LearningHomebd.Com

শিক্ষক নিবন্ধনি চূড়ান্ত মডেল টেস্ট - ০২ (৯ম-১০ম শ্রেণীর বাংলা বই সংযোজন) - বাছাইকৃত ১০০ টি এম সি কিউ | NTRCA - Teacher Registration Exams Final MODEL Test - 02

শিক্ষক নিবন্ধনি চূড়ান্ত মডেল টেস্ট - 02 
কলেজ পর্যায়- বাংলা
০১. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক

০২.  বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

০৩. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

০৪. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

০৫.  'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

০৬.  মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

০৭.  'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

০৮. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

০৯. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

১০.  পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক

১১. 'কোকিল' এর প্রতিশব্দ কি?
ক. বিভা
খ. কলকণ্ঠ
গ. কুণ্ডল
ঘ. করী
উত্তরঃ খ

১২. 'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
ক. ধরিত্রী, মহী, মেদেনী
খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
গ. অণর, পাবক, বহ্নি
ঘ. অলক, কন্ডল, চিকুর
উত্তরঃ খ

১৩. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. রাত্রি
খ. দুপুর
গ. সন্ধ্যা
ঘ. সকাল
উত্তরঃ গ

১৪. অংশ শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. প্রভা
খ. লোহিত
গ. লজ্জা
ঘ. চন্দ্র
উত্তরঃ ক

১৫. অধমর্ণ শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. ঋণী
খ. বিনয়ী
গ. আধমরা
ঘ. মরা
উত্তরঃ ক

১৬. পুণ্ড্র শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. জরা
খ. বৃদ্ধ
গ. ইক্ষু
ঘ. প্রাচীন
উত্তরঃ গ

১৭. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. রূপকল্প
খ. নিরাবয়ব
গ. সৈন্যদল
ঘ. কাল্পনিক
উত্তরঃ গ

১৮. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হল----
ক. হরিণ শিকার
খ. চিত্রা হরিণ
গ. চন্দ্র ঘ. হরিণ শিশু
উত্তরঃ গ

১৯. ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ

২০. বাংলা সাহিত্যের মধ্যযুগের সময় কাল?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক

২১. বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ

২২. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ

২৩. চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক

২৪. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

২৫. বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

২৬. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

২৭. চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ

২৮. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক

২৯. কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক

৩০. চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ

৩১. চর্যাপদ আবিস্কৃত হয়--
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক।

৩২. অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

৩৩. চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক

৩৪. চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ

৩৫. চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ

৩৬. বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ ঘ

৩৭. কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ

৩৮.ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ

 ৪৮. ‘বকনা’ শব্দের অর্থ-
ক. গাভী
খ. বাছুর
গ. গাই-বাছুর
ঘ. ষাঁড়-বাছুর
উত্তরঃ গ

৩৯. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি
খ. শ্রদ্ধঞ্জলী
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধাঞ্জলি

৪০. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা
খ. দূর+ঘটনা=দূর্ঘটনা
গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা
ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা

৪১. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার

৪২. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম
খ. বোম্বে, জয়পুর
গ. কাশী, বেনারস
ঘ. তিব্বত, নেপাল

৪৩. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার
খ. হাফেজ
গ. কোহিনূর
ঘ. মিহির

৪৪. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. তুর্কি
গ. ফারসি
ঘ. বাংলা

৪৫. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল
খ. গোরা
গ. দুর্গেশনন্দিনী
ঘ. হুতোম প্যাঁচার নকশা

৪৬. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. দুইটি

৪৭. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ
খ. ঐ+ও
গ. ঐ+ঔ
ঘ. এ+ও

৪৮. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. বৃন্দাবন দাস

৪৯. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ হামজা

৫০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
ক. ব্যবধান
খ. ল্যাবরেটরি
গ. মেঘ ও রৌদ্র
ঘ. শেষ কথা

৬১. তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায়_
ক. জ্ঞানান্বেষণ
খ. জানাঙ্কুর
গ. বেঙ্গল গেজেট
ঘ. সমাচার দর্পণ

৬২. শেক্সপিয়রের 'রোমিও জুলিয়েটের' ভাবানুবাদ কোনটি?
ক. চারুমুখ চিত্তহারা
খ. ভদ্রার্জুন
গ. ভানুমতি চিত্তবিলাস
ঘ. শর্মিষ্ঠা

৬৩. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাসে কয়টি পর্ব আছে?
ক. ছয়টি
খ. পাঁচটি
গ. চারটি
ঘ. তিনটি

৬৪. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে_
ক. ১০ নম্বর পদ
খ. ১৬ নম্বর পদ
গ. ১৮ নম্বর পদ
ঘ. ২৩ নম্বর পদ

৬৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
ক. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
খ. কাঁঠালপাড়া, চবি্বশ পরগনা
গ. চৌবেড়িয়া, নদীয়া
ঘ. পেয়ারা গ্রাম, পশ্চিমবঙ্গ

৬৬. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র
গ. তারাশংকর
ঘ. রবীন্দ্রনাথ
উত্তর:

৬৭. 'চাচাকাহিনী'-এর রচয়িতা কে ?
ক. কাজী আবদুল ওদুদ
খ. মোজাম্মেল হক
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. শাহাদাৎ হোসেন
উত্তর : সৈয়দ মুজতবা আলী

৬৮. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক. আত্মজ
খ. তনয়
গ. নন্দন
ঘ. শৈল
উত্তর : শৈল

৬৯. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি
খ. শ্রদ্ধঞ্জলী
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধাঞ্জলি
উত্তর : শ্রদ্ধাঞ্জলি

৭০. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা
খ. দূর+ঘটনা=দূর্ঘটনা
গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা
ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা
উত্তর : দুঃ+ঘটনা=দুর্ঘটনা

৭১. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার
উত্তর : ৫ প্রকার

৭২. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?
ক) ১৮০০ সালে
খ) ১৮০৪ সালে
গ) ১৮০১ সালে
ঘ) ১৮০৫ সালে
উত্তরঃ গ) ১৮০১ সালে
৭৩. কোনটি শুদ্ধ ?
ক) উপরেউক্ত
খ) উপরোক্ত
উত্তরঃ গ) উপর্যুক্ত
ঘ) উপরুক্ত

৭৪. জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়?
ক) গ + ঞ
খ) ঞ + জ
গ) ঞ + চ
উত্তরঃ ঘ) জ + ঞ

৭৫. ‘হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ –
উত্তরঃ ক) বিহিত
খ) অহিত
গ) সুহৃদ
ঘ) বিপরীত

৭৬. শুদ্ধ শব্দ কোনটি?
উত্তরঃ ক) জাতিসত্ত্বা
খ) সস্ত্রীক
গ) সমীচিন
ঘ) গীতাঞ্জলী

৭৭. মর্সিয়া শব্দের অর্থ কি?
ক) শোক বা আহাজারি
খ) দুঃখ
উত্তরঃ গ) শোক কাব্য
ঘ) বেদনামিশ্রিত কাব্য

৭৮. তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক) ক, ঘ
খ) চ, ছ
উত্তরঃ গ) ড়, ঢ়
ঘ) প, ফ

৭৯. পাশাপাশি দু’টো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) মৌলিক স্বরধ্বনি
উত্তরঃ খ) যৌগিক স্বরধ্বনি
গ) মূলধ্বনি
ঘ) সমধ্বনি

৮০. ‘বিষাদসিন্ধু’ কার রচনা ?
ক) কায়কোবাদ
উত্তরঃ খ) মীর মোশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী

৮১. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’- এর অবিষ্কারক
ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ) হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ) ডক্টর সুকুমার সেন

৮২. ‘বীরবল’ নিম্নোক্ত একন লেখকের ছন্মনাম-
উত্তরঃ ক) প্রমথ চৌধুরী
খ) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) নবীনচন্দ্র সেন

৮৩. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
উত্তরঃ গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) শামসুর রাহমান

৮৪. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস ?
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
উত্তরঃ গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব

৮৫. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
উত্তরঃ ক) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
খ) অব্যয়ে
গ) নতুন শব্দ গঠনে
ঘ) ভিন্ন অর্থপ্রকাশে

৮৬. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কবির ?
উত্তরঃ ক) শামসুর রাহমান
খ) মহাদেব সাহা
গ) রফিক আজাদ
ঘ) মোহন রায়হান

৮৭. ‘ইঁদুর কপালে’ বাগ্ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক) মন্দ ভাগ্য
খ) ক্ষুদ্রায়তন কপাল
গ) ইঁদুরাকৃতি কপাল
ঘ) হাস্যকর চেহারা

৮৮. কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় ?
ক) দেবদাস
খ) শ্রীকান্ত
উত্তরঃ গ) মৃত্যুক্ষুধা
ঘ) বড়দিদি

৮৯. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ?
উত্তরঃ ক) সবিতা
খ) অবনী
গ) কল্যানিধি
ঘ) সুধাকর

৯০. বাংলা গদ্যে বিরামচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার ?
উত্তরঃ ক) বিদ্যাসাগরের
খ) অক্ষয় কুমারের
গ) চণ্ডীচরণ মুন্সির
ঘ) কালীপ্রসন্ন সিংহের

৯১. নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?
ক) নবীন তপস্বিনী
খ) কমলে কামিনী
গ) বিয়ে পাগরা বুড়ো
উত্তরঃ ঘ) সবগুলো

৯২. জীবনানন্দ দাশ প্রধানত –
ক) ছন্দের কবি
খ) ভাবের কবি
উত্তরঃ গ) প্রকৃতির কবি
ঘ) মানুষের কবি

৯৩. ‘কবর’ নাটকটির নাট্যকার-
ক) জসীমউদ্দীন
খ) কাজীনজরুল ইসলাম
উত্তরঃ গ) মুনীর চৌধুরী
ঘ) উৎপল দত্ত

৯৪. ‘ঠোঁট কাটা’ বলতে কি বুঝায় ?
ক) অহঙ্কারী
উত্তরঃ খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদৃষ্ট

৯৫. নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান ?
ক) কষ্ট
খ) উপনিষ্য
গ) কল্যাণীয়েষু
উত্তরঃ ঘ) আষাঢ়

৯৬. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’-কে লিখেছেন?
ক) বিদ্যাপতি
উত্তরঃ খ) চন্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) গোবিন্দ দাস

৯৭. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’- কার উক্তি ?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মীর মোশাররফ হোসেন
উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৯৮. ‘মহাভারত’ এর রচয়িতা-
ক) বাল্মিকী
উত্তরঃ খ) বেদব্যাস
গ) ভদ্রবাহু
ঘ) মনু

৯৯. কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান ?
ক) পদ্মাবতী
খ) বিদ্যাসুন্দর
উত্তরঃ গ) জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ) পদ্মিনী উপাখ্যান

১০০. বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
ক) মনসা মঙ্গল
উত্তরঃ খ) মনসা বিজয়
গ) চাঁদ সওদাগর কাহিনী
ঘ) মনসা প্রশস্তি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url