LearningHomebd.Com

সমজাতীয় কিছু সমার্থক শব্দ বিসিএস ও সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য ১০০% কমন উপযোগী

সমার্থক শব্দ+ মূল শব্দ সমার্থক শব্দ+মূল শব্দ
অম্বর___আকাশ অম্বু_____জল
অম্বুধি___সাগর অম্বুদ ___মেঘ


পরভৃৎ___কাক পরভৃত___কোকিল
কলাভৃৎ __ চন্দ্র


অংশু___আলো সুধাংশু___চাঁদ


বায়স___কাক কাকপুষ্ট___কোকিল


উদর___পেট উদক___পানি


খগ____পাখি নগ____পর্বত
নাগ____সাপ খড়গ___তলোয়ার


অশ্ম___পাথর অশ্ব___ঘোড়া
অটবী____বন বিটপী____বৃক্ষ


মার্গ____পথ মাগ____স্ত্রী


অনিল____বাতাস অলিক____কপাল
অলি_____মৌমাছি অলীক___সৈন্য
অলীক___মিথ্যা


কান্ত____পুরুষ সুকান্ত___সুন্দর
কান্তা____নারী কান্তার___বন


বুধ____জ্ঞান রবি___সূর্য


অভ্র____আকাশ শুভ্র____সাদা


জলধি____সাগর জলদি____দ্রুত
জল___ পানি জলদ__ মেঘ


মরণ______মৃত্যু মরণত____বাতাস


গিরি____পাহাড় গিরি নিঃস্রাব___নদী
নোট____রমজান


দ্বিপ____হাতি দ্বীপ____স্থলবেষ্ঠিত স্থান
দীপ____বাতি


মহী_______পৃথিবী মহীধর____পর্বত
মহীপাল___রাজা


মাতঙ্গ____হাতি মার্তণ্ড____সূর্য


পাণি____হাত পানি____জল


মৃগেন্দ্র_____সিংহ মৃগাঙ্ক_____চাঁদ
মৃগ_______হরিণ নরেন্দ্র___ রাজা


পারাবার____সমুদ্র পারাবাত____কবুতর


কেশ_____চুল কেশব____কৃষ্ণ


উপাধান____বালিশ উপাদান____উপকরণ


আভরণ___অলঙ্কার আবরণ___ঢাকনা


ভুজঙ্গ __সাপ তুরঙ্গ__ ঘোড়া
ভুজঙ্গম ___সাপ তুরঙ্গম __ঘোড়া


শিখী __ময়ূর শিখন্ডী__ময়ূর
শিখা ___আগুন


ভূ__পৃথিবী ভূধর__পর্বত
মহী__পৃথিবী মহীধর __পর্বত


দামিনী __বিদ্যুৎ যামিনী __রাত্রি


দিবাকর__সূর্য নিশাকর__চন্দ্র
দিনকর__সূর্য সুধাকর __চন্দ্র


পয়োদ__মেঘ পয়োধি __সমুদ্র


পাবক__আগুন পবন__ বাতাস


আধার__ স্থান আঁধার__ অন্ধকার


কুমুদ__পদ্ম কৌমুদী__জ্যোৎস্না


অধিপতি __ আল্লাহ নরপতি __ রাজা

More Collection Of Bangla Similar Words:
শর্বর ↔ শর্বরী
শর্বর = অন্ধকার,
শর্বরী = রাত্রি,

পরভৃত ↔ পরভৃৎ
পরভৃত = কোকিল,
পরভৃৎ = কাক

চিকুর ↔ চিকুর
চিকুর = চুল
চিকুর = বিদ্যুৎ


অম্বু ↔ অম্বুদ ↔ অম্বুনিধি ↔ অম্বর
অম্বু = পানি,
অম্বুদ = মেঘ,
অম্বুধি = সমুদ্র,
অম্বুনিধি = সমুদ্র
অম্বর = আকাশ

কুঞ্জ ↔ কুঞ্জর
কুঞ্জ = বন,
কুঞ্জর = হাতি,

মহীধর ↔ মহীরুহ
মহীধর = পর্বত,
মহীরুহ = বৃক্ষ

হাত ↔ হস্ত
হাত =  কর, বাহু, ভুজ, হস্ত, পাণি
হস্ত  = হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ

বারিদ ↔ বারিধি
বারিদ = মেঘ,
বারিধি = সমুদ্র

জলধর  ↔ জলনিধি ↔ জলদ
জলধর = মেঘ, সমুদ্র
জলনিধি = সমুদ্র,
জলদ = মেঘ

নগেন্দ্র ↔ নরেন্দ্র
নগেন্দ্র= পর্বত
নরেন্দ্র = রাজা

মাতঙ্গ ↔ মার্তণ্ড
মাতঙ্গ = হাতি,
মার্তণ্ড = সূর্য

বহ্নি ↔ বর্হী
বহ্নি = আগুন,
বর্হী = ময়ূর

ভুজ ↔ ভুজগ, ভুজঙ্গম, ভুজঙ্গ
ভূজ, = হাত,
ভুজগ, ভুজঙ্গম, ভুজঙ্গ = সাপ

অনল ↔ অনিল
অনল =  আগুন
অনিল = বাতাস

পাবক ↔ পবন
পাবক = আগুন
পবন =বাতাস

বিভাবরী ↔ বিভাবসু ↔ বিভা  ↔ বিভু
বিভাবরী = রাত্রি,
বিভাবসু = সূর্য
বিভাবসু = আগুন
বিভা = আলো
বিভু = ঈশ্বর


কপোত ↔ কপোল
কপোত = কবুতর,
কপোল = গাল

উদক  ↔ উদধি
উদক = মেঘ ,
উদধি = সমুদ্র

শাখী ↔ শিখী
শাখী = বৃক্ষ,
শিখী = ময়ূর

পর্ণী ↔ ফণী
পর্ণী = বৃক্ষ,
ফণী = সাপ

পয়োদ ↔ পয়োধি  ↔ পয়োনিধি
পয়োদ = মেঘ,
পয়োধি = সমুদ্র,
পয়োনিধি = সমুদ্র

পয়স্বিনী ↔ পয়স্বিনী
পয়স্বিনী = নদী,
পয়স্বিনী = গাভী

দ্বিপ ↔ দ্বিজ ↔ দ্বিজরাজ
দ্বিপ = হাতি
দ্বিজ = পাখি
দ্বিজরাজ = চন্দ্র

নাগ ↔ নগ
নাগ= সাপ,
নগ = পর্বত

কর ↔ করী
কর = কিরণ,
করী = হাতি


কিছু সমার্থক শব্দ পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে তাই এগুলো না পড়ে পরীক্ষায় যাবার কথা ভাববেন না -
✔️ পৃথিবী
ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল

✔️ পর্বত
শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র

✔️ পানি
জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়

অন্ধকার
আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম

✔️ অগ্নি
অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি

আকাশ
আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ

✔️ চন্দ্র
চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত,মৃগাঙ্ক, রজনীকান্ত


✔️ সাগর
সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি

✔️ সূর্য
রবি, সবিতা,দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক,ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা

নারী
রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী

✔️ নদী
তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, কল্লোলিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী

পদ্ম
কমল, উৎপল,সরোজ, পঙ্কজ,নলিন, শতদল,রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ

কোকিল
পরভৃত,পিক, বসন্তদূত

কন্যা
মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া

ঘোড়া
অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়,তুরঙ্গ, তুরঙ্গম

পুত্র
তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন

পত্নী
জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী

পাখি
পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ


বৃক্ষ
গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ

বন
অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন

বায়ু
বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত, গন্ধবহ

বিদ্যুৎ
বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা

✔️ মেঘ
জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর

রাজা
নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ, নরেন্দ্র

✔️ রাত
রাত্রি,রজনী, নিশি, যামিনী, শর্বরী,বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা

সর্প
সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক

ঢেউ
তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ


হাত
কর, বাহু, ভুজ, হস্ত, পাণি

✔️ হস্ত
হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url