LearningHomebd.Com

Recent Affairs From Newspaper , Daily Newspaper world affairs Collection > Bank and BCS exclusive collection


 
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০১
প্রশ্নঃ দেশে করোনায় আক্রান্তের হার সবচেয়ে কম (আজ পর্যন্ত) কোন জেলায় ?  
উত্তরঃ নেত্রকোনা (প্রতি ১০ লাখে ২৭২ জন)
NOTE: আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায় যা প্রতি ১০ লাখে ২২ হাজার ৪২৬ জন। ২য় অবস্থানে ফরিদপুর- প্রতি ১০ লাখে আক্রান্ত ৩ হাজার ১৪৪ জন। আর দেশে আক্রান্তের হার প্রতি ১০ লাখে ২ হাজার ১২৫ জন
প্রশ্নঃ  আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্য কী ?
উত্তরঃ "I am Generation Equality: Realizing Women’s Rights”
প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার
NOTE: আন্তর্জাতিক নারী দিবস-৮ মার্চ

প্রশ্নঃ কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে (লাল মাটির ন্যাড়া কোর্ট) খেলা হয় ?
উত্তরঃ ফরাসি ওপেন ।
প্রশ্নঃ Principia Mathematica বইটি কার লেখা ?
উত্তরঃ স্যার আই জ্যাক নিউটন ।
প্রশ্নঃ বিশ্ব বন্ধু দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ৩০ জুলাই।
প্রশ্নঃ স্যার হ্যারল্ড ইভানস কে ছিলেন ?
উত্তরঃ কিংবদন্তি সম্পাদক।
NOTE: তিনি ছিলেন ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সম্পাদক।  তাঁর উল্লেখযোগ্য বই- ‘দ্য অ্যামেরিকান সেঞ্চুরি’, ‘দ্য মেড অ্যামেরিকা’

প্রশ্নঃ পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলফা কুন্ডে।
প্রশ্নঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মাহিন্দা রাজাপক্ষে।
প্রশ্নঃ জুলু সম্প্রদায় কোন দেশে বাস করে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০২ 
প্রশ্নঃ নিচের কোন খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
NOTE: দিবসটির এ বারের প্রতিপাদ্য- হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ।

প্রশ্নঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন দ্বীপ।
প্রশ্নঃ দেশে সরকারি কলেজ কতটি?
উত্তরঃ ৬৩২ টি।
প্রশ্নঃ জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ কৃষি বিলের প্রতিবাদে সম্প্রতি কোন দেশে কৃষি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ভারতে।
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেসনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন?
উত্তরঃ পাঁচ দফা।
প্রশ্নঃ বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে ?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
তথ্যঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-২৯তম অধিবেশনে।
জাতীয় ডাকটিকেট দিবস-২৯ জুলাই।
প্রশ্নঃ ফিজির রাজধানির নাম কী ?
উত্তরঃ সুভা।
তথ্যঃ দেশটির প্রধানমন্ত্রীর নাম- ফ্র্যাঙ্ক বেইনিমারামা।  

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৩
প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৮১ সাল ।
তথ্যঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস-১৭ মে (১৯৮১)।
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
প্রশ্নঃ কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
প্রশ্নঃ ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
প্রশ্নঃ ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
প্রশ্নঃ সম্প্রতি গবেষকরা জর্দা ও পান মসলায় কিসের উপাদান পেয়েছেন?
উত্তরঃ ক্যানসারের উপাদান।
তথ্যঃ বিশ্ব ক্যানসার দিবস- ৪ঠা ফেব্রুয়ারি।
প্রশ্নঃ ধোঁয়াহীন তামাকপণ্য ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ কততম ?
উত্তরঃ ২য়।
প্রশ্নঃ জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী কবে ইন্তেকাল করেন ?
উত্তরঃ ২৮ এপ্রিল, ২০২০ ।  
তথ্যঃ সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক এবং কাজী মোতাহার হোসেনকে নিয়োগ দেয়া হয়।এ পর্যন্ত ২৫ জনকে এ পদে নিয়োগ দেয়া হয় (উইকিপিডিয়া)।
প্রশ্নঃ জাতীয় কন্যাশিশু দিবস কবে ?
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ।
তথ্যঃ  ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা আছে- ৩০ টি।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ-৩০ বছর।
ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্বকাল -৩০ বছর।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতায় ছিলেন-৩০ বছর।  
 
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৪
প্রশ্নঃ সারাদেশে  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি কয়টি ?
উত্তরঃ ১১ টি ।
প্রশ্নঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির
তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
প্রশ্নঃ পাকিস্তানি কারাগার থেকে মুক্তি >>৮জানু, ১৯৭২।
প্রশ্নঃ  স্বদেশ প্রত্যাবর্তন >> ১০জানুয়ারি ১৯৭২।
তথ্যঃ ওসিসির মাধ্যমে সহিংসতার (শারীরিক, যৌন ও দহন) শিকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা , পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা , আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়।
প্রশ্নঃ বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
প্রশ্নঃ ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
প্রশ্নঃ ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ  যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু সাফারি কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজীপুর।
তথ্যঃ ডুলাহাজারা সাফারি পার্ক – কক্সবাজারে।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রেসিডেন্ট ট্রাম্প কাকে মনোনীত করেছেন ?
উত্তরঃ অ্যামি কোনি ব্যারেট ।
তথ্যঃ সম্প্রতি মৃত্যুবরণকারী সুপ্রিম কোর্টের বিচারপতির নাম- রুথ বেডার গিন্সবার্গ।

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৫
তথ্যঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর লন্ডনে।
প্রশ্নঃ বিশ্ব নিরামিষ দিবস কবে ?
উত্তরঃ ১ অক্টোবর ।
প্রশ্নঃ এসডিজি উত্তরণে মানবসম্পদ সুচকে মার্জিনাল পয়েন্ট কত থাকতে হবে ?
উত্তরঃ ৬৬।
বঙ্গবন্ধু সর্ম্পকে প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ বঙ্গবন্ধু উপাধি >> ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
প্রশ্নঃ জাতির জনক >> ৩মার্চ ১৯৭১। আ, স, ম আব্দুর রব। পল্টন ময়দানে
প্রশ্নঃ রাজনীতির কবি (Poet of politics) >> ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী >> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার >> ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্নঃ বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। >> ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬।
প্রশ্নঃ ছয় দফা দিবস >> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
প্রশ্নঃ নির্বাচনকে সামনে রেখে কর ফাঁকির অভিযোগ উঠেছে কোন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ।
তথ্যঃ যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ রা নভেম্বর, ২০২০ ।
প্রশ্নঃ সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ার কোন দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে ?
উত্তরঃ ভারত।
প্রশ্নঃ বাংলাদেশ -এর নামকরণ করেন >> ৫ডি: ১৯৬৯।
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯। শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর, ১৯৫৫। সম্পাদক হন ১৬ নভে: ১৯৫৩।
প্রশ্নঃ শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন >> ১৯৬৬।
প্রশ্নঃ বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন >>১২ জানু, ১৯৭২।

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৬
 ১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ
প্রশ্নঃ ৩মার্চ পল্টন ময়দানে “স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ” কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
প্রশ্নঃ এপ্রিল মাসে “নিউজ উইক” ম্যাগাজিন ওনাকে “Poet of Politics” (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল “সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস
প্রশ্নঃ  ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
প্রশ্নঃ  বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৭
প্রশ্নঃ  আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
প্রশ্নঃ  আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
প্রশ্নঃ  শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ  শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
প্রশ্নঃ  কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা
করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

প্রশ্নঃ  বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
 
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৮
প্রশ্নঃ  বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
===========================
বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?
———————————–
ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫
বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২
আরবি ৮ শাবান ১৩৯৫
সেদিন শুক্রবার ছিল।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে ?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
প্রশ্নঃ  বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বা তিনি কোথায় ছিলেন?
144 ভঙ্গকরলে তাঁকে জেলে যেতে হয়।
বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল কতটি ?
১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)/২৯টি(সজীব ভাইভা/ওরাকল এ বই)
প্রশ্ন : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন ?
কোথাও ১৯ বার আবার কোথাও ২২ বার দেয়া আছে। ১ম ১৯৩৮ সালে।
——————————
১৯৩৮ সালে মার্চ- এপ্রিল প্রথম জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত আত্মজীবনী)
১.১১ ই মার্চ১৯৪৮ শেখ মুজিব প্রথম গ্রেফতার হন।
২.১৪ ই অক্টোবর ১৯৪৯ শেখ মুজিব ২য় বার গ্রেফতার হন।
৩.১১ ই অক্টোবর ১৯৫৮ শেখ মুজিব ৩য় বার গ্রেফতার হন।
৪.৬ ই ফেব্রুয়ারি ১৯৬২ শেখ মুজিব ৪র্থ বার গ্রেফতার হন।
৫.১৮ই জানুয়ারি ১৯৬৮ শেখ মুজিব ৫ম বার গ্রেফতার হন।
৬.২৬ মার্চ ১৯৭১ শেখ মুজিব ষষ্ঠ বার গ্রেফতার হন।

এগুলো উল্লেখ যোগ্য । এছাড়াও অসংখ্যবার তিনি গ্রেফতার হন । কোথাও কোথাও ৩১বারের উল্লেখ আছে।

1971 মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল ?
প্রথমে প্রতিবেশী মোশারফ হোসেন এর বাড়িতে, এরপর মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে এবং সবশেষে ১৮ নম্বর রোডে ।


দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৯
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২ সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে একটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন
১. সিরাজুল আলম খান
২. তোফায়েল আহমেদ
৩. ফজলুল হক মনি
৪.আব্দুর রাজ্জাক
৫.কাজী আরিফ
৬.মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।
বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের নিজের সন্তানদের মতোই আদর করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায় ১৯৬৪সালে বাংলাদেশ স্বাধীন করার কথা প্রচারে আসে। িএবং স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ।
বঙ্গবন্ধুর >>>>> ৪খলিফা

নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে দায়িত্ব দেয়া হয় তারা হলেন
১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >> নূর আলম সিদ্দিকী
২. তত্কালীন ছাত্রলীগের সা. সম্পাদক >>শাহাজান সিরাজ
৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত ভিপি >> আ, স. ম , আব্দুর রব
৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত জি, এস >>আব্দুল কুদ্দুস মাখন
মুজিব ব্যাটারি
.————-------------
স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১সালের ২২জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর
প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি‘ ।
মুজিব বাহিনী
————————–
১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে
গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী
===================
প্রশ্ন:১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?
পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন
বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো
অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:
১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ
8. অসমাপ্ত আত্মজীবনী
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)

দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১০
প্রশ্নঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে?
উঃ ২৮ সেপ্টেম্বর।  এবারের প্রতিপাদ্য - " তথ্য অধিকার, সংকটে হাতিয়ার "।
তথ্যঃ  
> প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন- ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭।
> দেশে রাষ্ট্রীয় বনভূমি নেই- ২৮ জেলায়।
> নারী- পুরুষের সমান অধিকার  সংবিধানের -২৮ নং অনুচ্ছেদে।
> নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
> বিশ্ব হেপাটাইটিস দিবস- ২৮ জুলাই।
প্রশ্নঃ নদী কমিশনের তথ্যমতে,  দেশে নদ-নদীর সংখ্যা কত?  
উঃ ৭৭০ টির বেশি।
তথ্যঃ  
>সরকারি সংস্থার মতে, নদ-নদীর সংখ্যা ৪০৫ টি।
>নদী বিশেষজ্ঞ এর মতে, এ সংখ্যা ১,১৭৮ টি।
>মাধ্যমিক ভূগোল বই- ৭০০ টি।
>বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক- ৩১০ টি।
>ছোটদের বিশ্বকোষ - ২৩০ টি।
প্রশ্ন:মিসরের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আবদেল ফাত্তাহ আল- সিসির।
প্রশ্ন: ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মাহমুদ আব্বাস ।  
প্রশ্ন: নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের জন্য কী প্লান ঘোষণা করেছেন?  
উত্তরঃ প্লাটিনাম প্লান।
প্রশ্ন:এমসি কলেজ দেশের কোন জেলায় অবস্থিত?  
উত্তরঃ সিলেট।
প্রশ্ন:এমসি কলেজের পূর্ণ নাম কী?
উত্তরঃ মুরারিচাঁদ কলেজ (১৮৯২)। 
 
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১১
এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০৭ টি দেশের মধ্যে বাংলাদেশ কততম হয়েছে?
উঃ ৩৮ তম ( গত বছর ছিল ২৬তম)
তথ্যঃ এবার  বাংলাদেশ ১ টি রুপা ও ৫ টি ব্রোঞ্জ জিতেছে।
প্রশ্ন:অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাক্রান্ত হয়ে কবে ইন্তেকাল করেন?  
উঃ ২৭ সেপ্টেম্বর, ২০২০।
তথ্যঃ তিনি ছিলেন ১৫ তম অ্যাটর্নি জেনারেল।  তার জন্মঃ ১৭ ফেব্রুয়ারি,১৯৪৯ সালে মুন্সিগঞ্জে।
প্রশ্ন:সম্প্রতি দেশের কোথায় ৭০ বছরের ইতিহাসে ২৪ ঘণ্টায় ৪৪৭ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে?  
উঃ রংপুর।
তথ্যঃ এরকম অতিবৃষ্টি হয়েছিল ১৯৮৭,১৯৮৮ ও ১৯৯৮ সালে।
প্রশ্ন:সম্প্রতি ইউরোপের কোন দেশে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অবাধ চলাচল বন্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে?  
উঃ সুইজারল্যান্ড।
তথ্যঃ দেশটি ইইউ'র সদস্য নয় এবং দেশটির ৬৫% মানুষ প্রস্তাবটির বিরোধিতা করছে।  ১৯৯২ সালে সুইজারল্যান্ড ইইউর সদস্য হতে চেয়েছিল।
প্রশ্নঃ  ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

প্রশ্ন:নাগোরনো - কারাবাখ সীমান্ত নিয়ে সম্প্রতি কোন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে?  
উঃ  আজারবাইজান ও আর্মেনিয়া।
প্রশ্ন:তুরস্কের প্রেসিডেন্টের নাম কী?
উঃ রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রশ্ন:উন্নত দেশগুলোর সংগঠন OECD এর মতে, করোনায় বিশ্বে মাথাপিছু ক্ষতি  কত ডলার?
উঃ ৯০০ ডলার।
তথ্যঃ
OECD = Organisation for Economic Co-operation and Development.
প্রতিষ্ঠা-১৯৬১ সাল। সদর দপ্তর - প্যারিস।  
আজকের ( ২৭/০৯/২০২০) পত্রিকা থেকে
।।সহযোগিতায়- মুজিবুর রহমান জয়।।
প্রশ্ন:বিশ্ব নদী দিবস কবে?
উত্তরঃ ২৭ সেপ্টেম্বর।
তথ্যঃ
>  বিশ্ব নাট্য দিবস - ২৭ মার্চ।
> সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী - সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে।
 
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১২
প্রশ্ন:দেশে বর্তমানে সচিব পদমর্যাদায় আছেন কতজন?  
উত্তরঃ ৭৬ জন।
তথ্যঃ অতিরিক্ত সচিব-৫৬৮ জন,  যুগ্ম সচিব- ৭৫১ জন, উপসচিব - ১,৬৩৩ জন।
প্রশ্ন:চাপের মুখে সম্প্রতি পদত্যাগ করা লেবাননের প্রধানমন্ত্রীর নাম কী?  
উত্তরঃ মুস্তাফা আদিব।  
*** ভয়াবহ বিস্ফোরণের কারণে দেশটি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: সম্প্রতি দেশের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি উত্তরবঙ্গ এলাকায় কোন গাছ কমানোর কথা বলেছেন?  
উত্তরঃ ইউক্যালিপটাস।
প্রশ্নঃ এ বছর (২০২০) কোন সংস্থার প্লাটিনামজয়ন্তী অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জাতিসংঘ।
তথ্যঃ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ বর্তমানে দেশের পররাষ্ট্রসচিবের নাম কী?
উত্তরঃ মাসুদ বিন মোমেন।
তথ্যঃ দেশের প্রথম পররাষ্ট্র সচিব- সৈয়দ আনোয়ারুল করিম (এস এ করিম)।তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি । আর বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা। বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম- এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম- মোঃ শাহরিয়ার আলম।
প্রশ্নঃ বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ ১০৩.৪৮ মিলিয়ন ।
প্রশ্নঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ কে?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্নঃ এ বছর সাহিত্যে নিউইয়র্কে মুক্তধারার বাংলা বইমেলা পুরস্কার পাচ্ছেন কে?
উত্তরঃ সেলিনা হোসেন।
প্রশ্নঃ কাতারের আমিরের নাম কী?
উত্তরঃ তামিম বিন হামাদ আল থানি।
প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ এমানুয়েল মাখোঁ।
প্রশ্নঃ সিএএ-বিরোধী বিক্ষোভ করে টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় নাম লিখিয়েছেন কোন ভারতীয় নারী ?
উত্তরঃ বিলকিস।
তথ্যঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে বাংলায় প্রথম বক্তৃতা করেন- অক্টোবর, ১৯৯৬ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তরঃ  ১৯৭৯ সালে।
তথ্যঃ বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রশ্নঃ করোনা ভাইরাস শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করতে যাচ্ছে কোন দেশ?
উত্তরঃ ফিনল্যান্ড।
তথ্যঃ ফিনল্যান্ডের রাজধানীর নাম – হেলসিংকি।
প্রশ্নঃ এবারের আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ( আইওআই) বাংলাদেশ কী পদক পেয়েছে ?
উত্তরঃ ব্রোঞ্জ।

 দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১৩
প্রশ্নঃ বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?
উত্তরঃ ২০১৬-২০২০ (অর্থবছর)।
তথ্যঃ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ২০২০-২০২৫ ।
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ১৯৭৩-১৯৭৮।
প্রশ্নঃ  সেরা চলচ্চিত্রে  অস্কার ২০২০ জিতেছে কোন সিনেমা ?
উত্তরঃ প্যারাসাইট।
তথ্যঃ দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের (৯২তম) অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন ?
১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ – শ্রম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :
১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া
২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা
৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা
৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA
৫. রিসালাদার মোসলেহ উদ্দিন = USA
৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।
কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?
বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০
অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
বঙ্গবন্ধুর >> নিউক্লিয়াস
তথ্যঃ প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয়।
প্রশ্নঃ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০১৯/২০ এ সর্বোচ্চ গোলদাতা কে ?
উত্তরঃ Robert Lewandowski
প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালের এক নম্বর ব্যাটসম্যান কে ?
উত্তরঃ বিরাট কোহলি
প্রশ্নঃ ৪ আগস্ট,২০২০ লেবাননের রাজধানী বৈরুতে কোন রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে
উত্তরঃ অ্যামোনিয়াম নাইট্রেট।
প্রশ্নঃ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানে কোন দল জেতার পরেও সরকার গঠন করতে দেয়া হয়নি?
উত্তরঃ আওয়ামী লীগ ।
প্রশ্নঃ ইউএস ওপেন ২০২০ এ পুরুষ এককে বিজয়ী কে ?
উত্তরঃ ডমিনিক থিম
প্রশ্নঃ অ্যাপলের সদরদপ্তর খ্যাত অ্যাপল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
প্রশ্নঃ আগস্ট,২০২০ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উত্তরঃ ৩৮,৮৫০ মিলিয়ন

 দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১৪
প্রশ্নঃ  বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের
আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
প্রশ্নঃ  বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
প্রশ্নঃ ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
প্রশ্নঃ বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
প্রশ্নঃ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
প্রশ্নঃ দেশে কোন উপজেলায় প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়?
উত্তরঃ দেবীদ্বার, কুমিল্লা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url