36Th BCS Bangla MCQ Solution │ Bangla MCQ Question Solution Of 36th BCS Exam │NTRCA - Non-Government Teachers' Registration & Certification Exams Working Suggestion
36Th BCS Question Solution
Subject: Bangla
একটু পড়ে নিনঃ যারা নিয়মিত সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন এবং শিক্ষক নিবন্ধনি পরীক্ষায় অংশগ্রহন করেন তাদের জন্য বিসিএস এর বিগত প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ । আমরা চেষ্টা করবো যাতে ধারাবাহিক ও সহজভাবে দেওয়ার জন্য ।
বিঃদ্রঃ নিচের প্রশ্ন ও উত্তর যাচাই করে দেওয়া হয়েছে । তবে টাইপিং মিস্টেক এর জন্য প্রশ্ন বা উত্তরে ভুল মনে হলে দেখা মাত্রই কমেন্ট করে জানিয়ে দিন ।
01. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ?
ক. 7খ. নয়
গ. 10
ঘ. 8
উ: 8 টি
02. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি -
ক. সভাসদ
খ. শুভেচ্ছা
গ. ফল বান
ঘ. তন্বী
উ: শুভেচ্ছা
03. বহুব্রীহি সমাস বদ্ধ পদ কোনটি -
ক. জনশ্রুতি
খ. অনমনীয়
গ. খাস মহল
ঘ. তপবন
উঃ অনমনীয় জনশ্রুতি
04. কোনটি বিশেষ্য পদ -
ক. জাত
খ. গৈরিক
গ. উদ্ধত
ঘ. গাম্ভীর্য
উঃ গাম্ভীর্য
বিশেষ্য পদ দ্বারা কোন নাম কে বোঝানো হয় এখানেও
জাত এর বিশেষ্য জন্ম,
উদ্ধত এর বিশেষ্য ঔদ্ধত্য
গৈরিক এর বিশেষ্য গিরি
জাত এর বিশেষ্য জন্ম,
উদ্ধত এর বিশেষ্য ঔদ্ধত্য
গৈরিক এর বিশেষ্য গিরি
05. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে মধ্যন্য এর ব্যবহার রয়েছে -
ক. কল্যাণ
খ. প্রবণ
গ. নিক্কণ
ঘ. বিপণি
উঃ প্রবণ
06. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হবে -
ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
07. হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে -
ক. ইংরেজি ও ফারসি
খ. ইংরেজি ও আরবি
গ. তুর্কি ও আরবি
ঘ. ইংরেজি ও পর্তুগিজ
উঃ ইংরেজি ও ফারসি
08. রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. রবি + ইন্দ্র
খ. রবী + ইন্দ্র
গ. রবী + ঈন্দ্র
ঘ. রবি + ঈন্দ্র
উঃ রবি + ইন্দ্র
09. এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ -
ক. বিশেষ্য
খ. অব্যয়
গ. ক্রিয়া
ঘ. বিশেষণ
উঃ বিশেষণ
10. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি -
ক. উৎকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ তা
উঃ উৎকর্ষ
11. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় -
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. রুদ্র মহল
ঘ. বালুচর
উঃ বালুচর
বালুচর পল্লীকবি জসীমউদ্দীনের রচিত কাব্যগ্রন্থ তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো হলো রাখালী, নকশী কাঁথার মাঠ , ধানক্ষেত , মাটির কান্না, মা যে জননী কান্দে, কাফনের মিছিল, ইত্যাদি ।
12. সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কোন সালে -
ক. 1909
খ. 1910
গ. 1914
ঘ. 1921
উঃ 1914
13. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি -
ক. সুবচন নির্বাচনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. নুরুলদীনের সারাজীবন
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উঃ ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
14. কবি জসিম উদ্দিনের নাটক -
ক. রাখালী
খ. মাটির কান্না
গ. বেদের মেয়ে
ঘ. বোবা কাহিনী
উঃ বেদের মেয়ে
তার অন্যান্য নাটকগুলো নাটকগুলো হলো -
পদ্ম পার
পল্লীবধূ
মধুমালা
ওগো পুষ্পধনু ইত্যাদি
রাখালী এবং মাটির কান্না হল কাব্যগ্রন্থ বোবা কাহিনী তার একমাত্র উপন্যাস ,
জসীম উদ্দীন রচিত বিখ্যাত কাহিনী কাব্য নকশী কাঁথার মাঠ এবং সোজন বাদিয়ার ঘাট,
তার রচিত বিখ্যাত কবিতা কবর
পদ্ম পার
পল্লীবধূ
মধুমালা
ওগো পুষ্পধনু ইত্যাদি
রাখালী এবং মাটির কান্না হল কাব্যগ্রন্থ বোবা কাহিনী তার একমাত্র উপন্যাস ,
জসীম উদ্দীন রচিত বিখ্যাত কাহিনী কাব্য নকশী কাঁথার মাঠ এবং সোজন বাদিয়ার ঘাট,
তার রচিত বিখ্যাত কবিতা কবর
15. কোনটি উপন্যাস নয় -
ক. দিবারাত্রির কাব্য
খ. হাঁসুলী বাঁকের উপকথা
গ. কবিতার কথা
ঘ. পথের পাঁচালী
উঃ কবিতার কথা
16. বিষাদ সিন্ধু একটি -
ক. গবেষণা গ্রন্থ
খ. ধর্ম বিষয়ক প্রবন্ধ
গ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
ঘ. আত্মজীবনী
উ: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
বিকাশ চন্দ্র ঐতিহাসিক কারবালার প্রান্তরে হৃদয়বিদারক কাহিনী অবলম্বনে রচিত মীর মশাররফ হোসেনের উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম মুসলমান উপন্যাসিক নাট্যকার তার রচিত উপন্যাস রত্নাবতী গাজী মিয়ার বস্তানী এবং নাটক বসন্তকুমারী জমিদার দর্পণ বেহুলা গীতাভিনয় টালা অভিনয়
17. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন -
ক. 1756
খ. 1752
গ. 1760
ঘ. 1762
উ: 1760
মধ্যযুগের শেষ কবি এবং মঙ্গলকাব্য ধারা শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1712 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রাজার অনুরোধে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন এর জন্য রাজার কাছ থেকে রায়গুণাকর উপাধি লাভ করেন তার বিখ্যাত উক্তি হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এবং নগর পুড়িলে দেবালয় কি এড়ায় তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন ।
18. তোহফা কাব্যটি কে রচনা করেন -
ক. দৌলত কাজী
খ. মাগন ঠাকুর
গ. সাবিরিদ খান
ঘ. আলাওল
উ: আলাউল
আলাওল রচিত অন্যান্য গ্রন্থ হল পদ্মাবতী সপ্তপয়কর সিকান্দারনামা সাইফুল মুলক বদিউজ্জামাল
19. এন্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা -
ক. কবিগান
খ. পুঁথি সাহিত্য
গ. নাথ সাহিত্য
ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
উঃ কবিগান
20. কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের -
ক. বিহারী বিনোদিনী
খ. নিখিলেশ বিমলা
গ. মধুসূদন কুমুদিনী
ঘ. অমিত লাবণ্য
উঃ নিখিলেশ বিমালা
21. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস -
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উঃ কুহেলিকা
22. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য -
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা
ঘ. হিমালয়
উঃ বীরাঙ্গনা