বিসিএস প্রিলির প্রিপারেশনের মধ্যে যে কাজগুলো বর্জন করবেন
১. ইংরেজি সাহিত্যের জন্য কোচিংয়ের দেওয়া গাদা গাদা লেকচার শিট বা আলাদা বই ফলো করবেন না। শুধু যেকোনো ডাইজেস্ট পড়লেই সাহিত্যের দশ থেকে বারো নম্বর কমন পাবেন। এসব ৮০/১০০ পৃষ্ঠার বই পড়লে বাকিসব বিষয় ভুলে যাবেন।
২. সাম্প্রতিক প্রশ্নের ৪/৫ নাম্বারের জন্য বাজারের বিভিন্ন রকম বস্তাপঁচা বই পড়বেন না। সাধারণ জ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের জন্য যেকোন একটা প্রকাশনীর বই পড়লেই যথেষ্ট, সাম্প্রতিকের জন্য আলাদা বই লাগে না।
৩. সারাবছর সাধারণ জ্ঞান + ভূগোল পড়ে পড়ে পাগল হবেন না, এখানে অনিশ্চিত ৫০+১০ নম্বর এর জন্য প্রিপারেশন নষ্ট না করে নিশ্চিত বাকি ১৩০ এর জন্য আরও বেশি সময় দিন। এগুলোতে নিশ্চিত কমন পাবার মত প্রশ্ন আছে।
৪. নৈতিকতা-সুশাসন বিষয়টা পড়া পুরোপুরি বাদ দেন, এটা দেয়া হয় নম্বর কেটে ফাঁদে ফেলার জন্য। এটা পড়লে ধরা খাবেন, আর না পড়লে এমনিতেই ৩/৪ কমন পাবেন।
৫. যেকোনো বিষয়ে একটা করে ভালো প্রকাশনীর বই পড়ুন, অতিরিক্ত বই আপনার ভালো প্রিপারেশন নষ্ট করবে।
৬. যথাসম্ভব গুছিয়ে কম তথ্য পড়ুন এবং প্রয়োজনীয় তথ্য মাথায় রাখুন, রাস্তা ঘাটে যে যা বলবে তা মুখস্থ করলে সব ভুলে যাবেন। মোটামুটি সব সময় কমন কিছু প্রশ্নই আসে, কাজেই বেছে বেছে দরকারি অংশগুলোই পড়ুন।
★বিসিএস বা সরকারি চাকরিই জীবন না। যেকোনো নৈতিক পেশা অবলম্বন করে সুষ্ঠু সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকাটাই মূল বিষয়।
সবার জন্য শুভকামনা
লেখক-
Zakir's BCS specials
পেইজের এডমিন প্যানেলের সদস্য,
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা (সুপারিশপ্রাপ্ত)
২. সাম্প্রতিক প্রশ্নের ৪/৫ নাম্বারের জন্য বাজারের বিভিন্ন রকম বস্তাপঁচা বই পড়বেন না। সাধারণ জ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের জন্য যেকোন একটা প্রকাশনীর বই পড়লেই যথেষ্ট, সাম্প্রতিকের জন্য আলাদা বই লাগে না।
৩. সারাবছর সাধারণ জ্ঞান + ভূগোল পড়ে পড়ে পাগল হবেন না, এখানে অনিশ্চিত ৫০+১০ নম্বর এর জন্য প্রিপারেশন নষ্ট না করে নিশ্চিত বাকি ১৩০ এর জন্য আরও বেশি সময় দিন। এগুলোতে নিশ্চিত কমন পাবার মত প্রশ্ন আছে।
৪. নৈতিকতা-সুশাসন বিষয়টা পড়া পুরোপুরি বাদ দেন, এটা দেয়া হয় নম্বর কেটে ফাঁদে ফেলার জন্য। এটা পড়লে ধরা খাবেন, আর না পড়লে এমনিতেই ৩/৪ কমন পাবেন।
৫. যেকোনো বিষয়ে একটা করে ভালো প্রকাশনীর বই পড়ুন, অতিরিক্ত বই আপনার ভালো প্রিপারেশন নষ্ট করবে।
৬. যথাসম্ভব গুছিয়ে কম তথ্য পড়ুন এবং প্রয়োজনীয় তথ্য মাথায় রাখুন, রাস্তা ঘাটে যে যা বলবে তা মুখস্থ করলে সব ভুলে যাবেন। মোটামুটি সব সময় কমন কিছু প্রশ্নই আসে, কাজেই বেছে বেছে দরকারি অংশগুলোই পড়ুন।
★বিসিএস বা সরকারি চাকরিই জীবন না। যেকোনো নৈতিক পেশা অবলম্বন করে সুষ্ঠু সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকাটাই মূল বিষয়।
সবার জন্য শুভকামনা
লেখক-
Zakir's BCS specials
পেইজের এডমিন প্যানেলের সদস্য,
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা (সুপারিশপ্রাপ্ত)
Thanks..
You too, Dear visitor stay with us..