LearningHomebd.Com

BCS Preliminary Digest Most Common MCQ Test For Bangla


তৎসম , অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী ও দেশি শব্দগুলো মনে রাখার সহজ পদ্ধতিঃ
তৎসম শব্দঃ
 "হস্ত" এ যদি থাকে "শক্তি"
"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।
"ভবনের" "পত্র" "ধর্ম",
"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"
"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"

 অর্ধতৎসম শব্দঃ
"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।
"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান

 তদ্ভব শব্দঃ
 "আখি" "আজ" করেছে "কাজ",
"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।
"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।
"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",
"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"

পর্তুগিজ শব্দঃ
 "পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,
তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।
"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।
"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-
স্বামী আর "ইস্তিরি"
"পেরেক" মারে "মিস্ত্রি"।

তুর্কি শব্দঃ
"বিবি" "বেগম" "কোর্মা" খায়,
"বাবা" "বাহাদুর" দেশ চালায়।
"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,
"গালিচা" য় "কুলি" র "লাশ"।
"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।

 দেশি শব্দঃ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচন
  • তালকানা - বেতাল হওয়া
  • গোবরগণেশ - মূর্খ
  • একচোখা - পক্ষপাতদুষ্ট
  • মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন
  • চিনির পুতুল - পরিশ্রমকাতর
  • নেই আকড়া - একগুঁয়ে
  • ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা
  • ইতর বিশেষ - পার্থক্য
  • কেউকেটা - সামান্য
  • ধামাধরা - চাটুকারিতা
  • চুনোপুঁটি - তুচ্ছ
  • হাত করা - বশে আনা
  • ভাতে মারা -অনাহারে রেখে মারা
  • পা চালানো - দ্রুত চলা
  • পঞ্চমুখ - শক্তি
  • উলুখাগড়া - নিরীহ প্রজা
  • বিধির বিড়ম্বনা - অদৃষ্টের পরিহাস
  • খাস তালুকের প্রজা - নিঃস্ব ব্যক্তি
  • শকুনি মামা - কুচক্রী লোক।
  • খন্ড প্রলয় - তুমুল কান্ড
  • মহাপ্রলয় - অশনিসংকেত
  • আকাশ ভেঙে পড়া - হঠাৎ বিপদ হওয়্
  • অন্ধকার দেখা - হতবুদ্ধি
  • বর্ণচোরা - কপটচারী
  • কাক নিদ্রা - অগভীর সর্তক নিদ্রা
  • উত্তম-মধ্যম - প্রহার/মারা
  • ইঁদুর কপালে - মন্দভাগ্য
  • কাষ্ট হাসি - শুকনো হাসি
  • গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ
  • কান ভারী করা - কুপরামর্শ দেওয়া
  • কংস মামা - নির্দয় আত্নীয়
  • ভিজা বিড়াল - কপট
  • নাটের গুরু - মূলনায়ক
  • আকাশ কুসুম - অলীক কল্পনা
  • মাছের মা -নিষ্ঠুর
  • আষাঢ়ে গল্প - গাজাঁখুরি গল্প
  • আড়গম-বাগড়ম - অর্থহীন কথা
  • বক দেখানো - অশোভনভাবে বিদ্রুপ করা
  • ফেকলু পার্ট - কদরহীন লোক।
  • কাক ভূষণ্ডি - দীর্ঘায়ু ব্যক্তি
  • কুল কাঠের তীব্র জ্বালা
  • গৌরচন্দ্রিকা - ভূমিকা
  • বকধার্মিক - ভন্ড
  • অগস্ত্যযাত্রা - শেষ বিদায়
  • মুখচোরা - লাজুক
  • সুখের পায়রা - সুসময়ের বন্ধু
  • উনপাঁজুরে - হতভাগ্য
  • একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়
  • অকাল কুষ্মাণ্ড - অপদার্থ (কুঁড়ে স্বভাবেরর)
  • তাসের ঘর - ক্ষণস্থায়ী
  • কানকাটা - বেহায়া
  • শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ
  • সাতেও না পাঁচেও না - স্বতন্ত্র
  • তামার বিষ - অর্থের কুপ্রভাব
  • বাঘের চোখ - অসম্ভব বস্তু
  • অকালে বাদলা - অপ্রত্যাশিত বাধা
  • চোখের বালি - শত্রু ( চক্ষুশূল)
  • ভরাডুবি - সর্বনাশ
  • ঠোঁটকাটা - স্পষ্টভাষী
  • দহরম - মহরম - ঘনিষ্ঠ সম্পর্ক
  • কূপমণ্ডূক - সীমিত জ্ঞানের মাুষ
  • কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব ব্যাপার
  • গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
  • বড়োর পিরিত বালির বাঁধ - ভঙ্গুর
  • কত ধানে কত চাল - টের পাওয়ানো
  • পায়াভারী - অহংকারী
  • আমড়া কাঠের ঢেঁকি - অকেজো
  • তেলও কম ভাজাও মচমচে - অল্প উপকরণে ভাল ব্যবস্থা
  • ঝাঁকের কই - একই দলের লোক
  • ঝিকে মেরে বউকে শেখানো - একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া
  • পটল তোলা - মারা যাওয়া
  • দস্তবদস্ত - হাতে-হাতে
  • ডুমুরের ফুল - বিরল বস্তু
  • লেফাফাদুরস্ত - বাইরের ঠাট বজায় রেখে চলা
  • গুড়ে বালি - আশায় নৈরাশ্য
  • জুতো সেলাই থেকে চন্ডীপাঠ - ছোটো-বড়ো যাবতীয় কাজ করা
  • ওজন বুঝে চলা - আত্নসম্মান রেখে চলা
  • দুধের মাছি - সুসময়ের বন্ধু
  • রাজঘোটক - চমৎকার মিল
  • শাঁখের করাত - উভয় সংকট
  • আক্কেল সেলামি - নির্বুদ্ধিতার দন্ড
  • আটকপালে - হতভাগ্য
  • জগদ্দল পাথর - গুরুভার
  • নাতিদীর্ঘ - অতি দীর্ঘ নয়
  • আকাশ-পাতাল - প্রচুর ব্যবধান
  • নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
  • অর্ধচন্দ্র - গলা ধাক্কা দেওয়া
  • ঠাট বজায় রাখা - অভাব চাপা রাখা
  • ঢাকঢাক গুড়গুড় - গোপন রাখার চেষ্টা
  • পুকুরচুরি - বড় ধরনের চুরি
  • ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার
  • ঢাকের কাঠি - তোষামুদে
  • হাত ভারী - কৃপণ
  • রাম গরুড়ের ছানা - গোমড়ামুখো লোক
  • গাছ পাথর - হিসাব-নিকাশ
  • ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ
  • শাপে বর - অনিষ্ট করতে গিয়ে ভাল করা
  • ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি
  • রাবণের চিতা - চির অশান্তি
  • নয়ছয় - অপচয়
  • হাড়হাভাতে - হতভাগ্য
  • গাছে তুলে মই কাড়া - আশা দিয়ে আশ্বাস ভঙ্গ করা
  • আকাশের চাঁদ হাতে পাওয়া - দুর্লভ বস্তু প্রাপ্তি
  • একক্ষুরে মাথা মোড়ানো - একই স্বভাবের/ একই দলভুক্ত
  • ঢাকের বাঁয়া - অপ্রয়োজনীয়
  • তুলসী বনের বাঘ - ভন্ড
  • ডাকাবুকো - দুরন্ত
  • উড়নচন্ডী -অমিতব্যয়ী
  • বিড়াল তপস্বী - ভন্ড লোক
  • রুই-কাতলা - প্রতিপত্তিশালী লোকজন
  • গোঁফখেজুরে - নিতান্ত অলদ
  • অমাবস্যার চাঁদ - দুর্লভ বস্তু
  • গভীর জলের মাছ - অতি চালাক / ধূর্ত
  • আদায়-কাঁচাকলায় - শত্রুতা
  • দা-কুমড়া - ভীষণ শত্রুতা
  • সাপেনেউলে - শত্রুভাবাপন্ন
  • উনপঞ্চাশ বায়ু - পাগলামি
  • আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রতা
  • অল্পবিদ্যা ভয়ংকরী - সামান্য বিদ্যার অহংকার
  • ষোলো আনা - সম্পূর্ণ
  • সাত সতেরো - বিচিত্র রকমের
  • গণেশ উলটানো - ফেল মারা / উঠে যাওয়া
  • টইটম্বুর - ভরপুর
আরো কিছু MCQ দেখে নিন
০১| সমজাতীয় একাধিক পদ পরস্পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
উত্তর: কমা বসে (যেমন সুখ,দুঃখ,আশা,নৈরাশ্য)

০২| সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর→সম্+লাপ
তেমনি সম্+বাদ=সংবাদ

০৩| "আকাশে"চাঁদ উঠেছে "আকাশে"কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→অধিকরণে ৭মী (আকাশের যে কোন এক জায়গায়)

০৪| তার টাকা আছে কিন্তু দান করেন না।কোন ধরনের বাক্য?
উত্তর→যৌগিক বাক্য
(কিন্তু,সুতরাং,এবং ইত্যাদি যৌগিক অব্যয়)

০৫| "কাজলকালো"এর সঠিক ব্যাসবাক্য কী?
উত্তর→কাজলের ন্যায় কালো।
(উপমান কর্মধারয় সমাস কারণ কাজল বিশেষ্য কালো বিশেষণ)

০৬| জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর→সম্মুখ স্বরধ্বনি

০৭| বিনা যত্নে উৎপন্ন হয় যা"এক কথায়?
উত্তর→অযত্নসম্ভূত

০৮| তালব্য বর্ণ কোনগুলো?
উত্তর→চ,ছ,জ,ঝ(প্রশ্ন অস্পষ্ট)

০৯| মাছের মায়ের পুত্র শোক কী?
উত্তর→মিথ্যা শোক

১০| কোন বানানটি সঠিক?
উত্তর→কনিষ্ঠ
সমাধান→রমজান

১১| মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ?
উত্তর→প্রযোজক ক্রিয়ার

১২| "ঢেউ"এর প্রতিশব্দ কী?
উত্তর→ঊর্মি

১৩| "একেই কি বলে সভ্যতা" কার রচনা?
উত্তর→মাইকেল মধুসূদনের

১৪| কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর→ইতি
(অব,অতি,পরি সংস্কৃত)

১৫| কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তর→চালবাজ(ফারসি বাজ প্রত্যয়)
(কলমবাজ,ধান্দাবাজ ধোঁকাবাজ ইত্যাদি)

১৬| নদীটি উত্তরমুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর→দিক অর্থে

১৭| কোনটি সঠিক বানান?
উত্তর→সৌজন্য
(সৌজন্যতা প্রত্যয় জনিত ভুল)

১৮| শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর→তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি

১৯| কোনটি তদ্ভব শব্দ?
উত্তর→চাঁদ-----চন্দ্র>চাঁদ
(চন্দ্র, সূর্য,গগন,ভবন,পবিত্র তৎসম)

২১| কোন বানানটি সঠিক?
উত্তর→যথোচিত
(যথোচিত অর্থ যথেষ্ঠ বা উপর্যুক্ত)

২২| ইট-পাথরের দালান,এখানে "ইট-পাথরের" কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→করণে ৭মী

২৩| ছেড়া চুলে খোপা বাঁধা"মানে?
উত্তর→বৃথা চেষ্টা

২৪| ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি?
উত্তর→কৃপণ
(যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- ব্যয় কুণ্ঠ)

২৫| উপকূল কোন সমাস?
উত্তর→অব্যয়ীভাব সমাস
(কূলের সদৃশ=উপকূল)

২৬| কোন বানানটি সঠিক?
উত্তর→অভ্যন্তরী

২৭| উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে কী বলে?
উত্তর→ওষ্ঠ ধ্বনি

২৮| "চিকুর"শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
উত্তর→কর

২৯| নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
উত্তর→খণ্ডিত

৩০| সৈয়দ শামসুল হকের নাটক কোনটি?
উত্তর→পায়ের আওয়াজ পাওয়া যায়
(এটি কাব্যনাট্য-১৯৭৫)

৩১| কোন বানানটি সঠিক?
উত্তর→গৃহিনী

৩২| বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
উত্তর→নিমরাজি(ফারসি উপসর্গ)

১৩| কোনটি তৎসম শব্দ?
উত্তর→লক্ষ্য

৩৪| কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর→তাহার জীবন সংশয়াপূর্ণ

৩৫| এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা কোন অর্থে ব্যবহৃত?
উত্তর→সংকুলান হওয়া

৩৬| নাসিক্য বর্ণ কোনগুলো?
উত্তর→ঙ,ঞ,ণ

৩৭| সমাসবদ্ধ পদ বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে?
উত্তর→হাইফেন

৩৮| বাবুল পড়ে"এ বাক্যে পড়ে কোর ক্রিয়া?
উত্তর→অসমাপিকা ক্রিয়া
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url