড় - অন্তরঙ্গ বন্ধু
যমের দোসর - ভয়ানক লোক
খেজুলে আলাপ - অকাজের কথা
খণ্ড প্রলয় - তুমুল কাণ্ড
খণ্ড কপালে - দুর্ভাগ্য
পাকা ধানে মই দেয়া - বিপুল ক্ষতি করা
পুকুর চুরি - বড় রকমের চুরি
পগার পার হওয়া - পলায়ন করা
পটল তোলা - অক্কা পাওয়া
পেটে ভাতে - শুধু আহার্য
পুঁটি মাছের প্রাণ - ক্ষুদ্র প্রাণ
পটল তোলা - মারা যাওয়া
পান থেকে চুন খসা - সামান্য ত্রুটি হওয়া
পান্তা ভাতে ঘি - অপব্যবহার
পাপের ধন প্রায়শ্চিতে যায় - অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয়
পরের ধনে পোদ্দারি - অন্যের টাকায় বাহাদুরি
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা - পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার
পুরনো কাসুন্দি ঘাটা - অপ্রীতিকর আলোচনা
পশ্চিমদিকে সূর্য উঠা - অসম্ভব ব্যাপার
পালের গোদা - দলপতি
পোয়া বারো - সুসময়
গা ঢাকা দেয়া - আত্নগোপন করা
গো-মুর্খ - জড়বুদ্ধি
গোকুলের ষাঁড় - স্বেচ্ছাচারী, ভবঘুরে
গোঁফ খেজুরে - নিতান্ত অলস
গলায় গলায় ভাব - সৌহার্দ্য, গভীর ভাব
ছুঁচো মেরে হাত গন্ধ করা - সামান্য স্বার্থে দুর্নামের অর্জন
ছিনিমিনি খেলা - নষ্ট করা
ছারখার হওয়া - ধ্বংস হওয়া
ছেলের হাতের মোয়া - সহজলভ্য বস্তু
থানা পুলিশ করা - নালিশ করা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url