LearningHomebd.Com

BCS preliminary Model Test - 14 ( বাংলা ৪০ টি MCQ প্রশ্ন )


১। ‘জল পড়ে, পাতা নড়ে । এখানে জল ও পাতা কোন কারক- বিভক্তি?
ক. কর্তায় প্রথমা
খ. কর্তায় সপ্তমী
গ. কর্তায় চতুর্থী
ঘ. কর্তায় তৃতীয়
উত্তর: ক

২। দশে মিলে করি কাজ । এখানে দশে কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে ২য়
খ. সম্প্রদান কারকে ৭মী
গ. কর্তৃকারকে ৭মী
ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তর: গ

৩। ‘ভোরে সূর্য উদিত হয়’- উদাহরণটি কোন বর্তমান কালের ?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. নিত্যবৃত্ত
ঘ. পুরাঘটিত
উত্তর: গ

৪। কোন দুটি পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তর; ক

৫। কোন বানানটি শুদ্ধ?
ক. সান্তনা
খ. সান্ত্বনা
গ. সানতনা
ঘ. স্বান্তনা
উত্তর: খ

৬। কোন বানানটি শুদ্ধ?
ক. নিরপরাধী
খ. প্রাণিকুল
গ. দারিদ্র্যতা
ঘ. স্বার্থকতা
ঘ. প্রাণিকুল
উত্তর: ঘ

৭। কোন বানাটি শুদ্ধ ?
ক. শ্রদ্ধাঞ্জললী
খ.সামঞ্জস্যতা
গ.ইতোমধ্যে
ঘ. সখ্যতা ?
উত্তর: গ

৮। কোনটি শুদ্ধ বানান ?
ক. শিরচ্ছেদ
খ. শিরশ্ছেদ
গ. শিরোচ্ছেদ
ঘ. শিরঃছেদ
উত্তর: খ

৯। কোনটি শুদ্ধ বানান ?
ক. শ্রদ্ধাস্পদেষু
খ. শ্রদ্ধাস্পদেষু
গ. শ্রদ্ধাস্পদাষু
ঘ. শ্রদ্ধাস্পাদাসু
উত্তর: ক

১০। কোনটি শুদ্ধ বানান ?
ক. সদ্যজাত
খ. সদ্দ্যোজাত
গ. সদ্যোজাত
ঘ. সদ্ব্যজাত
উত্তর: গ

১১। কোনটি শুদ্ধ বানান?
ক. নির্নিমেষ
খ. নির্ণিমেষ
গ. ণির্নিমেষ
গ. নির্নিমেষ
উত্তর: ক

১২। কোনটি শুদ্ধ বানান?
ক. নুনতম
খ, ন্যুনতম
গ. ন্যূনতম
ঘ. নুন্যতম
উত্তর: গ

১৩।‘বঙ্কিম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. রক্তিম
খ. ক্লেদাক্ত
গ. ঋজু
ঘ.বাঁকা
উত্তর: গ

১৪। ‘খিড়কী’ শব্দের বিপরীতার্থক কোনটি?
ক. চিলেকোঠা
খ. গুপ্তপথ
গ. বাতায়ন
ঘ. সিংহদ্বার
উত্তর: ঘ

১৫। ‘প্রচ্ছন্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ব্যক্ত
খ. আগমন
গ. ভৎসনা
ঘ. বিষণ্ন
উত্তর: ক

১৬। ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রচীতী
খ. প্রতীচী
গ. প্রতিচী
ঘ. প্রীতিচী
উত্তর: খ

১৭।‘উচাটান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. উর্ধ্বটান
খ. প্রশান্ত
গ. চপল
ঘ. শীতল 
উত্তর: খ

১৮। ‘উগ্র’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. মেজাজ
খ.সৌম্য
গ. চপল
ঘ. শীতল
উত্তর: খ

১৯। ‘সূর্য’ এর প্রতিশব্দ
ক. সুধাংশু
খ. শশাঙ্ক
গ. বিধু
ঘ. আদিত্য
উত্তর: ঘ

২০। ‘সমুদ্র’ এর প্রতিশব্দ
ক. মহীধর
খ. অন্তরীক্ষ
গ. জলদ
ঘ. অর্ণব
উত্তর: ঘ

২১। শিলীমুখ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ভ্রমর
খ. গুহা
গ. তীক্ষ্ণপাথর
ঘ. কোনটিই নয়
উত্তর: ক

২২। ‘যামিনী’ এর প্রতিশব্দ
ক. প্রসৃন
খ. দামিনী
গ.শর্বরী
ঘ.নিকর
উত্তর: গ

২৩। ‘বিটপী’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. পাদপ
খ. দ্রুম
গ. তৃণ
ঘ. তরু
উত্তর: গ

২৪। ‘বায়স’ শব্দের অর্থ কী ?
ক. শেয়াল
খ. বৃদ্ধ
গ. কাক
ঘ.কোকিল
উত্তর: গ

২৫।‘বলাহক’ এর প্রতিশব্দ
ক. জলাশয়
খ.নদী
গ. মেঘ
ঘ. আকাশ
উত্তর: গ

২৬। ‘মার্তণ্ড’ শব্দের অর্থ ?
ক. সূর্য
খ, মরুভূমি
গ. চন্দ্র
ঘ. আকাশ
উত্তর: ক

২৭। ‘মরুৎ’ এর প্রতিশব্দ
ক. মরুভূমি
খ. মরুময় স্থান
গ. বায়ু
ঘ.মরীচিকা
উত্তর: গ

২৮। ‘পরভৃত’ শব্দের অর্থ
ক. কাক
খ. কোকিল
গ. বক
ঘ. আম্র
উত্তর: খ

২৯। ‘দ্বিপ’ এর প্রতিশব্দ
ক. আলো
খ. হাতি
গ. জলবে
ঘ. বাতি
উ্ত্তর: খ

৩০। ‘তটিনী’ এর প্রতিশব্দ
ক. তরঙ্গিণী
খ. তন্বী
গ. তরী
ঘ. তট
উত্তর: ক


৩১।কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি
ক. সাদা
খ. সবুজ
গ. কালো
ঘ. নীল
উত্তর : গ

৩২। বাতাসে আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

৩৩। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি
ক. মেরু অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. ভূ কেন্দ্রে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

৩৪।কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি
ক. সাদা
খ. সবুজ
গ. কালো
ঘ. বেগুনি
উত্তর : ঘ

৩৫।কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে
ক. o গ্রুপ
খ. AB গ্রুপ
গ.A গ্রুপ
ঘ. B গ্রুপ
উত্তর : ক

৩৬।সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. সোডিয়াম
ঘ. পটাসিয়াম
উত্তর : ক

৩৭।ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক. ০.১৫ – ১.৫ %
খ. ০.২৫ ২.৫
গ. ৩.৫-৪.৫
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

৩৮।তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয়?
ক. পিতল
খ. ব্রোঞ্জ
গ. কাঁসা
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ

৩৯।সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয়?
ক. সালফিউরিক অ্যাসিড
খ. নাইট্রিকঅ্যাসিড
গ. এ্যাসকরবিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

৪০। ‘দোসরা’ তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি
খ. ফারসি
গ. উর্দু
ঘ. হিন্দি
উত্তর: ঘ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url